PM Kisan Yojana – কৃষকবন্ধুদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তির টাকা ঢুকছে। এই ভুল করলে টাকা পাবেন না

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) কেন্দ্রীয় সরকারের একটি কল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে দেশের কৃষকদের (Farmers) আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই স্কিমের অধীনে, যোগ্য কৃষকদের প্রতি চার মাসে 2,000 টাকার তিনটি কিস্তি দেওয়া হয়, যার ফলে প্রতি বছর তারা মোট 6,000 টাকার সুবিধা পান। ইতিমধ্যেই ১৭ টি কিস্তির টাকা দেওয়া হয়েছে এই প্রকল্পের অধীনে। শেষ কিস্তি টি দেওয়া হয়েছে এ বছর এপ্রিল মাসে।

PM Kisan 18th installment date 2024

এবার 18 তম কিস্তির (PM Kisan 18th installment date) পালা তে শীঘ্রই ছাড়া হতে পারে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। কিন্তু শোনা যাচ্ছে এবারে অনেক কৃষকই নাকি এই টাকা নাও পেতে পারেন। কয়েকটি ছোট্ট ভুল থাকলেই কিষান যোজনার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে সরকার। আপনি এরকম কোন ভুল করছেন না তো? তবে এখনই সাবধান হয়ে যান।

কি কারনে টাকা পাবেন না?

যেসব কারণে বাতিল হতে পারে কিষান যোজনার ১৮তম কিস্তির টাকাঃ

১. যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে আপনার ১৮তম কিস্তি আটকে যেতে পারে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের কৃষি যন্ত্রপাতি কেনার টাকা দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন?

২. যদি আপনার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আবেদনপত্রে নাম, লিঙ্গ, আধার নম্বর ইত্যাদির মতো তথ্য ভুল থাকে, তাহলে আপনার কিস্তি আটকে যেতে পারে।
৩. যদি আপনার আবেদনপত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকে, তাহলে আপনার কিস্তি আটকে যেতে পারে।

আরও পড়ুন, মহিলাদের জন্য অপেক্ষা করছে বিরাট সুখবর। কি কি, জানালেন অর্থমন্ত্রী?

৪. প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে, নির্ধারিত সময়ের মধ্যে জমি যাচাই না করা হলে সেই সমস্ত কৃষকদের কিস্তি আটকে যেতে পারে।
৫. প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তির সুবিধা পেতে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক।যারা এখনোও আধার ভিত্তিক ই কেওয়াইসি সম্পন্ন করেননি, তারা এই কিস্তি পাবেন না।

PM Kisan ekyc Status Check

কিভাবে করা যাবে ই কেওয়াইসি?
১. PM Kisan ওয়েবসাইট এ গিয়ে আপনি অনলাইনে ই-কেওয়াইসি করতে পারেন।

অথবা
২. CSC কেন্দ্রঃ
নিকটতম CSC কেন্দ্রে গিয়েও আপনি ই-কেওয়াইসি করতে পারেন।

আরও পড়ুন, প্রতিমাসে 30 হাজার টাকা আয় করতে ঘরে বসে এই কাজ করুন।

কিষান যোজনার টাকা কবে ঢুকবে

প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৮তম কিস্তির টাকা ছাড়ার তারিখ এখনও প্রকাশ করা নি। তবে নিয়ম অনুযায়ী এই কিস্তি অক্টোবর মাসে ছাড়া হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ঠিকঠাক সুবিধা পেতে চাইলে অবশ্যই সময়মত Ekyc, ডকুমেন্টস আপডেট ও সঠিক আবেদনের সমস্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে রাখা আবশ্যক। আরও তথ্য পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment