২২ গজের লড়াই কি শুরু হবে Olympics এ? অলিম্পিকে ক্রিকেট (Cricket in Olympics) যুক্ত হওয়ার সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইসিসির তরফে অলিম্পিকে ফের ক্রিকেট শুরু করার জন্য চেষ্টা শুরু হয়েছে। এই ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলকে ICC এর তরফে প্রস্তাব দেওয়া হবে। যদি ফের অলিম্পিকে খেলার তালিকায় ক্রিকেট অন্তর্ভুক্ত হয় তাহলে ১২৮ বছর পরে পুনরায় অলিম্পিক্সে ক্রিকেট খেলা শুরু হবে।
Cricket in Olympics – অলিম্পিকে ক্রিকেট?
ক্রিকেটের বিশ্ব নিয়ামক সংস্থা ICC এর তরফে অলিম্পিকে ক্রিকেটের মঞ্চ তৈরীর চেষ্টা শুরু হয়েছে। ২০২৮ সালে আমেরিকার লস এঞ্জেলসে অলিম্পিক (Olympic) অনুষ্ঠিত হবে। সেখানে যাতে ২২ গজের লড়াই চালু হতে পারে সেই ব্যাপারে আইসিসির তরফে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। ক্রিকেট সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অলিম্পিকে ৬টি পুরুষ এবং ৬টি মহিলা টিমের টুর্নামেন্ট করা হতে পারে।
অলিম্পিকে ক্রিকেট চালু করার ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলকে (International Olympic Council) আইসিসির তরফে প্রস্তাব দেওয়া হচ্ছে। কিভাবে ক্রিকেট টিমের বাছাই পর্ব হবে? এই ব্যাপারে ICC সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটের T-20 র্যাংকিংয়ে যে ৬টি দল শীর্ষে থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে ভারতের যোগদানের প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।
এর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। সেবার সোনা জয় করেছিল ইংল্যান্ড। এবার ২০২৮ সালের আমেরিকার লস এঞ্জেলসে যে অলিম্পিক অনুষ্ঠিত হবে সেখানে ক্রিকেট অন্তর্ভুক্ত হতে চলেছে বলেই জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত তার বাস্তবায়ন প্রক্রিয়াটি কিভাবে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অলিম্পিকের বৈঠকে (Cricket in Olympics Meeting).
তিনবার ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে, আবার ভাইরাল, এবারের ফুটবল বিশ্বকাপ কে জিতবে?
ক্রিকেটের দল গঠন করা হবে ২টি গ্রুপে। ৬টি করে টিম ২ গ্রুপে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকটি দলের ১৪ জন খেলোয়াড়ের নাম দেওয়া যাবে। সেমিফাইনালে যে ২টি দল জয়ী হবে তারা ফাইনালে মুখোমুখি হবে। আবার যারা সেমিফাইনালে হেরে যাবে তারা ব্রোঞ্জ পদকের জন্য মুখোমুখি হবে।
যদি ২০২৮ সালের অলিম্পিকে যে ২৮ টি খেলা অন্তর্ভুক্ত হতে চলেছে, তার মধ্যে অলিম্পিক্সে ক্রিকেট থাকে তাহলে ১২৮ বছর পরে ফের অলিম্পিকে ২২ গজের লড়াই দেখতে পাওয়া যাবে। আপডেট আসছে সঙ্গে থাকুন। আর আপনি কি চান অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হোক? নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Rajib Ghosh.