PM Modi on Bank Deposit Insurance: নতুন আইন নরেন্দ্র মোদীর, ব্যাঙ্ক দেউলিয়া হলেও ৯০ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন, কিভাবে পাবেন, দেখুন

অতিমারী আবহে সারা দেশের অর্থনৈতিক অবস্থা যখন খারাপ, একেরপর এক ব্যাঙ্ক (Bank Deposit Insurance) মার্জ হয়ে যাচ্ছে, ঠিক তখনই গ্রাহকের বাঙ্কে গচ্ছিত টাকার সুরক্ষা নিয়ে নতুন আইন আনলো নরেন্দ্র মোদীর সরকার।

ব্যাঙ্কের এই নতুন আইনের পোশাকি নাম ব্যাঙ্ক ডিপোজিট ইন্সুরেন্স (Bank Deposit Insurance)। এই নতুন আইনে ব্যাঙ্ক দেউলিয়া হলেও আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। কি আছে এই আইনে, কত টাকা ফেরত পাবেন, কতদিনের মধ্যে পাবেন সমস্ত বিষয় নিয়ে রইল বিস্তারিত বিবরণ।

গতকাল দেশের জনগনের উদ্দেশ্যে ব্যাঙ্ক আমানত বিমা সংক্রান্ত এক অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজকের দিনটি দেশের ব্যাঙ্কিং ক্ষেত্র এবং সারা দেশের কোটি কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা ব্যক্তিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার পরিস্থিতি হলেও ৯০ দিনের মধ্যে বিমার টাকা। আইনের সংস্কারের (Bank Deposit Insurance) কারণেই এটা সম্ভব হয়েছে। সরকারের কাছে গুরুত্বপূর্ণ মধ্যবিত্তর সঞ্চয়। আইন সংস্কার করে আমরা ব্যাঙ্ক ও আমানতকারী উভয়কেই রক্ষা করেছি।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বছরের পর বছর ধরে কার্পেটের নিচে সমস্যাগুলিকে লুকিয়ে রাখার মনোভাব আমাদের দেশের সমস্যা ছিল। কিন্তু আজকের নতুন ভারত সমস্যার সমাধানের দিকে নজর দেয়, সমস্যার সমাধানে দেরী করায় নয়। আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, বারবার কেন্দ্রকে অনুরোধ করতাম, ব্যাঙ্কে আমানতের উপর বিমার অঙ্ক এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হোক। কিন্তু কোনও দিন সেটা হয়নি। সেই কারণে মানুষ আমাকে এখানে পাঠিয়েছেন। (Bank Deposit Insurance)

অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে ক্লিক করুন

আগে কি ছিলো নতুন কি হলো?

এই আইন চালু হওয়ার আগে পর্যন্ত কোনও ব্যাঙ্ক দেউলিয়া হলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পাওয়ার নিয়ম ছিল অর্থাৎ গ্রাহকের একাউন্টে কোটি টাকা থাকলেও এক লাখের বেশি পেতেন না। এবং এই টাকা কবে পাবেন তার কোনও সুনির্দিষ্ট তথ্য ছিলো না। কিন্তু এই নয়া আইনে আপনার টাকা নব্বই দিনের মধ্যে ফেরত পেয়ে যাবেন। তার জন্য ব্যাঙ্ক ডিপোজিট ইন্সুরেন্স (Bank Deposit Insurance) নামে নতুন আইন আনা হলো।

আরও পড়ুন, সুদের হার বেড়ে গেল, সরকারী ব্যাঙ্কে, দেখতে ক্লিক করুন

কিভাবে টাকা ফেরত পাবেন?

নতুন করে সমস্ত গ্রাহককে ব্যাঙ্ক ডিপোজিট ইন্সুরেন্স (Bank Deposit Insurance) ফর্ম ফিলাপ করিয়ে নেওয়া হবে ব্যাঙ্কের তরফ থেকে। এর পর প্রতি বছর এই ইন্সুরেঞ্চ রিনিউ হবে। আর যদি কখনো ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার মত পরিস্থিতি হয়, তবে ওই ইন্সুরেঞ্চের মাধ্যমেই গ্রাহক তার টাকা ফেরত পাবেন। নিচের ভিডিও দেখুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment