লক্ষীর ভান্ডার প্রকল্পের অনুকরণে সারা দেশ ব্যাপী এখন নতুন নতুন প্রকল্পের জন্ম নিচ্ছে। Ladli Behna Yojana নামে তেমনই রাজ্যের মহিলাদের জন্য চালু হয়েছে নতুন এক প্রকল্প। ডাবল লাভ পাবেন এখানে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রাজ্যের মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান। প্রতিমাসে ১০০০ এবং ১২০০ টাকা ঢোকে তাদের অ্যাকাউন্টে সরাসরি। এই ভাতা আরো বাড়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু কবে, তা অজানা।
তবে নতুন যে প্রকল্পটি চালু হয়েছে সেখানে নগদ ১৫০০ টাকা করে সাহায্য করবেন প্রত্যেকে। লক্ষীর ভান্ডারের মতো এখানেও যে কোন মহিলাই আবেদনের যোগ্য। কিভাবে পাবেন এই সুবিধা? আবেদনের জন্য কি কি নথিপত্র দরকার? দেখে নিন।
Ladli Behna Yojana Scheme
লাডলি বেহেন যোজনা
পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডারের মতো মহারাষ্ট্র সরকার চালু করেছে লাডলি ব্যাহেন যোজনা। যার আওতায় সে রাজ্যের মহিলাদের ১৫০০ টাকা করে অর্থ সাহায্য করে সরকার। প্রতি মাসে নিজেদের নির্ধারিত ব্যাংক একাউন্টে সরাসরি টাকা লাভ করেন মহিলারা। এতদিন যারা এই প্রকল্পে আবেদন করতে চাইতেন তাদের কেবল অফলাইনেই সেটি করতে হতো। যার কারণে প্রচুর ভিড় তৈরি হতো দপ্তর গুলিতে।
লাডলি বেহেন যোজনায় অনেকেই আবেদন করতে পারতেন না ঠিকঠাক। সেই সমস্যা এড়ানোর জন্য এবছর বাজেটে মহারাষ্ট্রের অর্থমন্ত্রী অজিত পাওয়ার ঘোষণা করেছেন এখন থেকে এই প্রকল্পে অনলাইনেও আবেদন করতে পারবেন আবেদনকারীরা। আরো বেশি সংখ্যক দুস্থ অসহায় মহিলা যাতে Ladli Behna Yojana প্রকল্পের সুবিধা পেতে পারেন সেই জন্যই এই উদ্যোগ।
কারা এই সুবিধা পাবেন?
১. Ladli Behna Yojana তে আবেদনকারীকে মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে
২. বিবাহিত, বিধবা, ডিভোর্সি, পরিত্যক্তা ও নিঃস্ব মহিলারা এই প্রকল্পে আবেদন যোগ্য
৩. বয়স হতে হবে 21 থেকে 65 বছরের মধ্যে
৪. সুবিধাভোগী পরিবারের বার্ষিক আয় 2.50 লাখ টাকার বেশি হতে পারবে না
৫. আবেদনকারীর পরিবারে করদাতা, সরকারি চাকুরিজীবী বা পেনশনভোগী সদস্য, 5 একরের বেশি জমি বা 4 চাকার যানবাহন (ট্রাক্টর বাদে) থাকলে সুবিধা পাবেন না।
প্রয়োজনীয় নথি
১. আধার কার্ড (ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা)
২. রেশন কার্ড
৩. বসবাসের শংসাপত্র
৪. ব্যাঙ্কের পাসবুক (ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড)
৫. আবেদনকারীর ছবি
৬. বাসস্থান বা জন্ম শংসাপত্র
৭. বিবাহের শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
আরও পড়ুন, স্টেট ব্যাংক গ্রাহকদের ধামাকা অফার। ডকুমেন্টস ছাড়াই ৫ মিনিটে লোন পাবেন।
Ladli Behna Yojana online apply
কীভাবে আবেদন করবেন?
১. মুখ্যমন্ত্রী মাঝি লাডলি বেহেন যোজনার অফিশিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফ ফর্মটি ডাউনলোড করুন।
২. ফর্মে আপনার নাম, ঠিকানা, জন্মস্থান, পিন কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, বৈবাহিক অবস্থা ইত্যাদি তথ্য পূরণ করুন।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সাথী কার্ড চেক ও নিয়মাবলী। স্বাস্থ্য সাথী কার্ড এ কি কি সুবিধা পাওয়া যাবে?
৩. যদি অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধা পান, সে বিষয়েও তথ্য দিন।
৪. পূরণ করা ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করুন এবং জমা দিন।
যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা তাদের এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন।
Written by Nabadip Saha.