Jio Vs Airtel Plans – জিও এর ব্যাবসা মারতে এবার ভারতে এলো গুগল সিম, দুই বছর সব ফ্রি।

Jio Vs Airtel Plans – এবার ভারতে টেলিকম ব্যাবসায় নামছে গুগল।

পৃথিবীর সব থেকে বড় এবং প্রখ্যাত SE (search engine) কোম্পানি গুলির মধ্যে (Jio Vs Airtel Plans) এক ও অদ্বিতীয় গুগল (Google) আর সেই গুগল এবার ব্যাবসা করবে ভারতে (Jio Vs Airtel Plans)। ভারতীও সংস্থাতে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করতে প্রস্তুত। ভারতের অন্যতম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল (Bharati Airtel)-এর সঙ্গে জোট বেঁধেই এই কাজ করবে গুগল।

ভারতীয় বাজারে জিও এর একচাটিয়া বাজার বন্ধ করতে এবং এয়ারটেল স্থাকে আরও উন্নত করতে কয়েক কোটি ডলার বিনিয়োগ করলো গুগল (Google)। আর শুধু তাই নয়, বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, বিগত কয়েক বছরে ভারতীয় বাজারে দীর্ঘদিন ধরে ব্যাবসা করার পর হাত গুটিয়ে নিয়েছে একাধিক টেলিকম কোম্পানী, যার কারন মুলত জিও এর জন্য। Jio Vs Airtel Plans

কিন্তু ফলস্রুতিতে দেখা যাচ্ছে, কিছুদিন ফ্রি পরিষেবা দিয়ে এখন কার্যত সকল প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং সেই পথে হাটতে হচ্ছে সকল কোম্পানিকে। ভারতের সবচেয়ে বেশী গ্রাহক এয়ারটেলের। সেই এয়ারটেল ও কার্যত ধাক্কা খাচ্ছে। তাই এবার এয়ারটেল কে তুলতে গুগল এর পদক্ষেপ। Jio Vs Airtel Plans

বর্তমানে সবচেয়ে উন্নত মানের পরিষেবা প্রদানকারী টেলিকম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিজিটাল ইউনিট ( Relience Industry limited) জিও (Jio)-কে টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা। SE (Search Engine) কোম্পানি গুগল (Google) ভারতী এয়ারটেলে ১বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। Jio Vs Airtel Plans

গুগল ইকুইটি ডিল ও টাই অ্যাপ এর মাধ্যমে গত পাঁচ থেকে সাত বছরের মধ্যে যে ডিজিটালাইজেশন হয়েছে সেই খাত থেকেই গুগল এই বিনিয়োগ করবে বলে জানা যাচ্ছে। বর্তমান ভারতীয় বাজারে এয়ারটেল এবং জিও একে অপরের প্রতিদ্বন্দ্বী। Jio Vs Airtel Plans

গুগলের সঙ্গে এয়ারটেল ৫ বছরের জন্য এই চুক্তিতে বদ্ধ হয়েছেন যে, পরিকল্পনা সঠিকভাবে এগোলে এখানে ১০বিলিয়ন ডলার পর্যন্ত গুগল বিনিয়োগ করবে এবং প্রতিষ্ঠানটির ১.২৮ শতাংশ মালিকানা অর্জন করবে গুগল। এই ঘোষণার পরেই এয়ারটেলের শেয়ার ০.৫৪% বেড়ে ৭১১ টাকা হয়েছে। Jio Vs Airtel Plans

জলের দামে আনলিমিটেড কল আর ইন্টারনেট প্লান দিচ্ছে BSNL, তাড়াতাড়ি রিচার্জ করুন

এবং অন্য একটি সুত্রের খবর, গুগল এর সমস্ত প্রোডাক্ট যেমন বিনামুল্যে ব্যাবহারের অপশন রয়েছে, ঠিক তেমনি প্রথম দুই বছর বিনামূল্যে পরিষেবা দিতে পারে গুগল। কিন্তু সেখানে কি হাত পা গুটিয়ে বসে থাকবে জিও? স্টারলিঙ্ক যেমন ভারতে স্যাটেলাইট বসাতে পারলো না, তেমনি গুগল কি পারবে বিনামূল্যে কল আর ইন্টারনেট দিতে? আপনার ,মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। আর আপডেট রাখতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মতামত। Jio Vs Airtel Plans

ফেব্রুয়ারীর মধ্যে এই কাজটি না করলে ফ্রিজ হয়ে যাবে ব্যাংক একাউন্ট, রিজার্ভ

পুরানো নোট বা কয়েন থাকলেই, শুধুমাত্র একটি ক্লিকেই ,বাড়িতে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment