পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির খবর। কল্যাণীতে এইমসে প্রচুর পদে কর্মী নিয়োগ হচ্ছে (AIIMS Kalyani Recruitment). আপনারা যারা অনেকদিন ধরেই ভালো চাকরির জন্য সন্ধান করছিলেন, চাইছিলেন নির্দিষ্ট চাকরিতে জয়েন করার, তাদের সকলের জন্য কল্যাণী এইমস (Kalyani AIIMS) এনেছে দুর্দান্ত সুযোগ। প্রতিমাসে ভালো মাইনেতে নিয়োগ করা হবে নতুন কর্মী (All India Institude of Medical Sciences).
AIIMS Kalyani Recruitment 2024
আপনারা যদি কল্যাণীর এইমসে এই নিয়োগে অংশগ্রহণ করতে চান তবে আজকের প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ে নিন। এই নিয়োগের জন্য কি যোগ্যতা লাগবে, আপনারা কিভাবে আবেদন জানাতে পারবেন, এই চাকরির মাইনে কত হবে, সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো। দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ একাধিক গবেষণা প্রকল্পের কাজ আরম্ভ হবে।
AIIMS Recruitment
কেন্দ্রের ছত্রছায়ায় এই প্রকল্প গুলির কাজ চলবে। আর এই প্রকল্প গুলির কাজের জন্য অবশ্যই প্রয়োজন দক্ষ কর্মী (AIIMS Kalyani Recruitment) প্রকল্প গুলির কাজের জন্য দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ওই কেন্দ্রীয় প্রতিষ্ঠান। আর তাই জন্যই শুরু নিয়োগ প্রক্রিয়া। জানা যাচ্ছে, এখানে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ হবে। আর তার জন্য শুরু হচ্ছে অনলাইনেই আবেদন প্রক্রিয়া। খবর মিলছে, প্রার্থীদের আবেদন গ্রহণ ইতি মধ্যেই শুরু হয়েছে।
কল্যাণী এইমসে নিয়োগ
কল্যাণী এমসের প্রকল্পের কাজের জন্য প্রার্থী নিয়োগ হবে। জানা যাচ্ছে, এই প্রতিষ্ঠানে মোট চারটি প্রকল্পের জন্য নিয়োগ হবে। আর সে গুলিতে অর্থ সাহায্য করবে কেন্দ্রের Department of Health Research (DHR) এবং কেন্দ্রীয় সংস্থা Indian Council of Medical Research (ICMR). আর এটি হলো তাঁদের ইয়ং ফ্যাকাল্টি পিএইচডি প্রোগ্রামের একটি উদ্যোগ।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রকল্প গুলিতে নিয়োগ হবে প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে। সব মিলিয়ে এখানে শূন্যপদ চারটি। এই সমস্ত প্রকল্পে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কর্মী নিয়োগ (AIIMS Kalyani Recruitment) করা হবে। তবে পরে প্রয়োজন অনুসারে শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
এইমসে চাকরির শিক্ষাগত যোগ্যতা
এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় (AIIMS Kalyani Recruitment) যারা আবেদন করবেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে তাই নিয়ে নিশ্চয়ই প্রশ্ন রয়েছে আপনাদের মনে। আর এই বিষয়ে জানতে হলে তো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। পদ বিশেষে এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
চাকরির বয়স
এই AIIMS Kalyani Recruitment ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীরা জেনে নিন, কল্যাণী এমসে প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ এবং প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা যথাক্রমে ২৮, ৩০ ও ৩৫ বছর। তাই আপনাদের বয়স যদি এর মধ্যে হয় তবে অবশ্যই আপনিও আবেদন করতে পারেন।
AIIMS এ চাকরির মাইনে
কল্যাণী এইমসের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় (AIIMS Kalyani Recruitment) যারা আবেদন জানাবেন, যারা সিলেক্টেড হবেন, সংশ্লিষ্ট পদ গুলিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ১৮,০০০ টাকা, ২০,০০০ টাকা এবং ২৮,০০০ টাকা। আর এরই সঙ্গে আরও কিছু সুবিধা দেওয়া হতে পারে।
ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিমাসে বেতন 30,000 টাকা। অনলাইনে আবেদন করুন
অনলাইনে আবেদন পদ্ধতি ও ইন্টারভিউ
চাকরিপ্রার্থীরা জেনে নিন, আগামী ২৬ অক্টোবর এই নিয়োগের আবেদনের শেষ দিন। আবেদন গ্রহণ শেষ হলে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ (AIIMS Kalyani Recruitment) করা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ যথা সময়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এছাড়াও, নিয়োগের শর্তাবলি আরো বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।