ভারতীয় বাইকপ্রেমীদের জন্য একটি দারুণ খবর। ভারতের বাজারে চলে এসেছে নতুন KTM 160 Duke Bike. এমনিতেই কেটিএম 160 ডিউক মডেলের বাইকের এর প্রতি বাইকপ্রেমীদের আগ্রহ থাকেই। তার উপর মোটামুটি বাজেটের মধ্যে KTM Duke 160 পেলে তো আর কথাই নেই। ভারতের বাজারে আসা এই নতুন KTM বাইকটির সম্পূর্ণ ফিচার ও তার দাম সম্পর্কে আজকের প্রতিবেদনে ডিটেলসে আলোচনা করা হলো।
KTM 160 Duke Bike Features and Review
ভারতের বাজারে নিত্যদিন নতুন টেকনোলজি আসছেই। যেহেতু ভারতে কেটিএম বাইকের দারুন চাহিদা, তাই দেশের বাজারে এই বাইক রীতিমতো রাজত্ব করে। তাই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নতুন 160cc Duke আনল KTM. সকলের জানা যে KTM Duke Bike, ভারতে কতটা জনপ্রিয় স্ট্রিটফাইটার এবং নেকেড ধরনের বাইক। একাধিক আধুনিক ফিচার যুক্ত এই নতুন মডেলের গাড়িটিও অচিরেই ভারতীয় বাজারে জনপ্রিয় হয়ে উঠবে, তাঁর ইঙ্গিত পাওয়া গেছে সোশ্যাল মিডিয়াতে।
কেটিএম 160 ডিউক মডেলের বাইকের নতুন ফিচারর গুলো
125 Duke বন্ধ হতেই ক্রেতাদের আফসোস বেড়েছিলো। কারণ ‘সস্তার মধ্যে কেটিএম এর স্টাইলিশ’ মডেল এরকম গাড়ি মার্কেটে খুবই কম দেখা যায়। তাই অনেকেই মনে করছেন, সেই শূন্যস্থানই পূরণ করবে KTM Dule 160 cc মডেল। বিশেষ করে তরুণ বাইকপ্রেমীদের জন্য নিঃসন্দেহে সুখবর এটি। এই বাইকটি একেবারেই লাইট ওয়েট। এই বাইকের চাকা, সাবফ্রেম, সবেতেই ওজন কমানো হয়েছে। যার ফলে পাওয়ার টু ওয়েট রেশিও এবং হ্যান্ডলিং দুর্দান্ত।
বাইকটিতে রয়েছে 164.2cc সিঙ্গল -সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন। এর পাওয়ার ফিচার দেখে অনেকেই বর্তমানে 160cc ক্যাটাগরির মধ্যে এই বাইকটিকেই সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেল বলে উল্লেখ করছেন। KTM সিগনেচার স্প্লিট ট্রেলিস ফ্রেম ও ইঞ্জিনিয়ার্ড সুইংআর্মে থাকছে। যার ফলে ভাল হ্যান্ডলিং ও কর্নারিং পারফরম্যান্স বাইকটির অসাধারণ।
এর পাশাপাশি রয়েছে আরও কিছু অত্যাধুনিক ফিচার। যেমন, ফ্রন্টে WP Apex USD ফর্ক এবং রিয়ারে WP মনোশক। 161mm ট্র্যাভেল গ্যারেন্টি ও ব্যবহারকারীর আরামদায়ক ও নিখুঁত রাইডিং অভিজ্ঞতা। 320mm ফ্রন্ট ডিস্ক আর 230mm রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সঙ্গে পাচ্ছেন ডুয়াল চ্যানেল ABS ও অফ রোড ABS. বাইকে ব্যবহার করা হয়েছে LCD ডিসপ্লে, কল, মিউজিক কন্ট্রোল, মাইক্রো সুইচ কন্ট্রোল, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, আর সঙ্গে KTM কানেক্টেড অ্যাপ সাপোর্ট।
কেটিএম 160 ডিউক কালার অপশন কি কি?
খুব স্বাভাবিকভাবেই, আপনি যদি বাইকটি কিনতে চান তাহলে কালার অপশন চেক করবেন। আর তার সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় অ্যাগ্রেসিভ স্ট্রিটফাইটার ডিজাইন। কালার অপশন তিনটিই দুর্দান্ত। তিনটি কালার যথা ইলেকট্রনিক অরেঞ্জ, আটলান্টিক ব্লু ও সিলভার মেটালিক ম্যাট।
KTM 160 Duke price in India
KTM 160 Duke বাইকটির দাম আপনার বাজেটের মধ্যে। জানলে অবাক হবেন এই বাইকটি আপনি পেয়ে যেতে পারেন মাত্র ₹1.85 লাখ টাকাতেই। এই দাম থেকেই বাইকটির প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে। সঙ্গে 10 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টিও পেয়ে যাবেন। আর EMI তে নিলে ৪৮৯৯ টাকা থেকে EMI শুরু।
উপসংহার
এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই হয়তো বাইক ডিলারশিপে পৌঁছে যাবে। আপনি যদি এই বাইকটি কিনতে চান KTM এর সমস্ত শোরুম ও অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বুকিং করতে পারেন। শীঘ্রই RC 160 ও আসবে। অফলাইন স্টোর কিংবা অনলাইন বুকিংয়ের মাধ্যমে এটি কিনে নিতে পারবেন।
