আর কিছুদিন পরে লোকসভা ভোট। তার আগেই PM Scholarship Yojana বা প্রধানমন্ত্রী স্কলারশিপ নিয়ে দারুণ খবর। পড়ুয়াদের জন্য দারুণ সুবিধা। এছাড়াও এর আগে সকল দেশবাসীর জন্য অনেকে ঘোষণা হয়েছে, যে গুলির মাধ্যমে বিরাট উপকৃত হবার স্বপ্ন দেখছে সাধারণ মানুষ। আর এবার দেশের শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করল তারা। কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিচ্ছে নতুন এক স্কলারশিপ।
PM Scholarship Yojana 2024
যেখানে প্রতিমাসে ৩০০০ টাকা করে বৃত্তি ঢুকবে প্রত্যেকের ব্যাংক একাউন্টে (Bank Account). বলা হয়েছে ভোটের আগেই নাকি এই স্কলারশিপের (PM Scholarship) টাকা দিয়ে দেওয়া হবে প্রত্যেককে। কারা কারা পেতে চলেছেন এই স্কলারশিপের টাকা? এই জন্য আবেদন কবে থেকে শুরু? কিভাবে আবেদন করবেন? যাবতীয় দেখে নিন, যাতে আপনারা বিনা কোন সমস্যায় এই আবেদন করে ফেলতে পারবেন।
What Is PM Scholarship Yojana?
দেশের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে এর আগে হাজারো স্কলারশিপ (Scholarship 2024) চালু করেছে সরকার। যে গুলির মাধ্যমে প্রতি বছর স্কুল থেকে কলেজ পড়ুয়া কোটি কোটি ছেলে মেয়েরা উপকৃত হন। এরই মধ্যে অন্যতম একটি হলো PM Scholarship. কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট মারফত এই স্কলারশিপটি প্রদান করা হয়। অন্যান্য স্কলারশিপ গুলির মতো।
এটিও ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর্থিক সাপোর্ট প্রদানের জন্য শুরু করা হয়েছে। তবে এটি সার্বজনীন স্কলারশিপ নয়। প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোস্ট গার্ড কর্মী, পুলিশ কর্মী এবং রেল কর্মীদের মূলত জঙ্গি ও নকশাল হামলায় যাদের শহীদ হতে হয়েছে, তাদের সন্তান এবং বিধবা স্ত্রী দের এই সুবিধা দেওয়া হয়। PM Scholarship সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে আপনারা জেনে নিন।
How Much Money You Will Get In PM Scholarship Yojana
প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পের মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থীদের আলাদা স্কলারশিপ (Scholarship Amount) দেয় সরকার। পুরুষ প্রার্থীরা বছরে ৩০০০০ এবং মহিলা প্রার্থীরা প্রতিমাসে ৩৬০০০ টাকা বৃত্তি পায়। অর্থাৎ পুরুষ প্রার্থীদের এখানে দেওয়া হয় প্রতি মাসে ২৫০০ টাকা এবং মহিলা প্রার্থীদের ৩০০০ টাকা। এই এমাউন্টটি সেই সব ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির টাকা থেকে শুরু করে টিউশন খরচ, বইপত্রের খরচ, পড়াশোনার অন্যান্য যাবতীয় খরচ কভার করে থাকে। মোট ৫৫০০ জন প্রার্থী প্রতি বছর এই স্কলারশিপ পায়। যার মধ্যে পুরুষ ২৭৫০ জন এবং মহিলা ২৭৫০ জন।
PM Scholarship Apply Criteria
১. আবেদনকারীকে আসাম রাইফেলস, আরপিএফ এবং আরপিএসএফ-এর শহীদ পুলিশ কর্মীর সন্তান বা বিধবা স্ত্রী হতে হবে।
২. AICTE অথবা UGC দ্বারা স্বীকৃত যে কোনো কলেজ, প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করতে হবে।
৩. ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সমেত উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
৪. যারা রেগুলার কোর্সে অধ্যায়নরত তাদেরকেই এই স্কলারশিপের টাকা দেওয়া হবে।
৫. ডিসটেন্স বা অনলাইন ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে এই সুবিধা পাবেন না।
৬. বর্তমানে অন্য কোনো সরকারি স্কিম বা স্কলারশিপের টাকা পাওয়া চলবে না।
PM Scholarship Online Apply Process
১. এই স্কলারশিপের জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.ksb.gov.in এ যেতে হবে প্রথমে।
২. New Registration এ ক্লিক করে নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাদের আর করতে হবে না।
৩. রেজিস্ট্রেশনের সময় পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Log In করতে হবে।
৪. PM Scholarship Apply Now বাটনে ক্লিক করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন হবে।
৫. এপ্লিকেশন ফর্ম আসবে যেখানে ব্যক্তিগত, শিক্ষাগত, এবং বাসস্থান গত ইনফরমেশন সঠিকভাবে লিখতে হবে।
৬. Next করে পরের পেজে আসতে হবে। এখানে প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।
৭. এরপর Submit বাটান ক্লিক করলে এপ্লিকেশন প্রক্রিয়া সফল হবে।
Documents Required for PM Scholarship Yojana
১. আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড।
২. বয়সের প্রমাণপত্র।
৩. এক কপি পাসপোর্ট ছবি।
৪. উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট ও মার্কশিট।
স্কুল কলেজ পড়ুয়াদের টাকা দিচ্ছে PNB ব্যাংক। স্কলারশিপের টাকা পেতে এইভাবে আবেদন করুন।
৫. বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি রশিদ।
৬. ব্যাংক পাস বই।
৭. আবেদনকারীর পিতা অথবা স্বামীর পেশার প্রমাণ পত্র।
৮. দরকার হলে আরও কোন নথিপত্র চাওয়া হতে পারে আপনার কাছ থেকে।
Written by Nabadip Saha.
হোলি উপলক্ষে পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ শুরু। কারা পাবে? কিভাবে আবেদন করবেন?