School Education: রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে পঞ্চম শ্রেণী। তালিকা দেখে নিন

প্রাইমারি শিক্ষা (Primary School Education) বলতে প্রথম শ্রেনী থেকে চতুর্থ শ্রেনীর পঠন-পাঠনকে বোঝায়, তবে রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে তখন থেকে রাজ্যের ২৩৩৫ টি প্রাথমিক স্কুলের আওতায় পঞ্চম শ্রেণীকেও যুক্ত করা হবে। অর্থাৎ ২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষা বলতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন-পাঠনকে বোঝানো হবে।

Class 5 included in Primary School Education

জানা যাচ্ছে, রাজ্য শিক্ষা দপ্তর (WBBPE Primary School Education), বুধবার রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তির বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার আইন ২০০৯ অনুযায়ী পঞ্চম শ্রেণীকে প্রাথমিক শিক্ষার মধ্যে অন্তর্গত করার কথা জানিয়েছেন বিজ্ঞপ্তিতে।

ইতিমধ্যে রাজ্যের যে সমস্ত স্কুলগুলোতে প্রাথমিক শিক্ষার আওতায় পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হবে সে সমস্ত স্কুলগুলোর তালিকা তৈরি করা হয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে সে সমস্ত স্কুলগুলোতে নির্দেশনাও পৌঁছে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ রাজ্যে বিভিন্ন জেলায় কোন কোন প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী কে যুক্ত করা হলো প্রাথমিক শিক্ষার আওতায় :-

কোন জেলার কত স্কুল?

রাজ্যের প্রকাশিত স্কুলগুলির তালিকায় রয়েছে কলকাতার ৫২টি স্কুল। এ ছাড়াও জেলার স্কুলগুলোর মধ্যে রয়েছে বাঁকুড়ার ৪৫টি স্কুল।
বীরভূমের ১১৯টি, কোচবিহারের ২৫টি, দক্ষিণ দিনাজপুরের ১৭টি, হুগলির ১০৮টি, হাওড়ার ১৪৫টি, জলপাইগুড়ির ২৭টি, মালদহের ২২৯টি, মুর্শিদাবাদের ৪৬৭টি, নদিয়ার ১৪০টি, উত্তর ২৪ পরগনার ১৯৮টি, পশ্চিম মেদিনীপুরের ৬৫টি, পূর্ব বর্ধমানের ৮৩টি, পূর্ব মেদিনীপুরের ৬১টি, পুরুলিয়ার ২৪টি, উত্তর দিনাজপুরের ৭৯টি, দক্ষিণ ২৪ পরগনার ৩২৭টি এবং পশ্চিম বর্ধমানের ৮৭টি প্রাথমিক স্কুল।

যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর সময় থেকেই প্রাথমিক শিক্ষার আওতায় পঞ্চম শ্রেণিতে যুক্ত করার ভাবনা শুরু হয়েছিল, তবে সেই সময় এই ভাবনা কার্যকর করা হয়নি। যদিও অন্যান্য রাজ্যে প্রাথমিক শিক্ষার আওতায় পঞ্চম শ্রেণিতে যুক্ত করা হয়েছে তবে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য শুরু হওয়ার কথা চলছে ২০২৫ এর শিক্ষাবর্ষ থেকে।

নতুন এই নিয়মকে স্বাগত জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের (WBBPE) আধিকারিকরা। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক ও অন্যান্য আধিকারিকগণ এই নতুন কর্মসূচি নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। প্রাথমিক শিক্ষার আওতায় পঞ্চম শ্রেণীকে যুক্ত করার আগে একবার রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়ন করা দরকার বলে মনে করেছেন তাঁরা।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে ইউনিফায়েড পেনশন স্কিম চালু হবে? রাজ্য সরকারি কর্মীরা কোন হিসাবে পেনশন পাবেন?

সেই সাথে যেহেতু অনেক বছর ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিত রয়েছে, তাই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস চালানো অনেকটাই সমস্যার সৃষ্টি হবে। এছাড়া প্রাইমারি স্কুলগুলোর ক্লাস ঘরগুলো বাড়ানো দরকার বলে মনে করেছেন তাঁরা।

সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সম্পাদক ও অন্যান্য সহকারীদের কাছে প্রাথমিক শিক্ষার আওতায় পঞ্চম শ্রেণীতে যুক্ত করার ভাবনাকে স্বাগত জানিয়েছেন, তবে সর্বপরী রাজ্যের স্কুলগুলোর পরিকাঠামো ব্যবস্থা (School Education Department) ও শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করাটা সবচেয়ে আগে দরকার তাহলে প্রাথমিক শিক্ষার আওতায় পঞ্চম শ্রেণীতে যুক্ত করার ভাবনা অনুযায়ী কার্যক্রম অনেকটাই সুদূরপ্রসারী হবে বলে মনে করছেন শিক্ষক মহলের অভিজ্ঞ ব্যক্তিরা।

শেয়ার করুন: Sharing is Caring!