অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় দেড় বছর পর অবশেষে খুলছে স্কুল (School Reopen)৷ ১৬ নভেম্বর থেকে ফের শুরু হবে ক্লাস ঘরের পঠন পাঠন৷ কিন্তু ক্লাস চালু হলেও থাকছে একাধিক বিধি নিষেধ৷ কোভিড বিধি মেনে ক্লাস করার জন্য প্রয়োজনে সকাল ও দুপুর দুই ভাগে ভাগ করা হতে পারে স্কুলের সময়৷ স্কুল শুরুর আগে ১০ মিনিট সময় বরাদ্দ থাকবে করোনা নিয়ে সতর্ক করার জন্য৷ দূরত্ব বিধি মানা হবে কঠোর ভাবে৷ প্রতি বেঞ্চে বসবে একজন করে পড়ুয়া৷
স্কুল খোলার (School Reopen) পর কী কী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বৃহস্পতিবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খোলার সময় যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তার সঙ্গে এ বারের নির্দেশিকার অনেকটাই মিল রয়েছে৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাসের ক্ষেত্রে কী কী নিয়মবিধি মানা হবে, সেই নির্দেশিকাও এ দিন জারি করা হয়েছে। অ্যাকাডেমিক গাইডলাইন বা পঠনপাঠন সংক্রান্ত নির্দেশিকা পরে প্রকাশ করা হবে বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে৷
নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলা (School Reopen) হলেও কলেজ বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী একসঙ্গে আসবেন কি না, সেই বিষয়টি স্পষ্ট করেনননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ খোলার পরে কী ভাবে কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে উচ্চশিক্ষা দফতরের তরফে সেই বিষয়ে এ দিন নির্দেশ দিয়েছে ঠিকই। কিন্তু তাতে উপস্থিতি নিয়ে কোনও নির্দেশ উল্লেখ নেই। তবে কি উচ্চশিক্ষা স্তরে সব পড়ুয়াকেই ক্যাম্পাসে আসতে বলা হচ্ছে? এই নিয়ে ধন্দ রয়েছে৷
যেসমস্ত বিষয়ে কড়া নজর থাকবে
কী ভাবে কোভিড বিধি মেনে শিক্ষকরা ক্লাস করাবেন, সেই নির্দেশও এখানে দেওয়া হয়েছে৷ ক্লাস শুরু হওয়ার আগে কোনও ভাবেই হুড়োহুড়ি করা যাবে না৷ অভিভাবকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে৷ স্কুল খোলার এক ঘ্ণ্টা আগে থেকেই স্কুলে ঢোকার অনুমতি পাবে পড়ুয়ারা৷ প্রত্যেককে নিজের পৃথক জলের বোতল সঙ্গে রাখতে হবে৷ নিজস্ব বই তো থাকবেই৷ কারও থেকে পেনও নেওয়া যাবে না৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ রাখতে হবে স্যানিটাইজার৷
ক্লাস চালু হলেও থাকছে না মিড ডে মিল৷ বিশেষ করে এই মিড ডে মিল দেওয়া হয় প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তাই বদ্ধ টিফিন বাক্সে বাড়ি থেকে খাবার আনতে বলা হয়েছে। এমনকি কারো জলের বোতল থেকেও জল খাওয়া যাবে না। প্রতিদিন স্কুল, স্কুলের শৌচালয়, ল্যাবরেটরি ও গ্রান্থাগার স্যানিটাইজ করতে হবে৷ স্কুলে গেলেও ক্লাসঘর, ক্যাম্পাস, খেলার মাঠ, ল্যাবরেটরি, লাইব্রেরি ও হস্টেলে পারস্পরিক দূরত্ব বজায় রাখতেই হবে। কারও মধ্যে কোভিডের লক্ষণ দেখা গেলেই তাঁকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে৷ কলেজেও একই ভাবে সতর্কতা অবলম্বন করতে হবে৷ প্রয়োজনে হোস্টেলও খুলে দেওয়া হবে৷ নভেম্বর থেকে ক্লাস শুরু হলেও, প্রস্তুতি সারতে ১ নভেম্বর থেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা৷