চলছে লোকসভা ভোট। আর এই আবহেই 8th Pay Commission বা অষ্টম বেতন কমিশন নিয়ে সুখবর এল সরকারি কর্মীদের (Government Employees) জন্য। এবার সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) উঠে গিয়ে চালু হচ্ছে অষ্টম বেতন কমিশন। যার ফলে আরো বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees Benefits). খুব শীঘ্রই সকলে লাভ করবেন নতুন হারে বেতন।
8th Pay Commission Govt Employees Salary Hike.
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে আভাস মিলেছে এই নতুন পে কমিশন নিয়ে। যাতে জল্পনা বেড়েই চলেছে কেন্দ্রের কর্মচারীদের মধ্যে। সকলেই আশায় রয়েছেন। কবে থেকে চালু হচ্ছে নতুন 8th Pay Commission? কত টাকা বাড়বে? দেখে নিন। কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি (Dearness Allowance Hike) করে থাকে। একটি জানুয়ারিতে এবং অপরটি জুলাইতে বাড়ে। গত ২০২৩ সালে জুলাই মাসের ৪ শতাংশ মহার্ঘ ভাতা টি বানানো হয় অক্টোবরে।
যার পরে মহার্ঘ ভাতার (Dearness Allowance) পরিমাণ হয় মোট ৪৬ শতাংশ। এরপর থেকে কেন্দ্রের অনেক কর্মচারীদের মনে জল্পনা কল্পনা চলছিল নতুন বছরে আরো ৪ শতাংশ বেড়ে একেবারে পঞ্চাশে মহার্ঘ ভাতা নিয়ে যেতে পারে কেন্দ্র সরকার। আর নিয়ম অনুযায়ী ডিএ বা বরাদ্দ ভাতা ৫০ শতাংশে পৌঁছালেই গঠিত হতে পারে নতুন বেতন কমিশন। যাতে আরো বেশি হারে বেতন (8th Pay Commission) পাবেন তারা।
Dearness Allowance
উল্লেখ্য, গত ২ এপ্রিল কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে এই বছর জানুয়ারি মাসের DA বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আরো ৪ শতাংশ বেড়েছে এক্ষেত্রে। যার ফলে কর্মীদের আশা মতই এখন মহার্ঘ ভাতা পৌঁছেছে ৫০ শতাংশে। তাই এই মুহূর্তে সকলের তীব্র বিশ্বাস খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) লাগু করতে পারে কেন্দ্র।
যদিও এই মর্মে অফিসিয়াল ঘোষণা এখনোও করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আগামী ২ জুন ভোট শেষ হচ্ছে। আর রেজাল্ট আউট হবে ৪ জুন। তারপর যে নতুন সরকার কেন্দ্রে ক্ষমতায় আসবে তারাই এই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে বলে মনে করা হচ্ছে। যদি একবার এই নিয়ে তখন আলোচনা শুরু হয় তবে একটা আশা থাকবে 8th Pay Commission চালু হবার। আর তাহলে চরম লাভবান হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
How much salary may increase in 8th Pay Commission?
নতুন ফর্মুলা অনুযায়ী আশা করা হচ্ছে অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হতে পারে। প্রসঙ্গত গতবার ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর করা হয়েছিলো, যেটি বাড়িয়ে ২.৭৫ পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে এক ধাক্কায় অনেকটা বেতন বাড়ার (Salary hike on 8th Pay Commission) সম্ভাবনা রয়েছে তাদের। প্রতি ১০ বছর অন্তর ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয় কেন্দ্রের কর্মীদের জন্য। ২০১৬ সালে শেষবার বেড়ে ২.৫৭ শতাংশ হয়েছিল এটি।
সরকারি চাকরি ছাড়াই প্রতিমাসে 1 লাখ টাকা পেনশন পাবেন, শুধুমাত্র এইভাবে সঞ্চয় করুন।
যার ফলে তখন ন্যূনতম বেসিক পে ১৫ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার করে কেন্দ্রীয় সরকার। সুতরাং আশা রয়েছে 2026 সালে আবারো নতুন ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হতে পারে। ফলে তখন পুনরায় অনেকটা বেতন বাড়বে সকলের। কিন্তু এখনই 8th Pay Commission বা অষ্টম বেতন কমিশন সম্পর্কে এখনই কিছু সঠিক জানা যায়নি। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে ভোট মিটলে কি সিদ্ধান্ত নেয় সরকার।
Written by Nabadip Saha.
চাকরিজীবীরা PF Balance কিভাবে চেক করবেন? প্রতিমাসে টাকা ঢুকেছে কিনা, সুদ কত? এইভাবে চেক করুন