PM Kisan KYC – এই কাজ করলেই বাংলার কৃষকবন্ধুদের একাউন্টে ঢুকবে 2000 টাকা।

বাংলার কৃষকবন্ধু যারা ইতিমধ্যেই PM Kisan KYC করেছেন, সেই সমস্ত কৃষকদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের এক ঘোষণা মারফত সকলের মুখে ফুটল হাসি। সম্প্রতি দেশের প্রত্যেক কৃষককে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছে মোদী সরকার (Modi Government). যে কোনো দরিদ্র চাষী বা ভাগ চাষী (Indian Farmers) সকলেই এই টাকা পাবেন। এই জন্য শুধু লাগবে একটি আধার লিঙ্ক (PM Kisan Aadhaar Link) করা ব্যাংক একাউন্ট। তাহলেই একাউন্টে সরাসরি ঢুকে যাবে টাকা।

PM Kisan KYC Update Online from Mobile.

যেই টুকু শোনা যাচ্ছে এই মাসের মধ্যেই ভাতা (PM Kisan Installment) রিলিজ করতে পারে কেন্দ্র। যারা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন তারা চেক করে নিতে পারবেন আপনার একাউন্টে টাকা (PM Kisan KYC) ঢুকেছে কিনা। আর যারা এখনো সুবিধাভোগীদের তালিকায় নেই, তারা প্রকল্পের (PM Kisan Yojana 2024) জন্য আবেদন করে ফেলুন এইভাবে।

PM Kisan Samman Nidhi Yojana 2024

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল কেন্দ্রীয় সরকারের জনমুখী যোজনা গুলির মধ্যে একটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন। কৃষকরা হলেন দেশের অন্নদাতা। তাই আর্থিক সাহায্য প্রদান করে তাদের জীবনধারণ তথা কৃষিকাজকে উন্নত করাই এর প্রধান উদ্দেশ্য (PM Kisan KYC). ইতিমধ্যে দেশের ১২ কোটি কৃষক এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন এখনো পর্যন্ত। আগামী দিনে আরো কৃষককে এর আওতায় নেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্র।

PM Kisan Yojana Benefits

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan KYC) আওতায় মোট ৬ হাজার টাকা ভাতা দেওয়া হয় কৃষকদের। বছরে তিনবার ২ হাজার টাকা করে এক একটি কিস্তি মারফত মেটানো হয়। যাদের ব্যাংক একাউন্টে আধার লিঙ্ক করা আছে তাদের সরাসরি টাকা ঢোকে একাউন্টে। এই বছর থেকে আরও একটি কিস্তি বাড়তে পারে বলে খবর মিলেছে। যাতে আরো ২০০০ টাকা বাড়তি মিলবে কৃষকদের। যদি সত্যি তা হয় তবে এরপর থেকে ৬ হাজারের বদলে ৮ হাজার টাকা মিলবে কৃষকদের (PM Kisan KYC). বিরাট উপকৃত হবেন তারা।

Do PM Kisan KYC For Get 17Th Installment Payment

ইতিমধ্যেই ১৬ টি কিস্তির টাকা পিএম কিষান যোজনার আওতায় লাভ করেছেন দেশে কৃষকরা। কিষান যোজনার ১৪ তম এবং ২০২৩ এর প্রথম কিস্তির টাকাটি কেন্দ্র দিয়েছিল গত বছর জুলাইতে। তারপর দ্বিতীয় তথা প্রকল্পের 15 তম কিস্তি দেওয়া হয় নভেম্বরে। এরপর তৃতীয় অর্থাৎ 16 তম কিস্তির টাকা চলতি বছর ২৮ শে ফেব্রুয়ারি থেকে কৃষকদের একাউন্টে দেওয়া হয়েছে। সম্প্রতি আবারও মে মাসে ১৭ তম ইনস্টলমেন্ট দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র (PM Kisan KYC). যা হতে চলেছে এই বছরের প্রথম কিস্তির টাকা।

PM Kisan 17 Th Installment Eligibility

১. ১৭ তম কিস্তি পেতে হলে সুবিধাভোগীদের PM Kisan KYC করা বাধ্যতামূলক।
২. ই-কেওয়াইসি না থাকলে টাকা পাওয়া যাবে না। PM Kisan পোর্টালে OTP ভিত্তিক eKYC উপলব্ধ রয়েছে।
৩. এছাড়া বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য, নিকটতম CSC কেন্দ্র গুলিতে যোগাযোগ করা যেতে পারে৷
৪. যাদের একাউন্টে আধার নম্বর লিঙ্ক করা আছে তাদেরই টাকা ঢুকবে এই কিস্তি মারফত।
৫. যে কৃষকেরা কর দেন তারা এই যোজনার টাকা পাবেন না। এছাড়া, যে কৃষকরা 10,000 টাকা বা তার বেশি পেনশন পান তাঁরাও এই প্রকল্পের জন্য যোগ্য নন।

PM Kisan Application Process

১. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in এ যেতে হবে।
২. হোমপেজের উপরের কর্নারে থাকা Farmer’s Corner এ ক্লিক করুন।
৩. তারপর PM Kisan KYC তে ক্লিক করুন।
৪. এরপর নতুন পেজ খুলবে যেখানে আধার নাম্বার চাইবে।

ধানের চাষ (Paddy Cultivation)

৫. নিজের আধার নাম্বার লিখে Search বাটনে ক্লিক করুন।
৬. এরপর নিজের আঁধার লিংক করা মোবাইল নাম্বারটি এন্টার করে Mobile OTP তে ক্লিক করুন।
৭. মোবাইলে ওটিপি আসবে। ওটিপি লিখে Submit বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে কনফার্মেশন যাবে যে আপনার রেজিস্ট্রেশন করা।
৮. আপনি যোগ্য হয়ে থাকলে এরপর টাকা পেতে শুরু করবেন একাউন্টে। যারা অনলাইনে পারবেন না তারা নিকটবর্তী CSC সেন্টার গুলিতে গিয়ে PM Kisan KYC অ্যাপ্লিকেশন করতে পারেন।

বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

PM Kisan 17th Installment Status Check

১. প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in যেতে হবে।
২. এর পর হোম পেজে Formers Corner ক্লিক করুন।
৩. তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন। এখানে আপনি রাজ্য, জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করতে পারেন।
৪. এরপরে স্ট্যাটাস (PM Kisan KYC Status Check) জানতে আপনাকে Get Report বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন আপনার একাউন্টে টাকা ঢুকেছে কিনা।
Written by Nabadip Saha.

দেশের সকল কৃষকবন্ধুদের PM Kisan প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু, কবে একাউন্টে ঢুকবে?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment