আপনি কি বর্তমানে চাকরি খুঁজছেন? তবে দুর্দান্ত LIC Agent Recruitment বা LIC Career Agent পদে কাজের সুযোগ দিচ্ছে ভারতীয় জীবন বীমা নিগম (Life Insurance Corporation of India). বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য বর্তমানে প্রচুর লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থা। দেশ জুড়ে বিভিন্ন বেকার ছেলে মেয়েকে কাজের জন্য নিয়োগ করা হবে। নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে আবেদন জানাতে পারবেন। মনোনীত প্রার্থীদের তাদের নিজের জেলাতেই দেওয়া হবে চাকরি।
LIC Agent Recruitment 2024.
এখন চাকরি পাওয়াটা খুবই মুশকিল একটা ব্যাপারের মধ্যে অন্যতম হয়ে গেছে। আর এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার ফলে দেশের অনেক কর্মপ্রার্থীরাই খুবই খুশি হয়েছে। এছাড়াও এই কাজে (LIC Agent Recruitment) রয়েছে প্রতি মাসে মোটা বেতন ও বার্ষিক বোনাস সহ অন্যান্য আরো সুযোগ সুবিধা। কি যোগ্যতা লাগবে এই চাকরির জন্য? পশ্চিমবঙ্গে আবেদন পদ্ধতি কি? সেই সব নিয়ে জেনে নেব।
শূন্য পদের বিবরণ
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে মোট ৫০০ জন কর্মীকে নিয়োগ ( (LIC Agent Recruitment Vacancy) করার ঘোষণা করেছে। ক্লায়েন্ট অধিগ্রহণ, পলিসি (LIC Policy) ব্যবস্থাপনা, প্রিমিয়াম (LIC Premium) সংগ্রহ এবং আর্থিক পরামর্শ ইত্যাদি কাদের জন্য এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে এখানে কর্মীদের।
শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা
- LIC তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে একজন আবেদনকারী সরকার স্বীকৃতি যে কোন বিদ্যালয় থেকে ন্যূনতম নবম শ্রেণীর পাশ হলে এখানে আবেদন জানাতে পারবেন।
- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা অন্যান্য উচ্চ শিক্ষার প্রার্থীরা সমানভাবে আবেদনের যোগ্য।
- এই চাকরির জন্য উপযুক্ত বয়স সীমা জানানো হয়েছে ৩০ বছরের নিচে।
- সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় আছে।
আবেদন প্রক্রিয়া
১. এর জন্য সর্বপ্রথম ইচ্ছুক প্রার্থীদেরকে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যেতে হবে।
২. হোমপেজের ওপর LIC Agent Recruitment লিংক ক্লিক করতে হবে।
৩. আবেদনের পেজ খুলবে।
৪. স্ক্রিনে আবেদনপত্র আসবে। ব্যক্তিগত, শিক্ষাগত, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফর্মটিকে পূরণ করুন।
৫. হয়ে গেলে Next করে পরের পেজে আসুন।
৬. প্রয়োজনীয় নথির স্ক্যানড কপি আপলোড করুন।
৭. নিজের আবেদন একবার রিভিউ করে নিয়ে সাবমিট করে দিন।
৮. এরপর আবেদন মূল্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, UPI এর মাধ্যমে জমা করে দিলেই আপনার আবেদন গ্রহণ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস (LIC Agent Recruitment Important Documents)
১. রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার।
২. আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ।
৩. কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য অক্ষমতা সংক্রান্ত সার্টিফিকেট।
৪. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণ সমূহ।
৫. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট ইত্যাদি।
নির্বাচন প্রক্রিয়া (LIC Agent Recruitment Process)
এখানে যোগ্য প্রার্থীদের নির্বাচন করার জন্য দুটি প্রক্রিয়া করা হবে। প্রথমে হবে একটি লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার মোট নম্বর, প্যাটার্ন, সিলেবাস ও তারিখ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। লিখিত পরীক্ষায় নির্দিষ্ট Cut Off Number থাকবে। যারা সেটি পাবেন উত্তীর্ণ হবেন পরের ধাপে যাওয়ার জন্য। পরবর্তী পর্যায়ে হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন।
সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা বিচার করা হবে। সেই সঙ্গে তাকে অরিজিনাল পরিচয় পত্র, মার্কশিট ভেরিফাই করে চূড়ান্ত মেধা তালিকায় (LIC Recruitment Merit List) তোলা হবে। এই সব প্রার্থীরাই নিয়োগ পাবেন এলআইসির উপরে উল্লেখিত কাজ গুলোতে। আর এই নিয়োগ (Recruitment) সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য সম্পর্কে জেনে নিন।
বেতন ও আবেদনের শেষ তারিখ
এলআইসির এই চাকরিতে নিয়োগ পাওয়া প্রার্থীরা প্রথমে ৭ হাজার টাকা থেকে বেতন পেতে শুরু করবেন। ফরিদা বাড়তে বাড়তে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সঙ্গে থাকবে বোনাস ও অন্যান্য সুরক্ষা এবং সুবিধা। গত এপ্রিল মাস থেকেই এই কাজের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ মে ২০২৪ পর্যন্ত।
আবার পশ্চিমবঙ্গে নতুন করে অ্যাক্সিস ব্যাংকে চাকরির সুযোগ। সরাসরি কিভাবে আবেদন করবেন?
সকল ইচ্ছুক প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন আর দেরি না করে শীঘ্রই আবেদন শুরু করে ফেলেন। এই বিষয়ে আরো জানতে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন। এই আলোচনার পূর্বে এই ওয়েবসাইট সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। আরও এই ধরণের চাকরির খবর পাওয়ার জন্য এইখানে EK24 NEWS ক্লিক করুন।
Written by Nabadip Saha.