পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এখনও পর্যন্ত প্রায় ৪৬ লক্ষ নাম বাদ গেছে, আদালতে গিয়েছে একাধিক মামলা বা SIR Case. তরিঘরি করে SIR প্রক্রিয়া (Special Intensive Revision) করা, ভোটার তালিকা সংশোধনের নামে ২০ বছর ধরে যারা ভোট দিচ্ছেন তাদের বাদ দিয়ে দেওয়া, CAA তে যারা আবেদন করেছেন, তারা ছাড় পাবেন কিনা, মতুয়াদের ছাড় দেওয়া প্রভৃতি দাবি নিয়ে প্রচুর মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে (SIR Case in Supreme Court)। গতকালের শুনানিতে সুপ্রিম কোর্ট যে ২টি বিষয়ে মন্তব্য করেছেন, তাতে টেনশন বেড়েছে নির্বাচন কমিশন সহ লাখ লাখ সাধারণ মানুষেরও।
SIR Case in Supreme Court
গতকালের Supreme Court on SIR Case এর শুনানিতে মুলত ২টি দিকেই বেশি নজর দেওয়া হয়েছে।
- প্রথমত, SIR প্রক্রিয়ার আড়ালে কেন্দ্র সরকার NRC প্রক্রিয়া শুরু করছে না তো?
- দ্বিতীয়ত, যারা CAA তে আবেদন করেছেন, তাদের SIR এ ছাড় দেওয়া হোক।
SIR এর নামে নাগরিকত্ব যাচাই করতে পারে না ECI
১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে ভারতীয় নির্বাচন কমিশন SIR এর নামে নাগরিকত্ব যাচাই করতে পারে না। SIR Case নিয়ে ভারতের মহামান্য প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত এই বেঞ্চ সিদ্ধান্ত নেবেন এই বিষয়টি। এদিনের শুনানিতে, সিনিয়র অ্যাডভোকেট এএম সিংভি যুক্তি দেন যে, SIR প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন পরোক্ষভাবে ভোটারদের নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করছে। যেটি “৩২৪ ধারার উলঙ্ঘন। যার অধীনে ECI এর নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা নেই।
২০ বছর ভোট দেওবার পর কি কারণে একজন ব্যক্তিকে পুনরায় যোগ্যতার প্রমাণ দিতে হবে? সিনিয়র অ্যাডভোকেট এএম সিংভি দাবি করেন, SIR এর নামে তাহলে NRC শুরু হয়ে গেল কি? নাগরিকত্ব আইনের ৮ এবং ৯ ধারার অধীনে কেবলমাত্র কোনও ইউনিয়ন অথবা ট্রাইব্যুনাল আইনের অধীনে আদালতের পর্যবেক্ষণের মাধ্যমে নাগরিকত্ব নির্ধারণ করতে পারে। যার পোশাকি নাম NRC.
CAA তে আবেদন করলেই SIR পাশ?
এদিকে ২০০২ সালে অনেকেরই ভোটার তালিকায় নাম না থাকায় অনেকেই নাম কেটে যাওয়ার আশংকায় রয়েছেন। তাই অনেকেই স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্বের দাবি করে CAA তে আবেদন করেছেন। কারন ২০০২ সালে SIR এর সীমা বেধে দেওয়া হলেও, ২০১৪ সাল পর্যন্ত CAA তে ছাড় দেওয়া রয়েছে। যার ফলে CAA Certificate পেলেই বেঁচে যেতে পারেন অনেকেই। তাই এখন CAA তে আবেদন পড়ার হিড়িক লেগেছে। অনেকেই দাবি করছেন, যারা CAA তে আবেদন করছেন, তারা যেন নাগরিকত্ব সনদ পাওয়া পর্যন্ত SIR প্রক্রিয়ায় ছাড় পায়।
Supreme Court on SIR Case: আদালতের পর্যবেক্ষণ
তবে CAA আবেদনকারীদের SIR প্রক্রিয়ায় ছাড় দেওয়ার দাবিতে মামলা করলেও, এদিনের পর্যবেক্ষণে CAA প্রক্রিয়াতেও বড় প্রশ্ন চিহ্ন পড়ে গেল। এদিন শুনানিতে মহামান্য প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সুনিশ্চিত করা কি সম্ভব? শুধুমাত্র জৈন, বৌদ্ধ, খ্রিস্টান বা সংখ্যালঘু অভিবাসী বলে তাঁদের জন্য আলাদা সিদ্ধান্ত নেওয়া যায় না। মামলাকারীদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যথাযোগ্য় প্রমাণ রয়েছে কি না তা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।
আরও পড়ুন, ব্যাংকের লোনগ্রহীতাদের জন্য বিরাট সুখবর। EMI এর খরচ কমে গেল। বিরাট ঘোষণা রিজার্ভ ব্যাংকের
অর্থাৎ সহজ কথায় CAA তে আবেদন করলেই তারা নাগরিক হয়ে যাবেন না। প্রত্যকেটি আবেদন আলাদা ভাবে যাচাই করে, তিনি আদৌ যোগ্য কিনা, সেটা ভেরিফাই করতে হবে। আগামী ৯ই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
উপসংহার
SIR প্রক্রিয়া সারা দেশের জন্য সত্যিই প্রয়োজন। তবে, এই প্রক্রিয়া শুরুর দিন থেকেই অভিজগের পর অভিযোগ আসছে। প্রতিদিন ECI নিয়ম বদল করছেন। এমনকি যে App এর মাধ্যমে সমস্ত তথ্য আপলোড করতে হয়, সেটিও দিনে কয়েকবার আপডেট হচ্ছে, নিয়ম বদল হচ্ছে, অপশন পাল্টে যাচ্ছে, ডেটা থিক্মতো দেখা যাচ্ছে না, তালিকায় নাম থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক কথায় একটি অপেশাদারি পন্থায় সমস্ত প্রক্রিয়া করা হচ্ছে। তার সাথে রয়েছে প্রচুর ভুল। তাই এই প্রক্রিয়া ১ মাসের মধ্যে সম্পন্ন করা সথ্যি অনেক বড় প্রশ্নের সম্মুখীন করছে।