সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। এবারে এই রেজাল্টে খুশি না হয়ে অনেকেই HS Result Scrutiny PPR PPS বা উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের স্ক্রুটিনি করানোর চিন্তা ভাবনা করছে। গত ৮ মে ২০২৪ অফিসিয়ালি এই রেজাল্ট ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council For Higher Secondary Education) এবং পরীক্ষার্থীদের ফলাফল আপলোড করা হয়েছে অনলাইনে।
Do Tatkal HS Result Scrutiny On 2024.
আজ ১০ই মে অর্থাৎ আজকে স্কুলে স্কুলে প্রত্যেক পরীক্ষার্থীর রেজাল্ট বিতরণ করা হবে। আর রেজাল্ট একবার হাতে পাওয়ার পর যদি নম্বর নিয়ে দ্বিধা থাকে তাহলেই পরীক্ষার্থীরা স্কুটিনি এবং রিভিউ এর জন্য আবেদন করবে। এই বছর HS এর খাতা স্ক্রুটিনি এবং রিভিউ এর জন্য নতুন নিয়ম চালু করেছে সংসদ। আপনি যদি নিজের খাতা স্ক্রুটিনি বা রিভিউ (WBCHSE HS Result Scrutiny 2024) করানোর কথা ভাবেন তবে এই নিয়মটি অবশ্যই জেনে নিন।
এবার থেকে স্ক্রুটিনি এবং রিভিউ এর রেজাল্ট পেতে আর বেশি দেরি হবে না। এই জন্য তৎকাল স্ক্রুটিনি এবং তৎকাল রিভিউ চালু করেছে সংসদ। যার মাধ্যমে আবেদন করলে কিছুক্ষণের মধ্যেই সংশোধিত রেজাল্ট (HS Result Scrutiny) হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা। এই জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না তাদের। কিন্তু এই সুবিধা পেতে একটু বেশি টাকা খরচ করতে হবে।
HS result PPR and PPS online process
কত টাকা লাগবে? কিভাবে এই HS Result Scrutiny প্রক্রিয়ার জন্য আবেদন করতে হবে? সেই সব নিয়ে কথা বলব। ট্রেনের তৎকাল টিকিট যেমন সঙ্গে সঙ্গেই টাকা দিলে পাওয়া যায় ঠিক তেমনি নিয়ম হল এবার উচ্চমাধ্যমিকের খাতা স্ক্রুটিনি এবং রিভিউ এর ক্ষেত্রে। আবেদন করলে মাত্র সাত দিনের মধ্যেই মিলে যাবে রিভিউয়ের রেজাল্ট। আর এই সুবিধা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে HS Result Scrutiny করার জন্য সেই সম্পর্কে জেনে নিন।
HS Result Scrutiny And Review Process
১. প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা ভাবে স্ক্রুটিনির আবেদন জানাতে পারবে পরীক্ষার্থীরা।
২. ফেল করা প্রার্থীরা করতে পারবে রিভিউ এর আবেদন।
৩. প্রতিটি বিষয় তৎকাল স্কুটিনির (Tatkal HS Result Scrutiny) জন্য খরচ করতে হবে ১৫০ টাকা করে।
৪. আর তৎকাল রিভিউ এর জন্য ২০০ টাকা লাগবে।
৫. ১০ মে দুপুর দুটো থেকে এই প্রক্রিয়ার জন্য আবেদন নেওয়া শুরু হবে।
৬. ২৫শে মে মধ্যরাত পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
৭. যারা নরমাল রিভিউ এবং স্ক্রুটিনি করাবেন তাদের এক মাস পর রেজাল্ট মিলবে।
৮. তৎকাল স্ক্রুটিনি এবং রিভিউ এর (HS Result Review) ক্ষেত্রে সাত দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে রেজাল্ট।
How To Apply For HS result PPR and PPS online process
১. সংসদের অফিশিয়াল ওয়েবসাইট এ প্রথমে যেতে হবে পরীক্ষার্থীদের।
২. এরপর ক্লিক করতে হবে Students Login এর ওপর।
৩. নতুন পেজ খুলবে।
৪. Student Dashboard এ ক্লিক করে Sign Up বাটান এ ক্লিক করতে হবে।
৫. এরপর রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৬. রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, ইনস্টিটিউশন কোড ইত্যাদি এন্টার করতে হবে।
৭. এরপর নিজের চেক বক্সে ক্লিক করে Create Account এ ক্লিক করতে হবে।
এই পরীক্ষায় পাশ করলে বছরে 12000 টাকা পাবে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা।
৮. রেজিস্ট্রেশন শেষ। এরপর HS Result Scrutiny & Review জন্য PPS/PPR সেখানে যেতে হবে।
৯. নিজের রোল নম্বর ও মার্কশিট নম্বর লিখে Validate Roll No & Mark Sheet No ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের।
১০. তারপর সাবজেক্ট সিলেক্ট করে I Accept চেক বক্সে ক্লিক করতে হবে।
১১. তারপর অনলাইনে পেমেন্ট সম্পন্ন করে Submit বাটনে ক্লিক করলেই আবেদন চলে যাবে।Written by Nabadip Saha.
মাধ্যমিক পাশ ও উচ্চ মাধ্যমিক পাশ করলেই টাকা পাবে এই প্রকল্পে।