PMUY LPG Subsidy: বন্ধ হয়ে যাবে রান্নার গ্যাসের ভর্তুকি। ডবল দামে কিনতে হবে এলপিজি গ্যাস সিলিন্ডার

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় লাখ লাখ পরিবার এলপিজি সিলিন্ডারে ভর্তুকি (PMUY LPG Subsidy) পেয়ে থাকেন। কিন্তু এবার Liquefied Petroleum Gas তথা রান্নার গ্যাসের দাম নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মে বড়সড় চমক এসেছে। এখন থেকে প্রতি বছর এই কাজ না করলে ভর্তুকির টাকা আটকে যাবে। দেশের সমস্ত সরকারি অধিনস্থ পেট্রোলিয়াম কোম্পানী ইন্ডিয়ান অয়েল, এইচপি, ভারত পেট্রোলিয়ামের গ্রাহকদের জন্য বাধ্যতামূলক ভাবে এই নিয়ম চালু হয়েছে। যারা এখনও করেননি, তাদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। আজই জেনে নিন কী করতে হবে এবং কেন।

Mandatory e-KYC for PMUY LPG Subsidy

কেন্দ্রীয় তেল বিপণন সংস্থাগুলি ১৪.২ কেজি গৃহস্থালি সিলিন্ডারের জন্য e-KYC & Biomatric Update বাধ্যতামূলক করেছে। তাই প্রত্যেক গ্রাহকের রান্নার গ্যাসের সাবসিডি (PMUY LPG Subsidy) পেতে হলে এটি প্রতি বছর বায়োমেট্রিক আধার যাচাইয়ের মাধ্যমে e-KYC আপডেট করতে হবে। না করলে সরকারি ভর্তুকি বন্ধ হয়ে যাবে। তবে রান্নার গ্যাস বুকিং ও সরবরাহে কোনও ব্যাঘাত ঘটবে না। এই নিয়ম উজ্জ্বলা গ্রাহকদের পাশাপাশি সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ও প্রযোজ্য।

কেন চালু হলো এই নিয়ম?

যেসমস্ত গ্রাহকদের বছরে ভর্তুকির সমস্ত সিলিন্ডার লাগে না, তাদের ও সমস্ত সিলিন্ডার বুক করার অভিযোগ বার বার উঠেছে। এমনকি ঘরের সিলিন্ডার দিয়ে বাণিজ্যিক কাজ, রেস্টুরেন্ট ও অটো চালানোর ঘটনা ও ঘটেছে। তাই কেন্দ্র সরকার এবার বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করেছে, যাতে কেবলমাত্র গ্রাহকই তারদের রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। আসলে সরকারের লক্ষ্য হলো ভুয়া গ্রাহকদের চিহ্নিত করা এবং ভর্তুকি সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো। এতে সরকারের খরচ কমবে এবং স্বচ্ছতা বাড়বে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা আরও নিরাপদ হবে।

LPG e-KYC কীভাবে করবেন?

ই-কেওয়াইসি করা একেবারেই সহজ এবং বিনামূল্যে। প্রথম উপায় হলো কোম্পানির মোবাইল অ্যাপ ব্যবহার করা। ইন্ডিয়ান অয়েলের Indane অ্যাপ, এইচপির HP Pay, ভারত গ্যাসের My LPG অ্যাপে যান। আধার নম্বর দিয়ে OTP যাচাই করে বায়োমেট্রিক দিন। দ্বিতীয় উপায় হলো ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে করা। তৃতীয় উপায় হলো ডেলিভারি বয়ের কাছে থাকা অ্যাপে আঙুলের ছাপ দিয়ে সম্পন্ন করা।

অ্যাপের মাধ্যমে LPG e-KYC করার প্রক্রিয়া

  • প্রথমে নিজের গ্যাস কোম্পানির অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করুন।
  • তারপর লগইন করে ‘e-KYC’ অপশন খুঁজুন।
  • আধার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে OTP নিন।
  • এরপর আঙুলের ছাপ বা আইরিস স্ক্যান দিন।
  • প্রক্রিয়া শেষ হলে কনফার্মেশন মেসেজ আসবে।
  • এটি মাত্র ২-৩ মিনিটের কাজ।

click here red button

LPG e-KYC & Biomatric Update last date

যদি ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে e-KYC না করেন, তাহলে আটকে থাকা ভর্তুকি ফেরত পাবেন না। এরপর থেকে প্রতি সিলিন্ডারে পুরো দাম দিতে হবে। উজ্জ্বলা গ্রাহকরা বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারে ভর্তুকি পান। উজ্জলা যোজনার গ্রাহকেরা ৩০০ টাকা করে মোট ৯টি সিলিন্ডারের ভর্তুকি পান। তাই এই বরতুউকি বন্ধ হয়ে গেলে প্রায় ৩০০ টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হবে।

রান্নার স্যাসের ভর্তুকি বন্ধ হয়ে গেলে কি করবেন?

যদি আগের মাসগুলোতে e-KYC না থাকায় ভর্তুকি আটকে থাকে, তাহলে ৩১ মার্চের মধ্যে করলেই সেই আটকে থাকা টাকাও ফেরত পেয়ে যাবেন। এটি সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু ৩১ মার্চের মধ্যে আপডেট না করলে আর রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়া যাবে না। আবার ভর্তুকি পেতে হলে নতুন করে আবেদন করতে হবে। তাই দেরি না করে এখনই সম্পন্ন করুন।

LPG e-KYC কাদের করতেই হবে?

যেকোনো গৃহস্থালি এলপিজি গ্রাহক যাঁর আধারের সঙ্গে গ্যাস সংযোগ লিঙ্কড আছে। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এটি অত্যন্ত জরুরি। যাঁদের একাধিক সংযোগ আছে, তাঁদের প্রতিটির জন্য আলাদা করতে হবে। বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবারের সদস্যের সাহায্য নিতে পারেন। ডিস্ট্রিবিউটররা বাড়িতে গিয়েও গ্রাহকদের সাহায্য করতে পারেন। তাই প্রত্যেক গ্রাহকের এই কাজটি করে নেওয়া উচিৎ।

আরও পড়ুন, SIR ভোটার তালিকা সংশোধনে বাড়িতে BLO এলে কি কি করবেন? কাদের কিছু লাগবে না?

সতর্কতা এবং পরামর্শ

তবে মনে রাখবেন, এই ভর্তুকির নাম করে, প্রচুর জালিয়াতি হচ্ছে। তাই বেনামী কল এলে কখনও অপরিচিত অ্যাপ বা লিঙ্ক থেকে LLPG e-KYC করবেন না। শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে করুন। আধার নম্বর এবং OTP কাউকে শেয়ার করবেন না। প্রক্রিয়া শেষে কনফার্মেশন মেসেজ সংরক্ষণ করুন। যদি সমস্যা হয়, তাহলে গ্রাহক পরিষেবায় যোগাযোগ করুন।

উপসংহার

LPG ভর্তুকি বজায় রাখতে e-KYC এখন অপরিহার্য। ৩১ মার্চ ২০২৬-এর আগে সম্পন্ন করলে কোনও ক্ষতি হবে না। এটি সহজ, দ্রুত এবং বিনামূল্যে। পরিবারের প্রধান হিসেবে আপনার দায়িত্ব এটি করা। ডিস্ট্রিবিউটর বা অ্যাপের সাহায্য নিন। ভবিষ্যতে অতিরিক্ত খরচ এড়ান।

শেয়ার করুন: Sharing is Caring!