খেতে খেতে মাছের কাঁটা কিংবা মাংসের হাড় গলায় অনেকেরই লেগে যায় এটা অদ্ভুত নয় । কিন্তু তাবলে মোবাইল ! এটা সত্যিই আশ্চর্যের ! কসোভোর প্রিস্টিনা নামে এক শহরে ঘটলো এমনই এক ঘটনা । আস্ত একটা মোবাইল গিলে ফেললেন এক ৩৩বছরের ব্যাক্তি । দ্রুত হাসাপাতালে তার অস্ত্রপচার শুরু হয় । চিকিৎসকেরা বলেন মোবাইল টি তিনটি অংশে আলাদা আলাদা হয়ে পেটের মধ্যে ছিলো । তাদের ভয় ছিলো ব্যাটারির মধ্যে যে ক্ষতিকর পদার্থ থাকে তা পেটে একবার মিশে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে ব্যাক্তিটির । তাই তারা স্ক্যান করার পরেই তাড়াতাড়ি করে অস্ত্রোপচার শুরু করে দেয় । শেষমেষ মোবাইলের তিনটি অংশ বার করা গেছে বলূ তারা জানায় । এমন ঘটনা আজ নতুন নয় ২০১৪ র গননা অনুযায়ী অনেক ব্যাক্তি এরকম আস্ত মোবাইল গিলে ফেলেছেন বহুবার । এই ৩৩বছরের ব্যাক্তিটি যে মোবাইল গিলে ফেলেছিল সেটি ছিলো নোকিয়ার ৩৩১০ নামক মডেল টি ।