১৩০০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও ICDS Supervisor কর্মী নিয়োগ। যোগ্যতা, বেতন, আবেদন প্রক্রিয়া জেনে নিন

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চাকরিপ্রার্থীদের জন্য এলো সুখবর। নির্বাচনবিধি শেষ হওয়ার পরই ICDS Supervisor ও অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Recruitment 2024) নিয়োগ হতে চলেছে। জানা যাচ্ছে, সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সুপারভাইজার পদে নিয়োগ দেবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC). এই বিষয়ে কি কি জানা গেছে, বিস্তারিত জেনে নিন।

Advertisement

Anganwadi ICDS Supervisor Recruitment in West Bengal.

সেই ২০১৯ সালে শেষবার এই পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পাবলিক সার্ভিস কমিশন (Integrated Child Development Services). গত বছরই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা মুখিয়ে ছিলেন আবার কবে এই নিয়োগ হবে। তাদের জন্যই এবার ২০২৪ এর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের (Anganwadi Supervisor Recruitment) ঘোষণা করল PSC. যেখানে দেখা যাচ্ছে শূন্য পদের সংখ্যা প্রায় ১৩ হাজার এর কাছাকাছি। রাজ্যের যে কোন প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরাই এই পদ গুলোতে আবেদনের যোগ্য। তবে সম্পূর্ণ জানতে পুরো প্রতিবেদন পড়ুন।

Advertisement

আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ

এই নিয়োগ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সংগঠিত করে। আর এই নিয়োগ হলে কেবলমাত্র WBPSC, পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। প্রধানত অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস সুপারভাইজার (ICDS Supervisor) পদের নিয়োগের জন্যই এই ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলোতে নিয়োগ দেওয়া হবে চাকরির প্রার্থীদের।

আর আপনারা যারা এই Anganwadi Recruitment বা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আগের থেকে এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিন। এর মধ্যে সাধারণ এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। সে বিষয়ে জানার জন্য অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পাওয়ার অবধি।

ICDS Anganwadi Recruitment Age and Qualification

আবেদন করার জন্য উপযুক্ত বয়স সীমা হল সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত। যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তাদের জন্য সরকারি রেগুলেশন অনুযায়ী বয়সে ছাড় আছে। আবেদনকারী প্রার্থীকে ইউজিসি (UGC) স্বীকৃত যে কোনো বিশ্ব বিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। যারা উচ্চতর শিক্ষার অধিকারী তারাও এখানে আবেদন জানানোর জন্য উপযুক্ত।

Advertisement

Anganwadi Recruitment Online Apply Process

১. পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
২. এই জন্য লাগবে বৈধ ইমেইল আইডি, ফোন নাম্বার, নিজের নাম এবং পাসওয়ার্ড।
৩. পূর্বে রেজিস্ট্রেশন করা প্রার্থীদের পুনরায় রেজিস্ট্রেশনের দরকার নেই।
৪. প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজের একাউন্টে লগইন করতে হবে।

৫. Apply Online লিংকে ক্লিক করতে হবে।
৬. নতুন পেজ খুলবে যেখানে চাকরির জন্য আবেদন পত্র (Anganwadi Recruitment Apply Form) দেখা যাবে।
৭. প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফর্ম সঠিকভাবে পূরণ করুন।
৮. হয়ে গেলে Save and Next করে পরে ফিরে আসুন এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে দিন।

৯. পুনরায় Save and Next বাটন click করে পরের পেজ অর্থাৎ পেমেন্ট পেজে আসুন।
১০. ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে নির্দিষ্ট আবেদন মূল্য জমা করে দিন।
১১. আর নিজের এপ্লিকেশনের একটি প্রিন্ট করে নিন। আবেদনের কাজ শেষ।
১২. এক্ষেত্রে আবেদন মূল্য (Anganwadi Recruitment Charges) হল
সাধারণ শ্রেণী (General) – ১৬০ টাকা
সংরক্ষিত শ্রেণী (SC, ST, OBC) – ফ্রি।

Anganwadi Recruitment Documents Required

  • নিজস্ব একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার
  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  • পরিচয় পত্রের যে কোন একটি প্রমাণ
  • বয়সের প্রমাণপত্র
  • জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে
  • বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার।

ICDS Supervisor & Anganwadi Recruitment Process

এক্ষেত্রে প্রথমে একটি অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষার পূর্ণমান ১০০। সময় থাকবে ১ ঘন্টা। পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পরীক্ষার বিষয় থাকবে General Knowledge, Reasoning, English, Data Analysis and Quantitative Aptitude, Professional Knowledge এই সব বিষয়ে। পরীক্ষার দশ দিন আগে থেকে উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা এডমিট কার্ড ডাউনলোড (Anganwadi Recruitment Exam Admit Card Download) করতে পারবেন।

অনলাইন পরীক্ষায় নির্দিষ্ট কাট অফ নম্বর পাওয়া প্রার্থীদের ডেকে নেওয়া হবে পরের ধাপ মেন পরীক্ষার জন্য। এই পরীক্ষায় মোট চারটি পেপার থাকবে।
পেপার ১ – ইংলিশ,
পেপার ২ – বেঙ্গলি, হিন্দি, নেপালি,
পেপার ৩ – জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স,
পেপার ৪ – অ্যাপ্টিটিউড।

পরীক্ষার সময় থাকবে মোট ৯০ মিনিট প্রতিটি পেপারের জন্য।
মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সুযোগ পাবেন চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যায়ে যাবার। সকল পর্যায় মিলিয়ে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদের মনোনীত করা হবে নিয়োগের (ICSD Supervisor Recruitment) জন্য।

রেশন কার্ড, Ration Card, রেশন ব্যবস্থা, Rationing System, বিনামূল্যে রেশন, Free Ration

Anganwadi Recruitment Salary Structure

সাধারণত পিএসসির মাধ্যমে নিযুক্ত ICDS সুপারভাইজারদের ন্যূনতম বেতন ২৭ হাজার টাকা থেকে শুরু হয়। তবে পরে এই বেতন আরো বাড়ে। এছাড়াও স্থায়ী চাকরি হওয়ার দরুন প্রভিডেন্ট ফান্ড (PF), ডিএ (DA), যাতায়াতের খরচ (TA), বাড়িভাড়া ভাতা (HRA), WBHS (স্বাস্থ্যবীমা), পেনশন (Pension) এই সব সুবিধাও পান কর্মরত ব্যক্তিরা।

পশ্চিমবঙ্গে ICSD Supervisor ও অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে প্রায় ১৩০০০ শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে সমগ্র রাজ্য জুড়ে। কিন্তু ICDS Supervisor এবং অঙ্গনয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে যেহেতু এখনো কোন ধরণের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সেই জন্য এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। আর এই নিয়োগ আদৌ কবে হবে, সেই বিষয়ে অনেকেই বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে, সেটা ঠিক না ও হতে পারে। আগামী ১০ই জুনের পরই যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তবেই কেবলমাত্র সঠিক তথ্য পাওয়া যাবে। তবে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি ও ICDS Supervisor নিয়োগ এর কি কি যোগ্যতা ও নিয়ম কানুন রয়েছে, জেনে নিয়ে সমস্ত ডকুমেন্টস রেডি রাখুন ও প্রস্তুতি সম্পন্ন করুন।

চাকরিপ্রার্থীদের সুখবর, ইন্টারভিউ দিয়ে ব্যাংকে স্থায়ী চাকরি, বিস্তারিত জানতে ক্লিক করুন।

আবেদন প্রক্রিয়া

এখানে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। খুব শীগ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানেই আবেদন কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে সে সব উল্লেখিত থাকবে। আর মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই এই সম্পর্কিত কোন না কোন ঘোষণা হতে চলেছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment