রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য গুরুত্বপূর্ণ খবর। এবার কর্মীদের স্যালারি একাউন্ট (Salary Account) সম্পর্কিত নয়া নিয়ম চালু হচ্ছে। তাই জারি হয়েছে নয়া নির্দেশিকা। কি জানানো হয়েছে এই নোটিশে? আসলে এই নতুন নির্দেশিকা জারি করার প্রধান লক্ষ্য হলো (Employee Benefits) সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত ব্যাংক একাউন্টটি বদল করার প্রক্রিয়াটিকে আরো সরল করা। আগে যেটি জটিল ছিল নয়া নিয়মে অনেক সরলীকৃত হয়েছে।
Change of Salary Account New Rules
আগে যেকোনো সরকারি কর্মীদের তাদের স্যালারি একাউন্ট নম্বর পরিবর্তন (Change of Salary Account Number) করতে চাইলে অনেক ঝক্কি পোহাতে হতো। তবে এবার থেকে সরকারি কর্মীরা এখন মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই নিজেদের অ্যাকাউন্ট পরিবর্তন করে নিতে পারবেন। আর এই পদক্ষেপের ফলে প্রক্রিয়াটি সরল হবে আর কর্মীরা নিজেদের সুবিধা মতো ব্যাঙ্ক বেছে নেওয়ার ক্ষেত্রে আরও স্বাধীনতা পাবেন। ইতিমধ্যে অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।আপনাদের এই বিষয়ে জরুরী
তথ্যগুলি জানা প্রয়োজন।
স্যালারি অ্যাকাউন্ট নম্বর বদলানো সংক্রান্ত নিয়ম
১) অপশন ফর্ম জমা করা
আপনি যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট বদল করতে চান, তাহলে শুধুমাত্র একটি ‘অপশন ফর্ম’ ( Salary Account Option Form) পূরণ করতে হবে। আর তারপর অফিসের প্রধানের কাছে গিয়ে জমা দিতে হবে।
২) ‘নো-অবজেকশন’ সার্টিফিকেট
যে সকল কর্মীদের বর্তমান স্যালারি একাউন্টের ওপর রাজ্য সরকারের নির্দিষ্ট হাউসিং লোন স্কিম বা অন্য কোনো ধরনের ঋণ চালু আছে, তাঁদেরকে অ্যাকাউন্ট বদল করার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখা থেকে ‘নো-অবজেকশন’ বা ‘নো-লায়েবিলিটি’ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে আর তারপর সেটি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।
৩) কাদের NOC লাগবে না?
যাদের কোনও রকম লোন বা কোন বকেয়া নেই তাদের নো-অব্জেক্সন সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন নেই। তাদের শুধুমাত্র অপশন ফর্ম জমা দিলেই চলবে।
কতবার স্যালারি অ্যাকাউন্ট বদলানো যাবে?
সরকারি কর্মীদের মাথায় নিশ্চয়ই এই প্রশ্নটা থাকবে, স্যালারি একাউন্ট কতবার বদলানো যাবে? নিয়ম বলছে, সাধারণত, কোনো একজন কর্মী প্রতি তিন বছরের ব্লকে একবার তাঁর স্যালারি অ্যাকাউন্ট পরিবর্তন করার সুযোগ পাবেন।
তবে বদলি এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। প্রসঙ্গত উল্লেখ্য, যদি একজন কর্মীর নতুন পোস্টিং হয়ে থাকে, আর যদি তাঁর সেই জায়গা বা বাসস্থান থেকে বর্তমান ব্যাঙ্ক শাখার দূরত্ব হয় ১০ কিলোমিটারের বেশি, সেক্ষেত্রে তিন বছরের এই নিয়মটি প্রযোজ্য হবে না। তিনি প্রয়োজনে তার আগেও অ্যাকাউন্ট বদলাতে পারবেন।
আরও পড়ুন, সেপ্টেম্বর মাসের ফ্রি রেশন তালিকা। পুজোর স্পেশাল প্যাকেজ। কোন রেশন কার্ডে কি কি পাবেন দেখুন
কীভাবে আবেদন করবেন?
- আপনাকে প্রথমে বিজ্ঞপ্তি সঙ্গে যুক্ত অপশন ফর্মটি ফিল আপ করতে হবে।
- উল্লেখ করুন আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য ও যাবতীয় ইনফর্মেশন।
- আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ IFSC, MICR কোড উল্লেখ করুন।
- এরপর ফর্মের সাথে আপনার নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে তার একটি ক্যানসেলড চেক বা চেকের ফটোকপি জমা দিতে হবে।ক
- এটি আপনার দেওয়া তথ্য যাচাই করতে সাহায্য করবে।
- আপনার যদি কোনো ব্যাঙ্ক লোন থাকে, তাহলে ব্যাঙ্ক থেকে সংগ্রহ করে নিন NOC
- আপনার পূরণ করা আবেদন পত্র এবং সমস্ত প্রয়োজনীয় নথি অফিসের প্রধানের কাছে জমা দিয়ে দিন।
- এরপরই স্যালারি একাউন্ট পরিবর্তনের অফিসিয়াল প্রসেস শুরু হবে।
আরও পড়ুন, দিনে মাত্র কয়েক ঘন্টা অনলাইনে পার্ট টাইমে কাজ প্রচুর টাকা আয় করুন।
উপসংহার
সরকারি নির্দেশিকা (Government of West Bengal) থেকেই স্পষ্ট অনুমান করা যায় এই নতুন নিয়ম আগের নিয়মকে সম্পূর্ণরূপে বাতিল করেছে। যা সকল রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খবর। এতদিন যে জটিলতা পোহাতে হতো তা আর হবে না। সরকারি কর্মীরা খুব সহজেই নিজেদের স্যালারি অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারবেন।