ছাত্রছাত্রীদের জন্য বিশাল খবর। SBI Scholarship 2024 Program এর মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই মিলবে ১০০০০ থেকে ৭০০০০ টাকা স্কলারশিপ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ফাউন্ডেশন আবারও সকল স্কুল পড়ুয়া, কলেজ এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে একটি অসাধারণ স্কলারশিপ প্রোগ্রাম, যা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তা প্রদান করবে। এই উদ্যোগের মাধ্যমে SBI ফাউন্ডেশন শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষালাভে সাহায্য করবে, যার ফলে তারা তাদের শিক্ষাজীবনে আরও উন্নতি করতে পারবে।
SBI Scholarship Program 2024
স্কলারশিপের বিশদ বিবরণ:
এই স্কলারশিপটির নাম দেওয়া হয়েছে ‘SBIF Asha Scholarship 2024’। এর মাধ্যমে স্কুল থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিভিন্ন শিক্ষার্থীকে ১০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত স্টেট ব্যাংক স্কলারশিপ দেওয়া হবে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির পরিমাণ ধার্য করা হয়েছে ১৫,০০০ টাকা। যারা স্নাতক স্তরে পাঠরত তাদের জন্য ৫০,০০০ টাকা এবং যারা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন তাদের জন্য ৭০,০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা মেনে চলতে হবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। শিক্ষাজীবনের পূর্ববর্তী বর্ষে ছাত্রছাত্রীদের অন্তত ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। বিশেষ করে, ৫০ শতাংশ আসন মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হবে এবং তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
স্কুল ছাত্রছাত্রীদের জন্য
স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে। এছাড়া তাদের পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার নিচে হতে হবে।
কলেজ ছাত্রছাত্রীদের জন্য
স্টেট ব্যাংক স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের অবশ্যই NIRF (National Institutional Ranking Framework) এর অন্তর্ভুক্ত শীর্ষ ১০০ টি কলেজের মধ্যে যেকোনো একটি কলেজে পাঠরত থাকতে হবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রাপ্ত নম্বর ৭৫ শতাংশ থাকতে হবে এবং পারিবারিক আয় ৬ লক্ষ টাকার উপরে হওয়া চলবে না।
স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য
SBI Scholarship স্কলারশিপের জন্য আবেদনকারী স্নাতকোত্তর ছাত্রছাত্রীদেরও NIRF এর অন্তর্ভুক্ত সেরা ১০০ টি কলেজের মধ্যে যেকোনো একটি কলেজে পড়াশোনা করতে হবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রাপ্ত নম্বর ৭৫ শতাংশ থাকতে হবে এবং পারিবারিক আয় ৬ লক্ষ টাকার উপরে হওয়া চলবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস
এই স্কলারশিপের জন্য আবেদন করার সময় কিছু নির্দিষ্ট ডকুমেন্টস লাগবে। এর মধ্যে রয়েছে প্রার্থীর জাতীয়তার প্রমাণস্বরূপ নিজস্ব আধার বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ, পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণ এবং জাতিগত সার্টিফিকেট।
আবেদন পদ্ধতি
SBIF Asha Scholarship 2024 এর জন্য আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইনে সম্পন্ন হবে।
1. প্রথমে, Buddy4Study পোর্টালের ওয়েবসাইটে যেতে হবে।
2. যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকেই তৈরি থাকে, তাহলে সরাসরি লগইন করতে পারেন।
3. যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য আপনার বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
4. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
5. লগইন করার পর, Buddy4Study পোর্টালের হোমপেজে ‘SBIF Asha Scholarship 2024’ নামক স্কলারশিপটি খুঁজে বের করুন।
আরও পড়ুন, মাধ্যমিক পাস হলেই ১০০০০ টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন?
6. স্কলারশিপের নামের উপর ক্লিক করুন যাতে আপনি আবেদনপত্রের পেজে প্রবেশ করতে পারেন।
7. আবেদনপত্রের পেজে প্রবেশ করার পর, প্রার্থীদের নির্দিষ্ট কিছু তথ্য প্রদান করতে হবে। যেযন নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, স্কুল/কলেজের নাম, শ্রেণি, পূর্ববর্তী শিক্ষাবর্ষের নম্বর, পারিবারিক আয়, বাবা-মার পেশা ইত্যাদি।
8. পরবর্তীতে আবেদনপত্রের সাথে প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
9. আবেদনপত্র পূরণ এবং ডকুমেন্টস আপলোড করার পর, টার্মস অ্যান্ড কন্ডিশনস বা শর্তাবলীতে সম্মতি দিতে হবে।
10. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ এবং যাচাই করার পর, ‘Submit’ বোতামে ক্লিক করে আপনার আবেদনপত্র জমা দিন।
আবেদনের শেষ তারিখ
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ৭ই অক্টোবর ২০২৪। এই তারিখের পর আর আবেদনপত্র জমা দেওয়া যাবে না, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আবেদনপত্র জমা দিন।
Written by Nabadip Saha.