Solar Air Conditioner – বিনামূল্যে সারাদিন AC চালান। কম দামে সোলার এয়ার কন্ডিশনার বাজারে এলো। দাম, ফিচার্স ও সুবিধা অসুবিধা জেনে নিন

এসি বা Air Conditoner এর আকাশ ছোঁয়া কারেন্ট বিল নিয়ে চিন্তার দিন শেষ। বাজারে এলো Solar Air Conditioner বা সোলার এয়ার কন্ডিশনার। কারেন্টে নয়, বরং সূর্যের আলোর শক্তিতে চলবে এই এসি।

Advertisement

গরম যা বেড়েছে তাতে ঘরের ভেতর আরামে থাকতে হলে একটি এসির (Air Conditioner). দরকার পড়বেই পড়বে। কিন্তু এসি (Solar Air Conditioning) চালানোর সঙ্গে সঙ্গে মনে আর একটা টেনশনও কাজ করে। তা হল বিদ্যুৎ বিলের (Electric Bill) খরচ। গরমের হাত থেকে বাঁচতে দিনে ২৪ ঘন্টা অনেকেই এসি (AC) চালিয়ে থাকেন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাড়ে বিদ্যুতের খরচ এবং মাসের শেষে যখন বিল আসে তখন দেখা যায় তার পরিমাণ হয়েছে আকাশছোঁয়া।

Advertisement

Solar Air Conditioner Will Help you to Reduce Electricity Bill.

তাহলে কি করবেন? এসি চালানো কমিয়ে দেবেন? না, বরং আপনার পুরনো এসি বদলে নিয়ে নিন নতুন এই Solar Air Conditioner. শুনে মিথ্যা মনে হলেও এই এসি বিদ্যুৎ খরচই করে না। তাই আপনি দিনে যত খুশি চালান না কেন বিদ্যুতের বিল আসবে শূন্য। শুধু তাই নয়, গরম যত বাড়বে এসি কুলিং (AC Cooling) বাড়বে তত। সাধারণ এসির তুলনায় আরো নানা ধরনের আকর্ষণীয় ফিচারও রয়েছে এই ধরনের এসিতে। এই নতুন এসির চাহিদা বাজারে বিরাট।

আজকাল সৌর শক্তি (Solar Energy) চালিত যন্ত্রপাতির চাহিদা বেড়েছে বাজারে। এই শক্তি সহজলভ্য এবং পরিবেশ দূষণও কম করে। তাছাড়া কারেন্টও খরচ করে না। ফলে বিদ্যুৎ বিল নিয়ে টেনশন থাকে না। সোলার বিভিন্ন জিনিসের মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে Solar Air Conditioner. কারণ এখানে একবার এসি ইনস্টলেশন করতেই যা খরচা। ব্যস, তা হয়ে গেলে সারা জীবন ধরে যত খুশি এসি ব্যবহার করুন, বিদ্যুৎ বিল নিয়ে আর ভাবতে হবে না।

How Solar Air Conditioner Works in Home?

সোলার এসি (Solar AC) সরাসরি সূর্য থেকে প্রাপ্ত তাপের দ্বারা পরিচালিত হয়। এই জন্য বাড়ির রূফ টপে একটি সোলার প্যানেল (Rooftop Solar Panel) প্রথমে ইন্সটল করতে হয়। আর তারপর যেমন এসি (AC) লাগায়, তেমনভাবেই এসি ফিট করতে হয়। সূর্যের তাপ ওই সোলার প্যানেলের মাধ্যমে শোষিত হয়ে নির্দিষ্ট বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে অল্টারনেট কারেন্টে রূপান্তরিত হয়ে যায়।

Advertisement

তারপর তা লাইনের মাধ্যমে ওই Solar Air Conditioner গিয়ে তাকে চালাতে শুরু করে। সৌর শক্তির মাধ্যমে চালিত বাতানুকুলিত যন্ত্র মধ্যে একটি ব্যাটারি ব্যাংক ফিট করা থাকে। দিনের বেলা সোলার প্যানেল থেকে তাপ নেওয়ার সময় সৌরশক্তি এটিতে স্টোর হতে শুরু করে। রাত্রি বেলা সূর্য অস্ত চলে গেলে যাতে এসি কাজ না করা বন্ধ করে দেয়, সেই জন্য তখন এই ব্যাটারি থেকে চার্জ ওই এসিকে চালায়।

Advantages of Solar Air Conditioner

১. সাধারণ এসি (Electric AC) গুলি কেবল বিদ্যুতের দ্বারাই চলে।
২.কিন্তু Solar Air Conditioner আপনি তিন ভাবে চালাতে পারেন, সোলার প্যানেল, ব্যাটারি ব্যাংক এবং ইলেকট্রিসিটি লাইনের মাধ্যমেও।
৩. বিদ্যুতের বিকল্প শক্তিতে চলায় বিদ্যুৎ খরচ শূন্য হয়ে যায়।
৪. ফলে Electricity Bill নিয়ে আর কোন চিন্তা থাকে না।

৫. সাধারণ এসি গুলি লোডশেডিং (Loadsheding) হয়ে গেলে কাজ করা বন্ধ করে দেয়।
৬. ফলে গরমে অস্বস্তি বোধ করতে হয় তখন।
৭. কিন্তু সোলার এসিতে সেই চিন্তা নেই।
৮. সোলার এসি হয় ইকো-ফ্রেন্ডলি (Eco Friendly).

Air Conditioner Blast Causes (এসি বিষ্ফোরণ)

৯. সাধারণ এসি গুলি জীবাশ্ম জ্বালানির বিদ্যুৎ ব্যবহার করায় বাতাসে প্রচুর কার্বন উৎপন্ন করে।
১০. কিন্তু Solar Air Conditioner তে সেই ঝুঁকিও নেই।
১১. সাধারণ এসির মতোই এই এসি গুলিতেও আপনি অটো স্টার্ট মোড, টার্বো কুল মোড, ড্রাই মোড, স্লিপ মোড, অন-অফ টাইমার, অটো ক্লিন, স্পিড সেটিং, লাভার স্টেপ অ্যাডজাস্ট এবং রিমোটে গ্লো বোতামের মতো সমস্ত বৈশিষ্ট্য পাবেন।

গরমের মধ্যে চুপি সারে একধাক্কায় বেড়ে গেল Electric Bill? কারেন্ট বিল নিয়ে রাজ্যের বিদ্যুৎ সংস্থা WBSEDCL কি জানালো?

Price of Solar Air Conditioner in India 2024

সোলার এসির দাম পাওয়ারের উপর নির্ভর করে। বেশি পাওয়ারের এসি কিনলে দামও বেশি পড়ে। তবে এই খরচা একবারই এসি লাগানোর সময়। সাধারণ এসি গুলি দামে সস্তা হলেও বিদ্যুৎ বিলে অনেক টাকা খরচ করে, কিন্তু সোলার এসি গুলিতে বিদ্যুৎ খরচ শূন্য। তাই সেই দিকে অনেক টাকা বেঁচে যাবে আপনার। সোনার কিনতে চাইলে আপনি অনলাইনে কিনতে পারেন। সেখানে খানিকটা দাম কম পাবেন। এর ওপর যদি কোন অফার সমেত কেনেন তাহলে দাম আরো কম হবে।
Written by Nabadip Saha.

8.20% সুদ দিচ্ছে পোস্ট অফিস! এই স্কিম সম্পর্কে অনেকেই জানে না

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment