JIO Recharge Plan – নববর্ষ উপলক্ষে Jio গ্রাহকদের 84 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। আজই রিচার্জ করুন।

এখনকার দিনে মোবাইল ছাড়া আমাদের একদিনও চলে না, আর এই জন্য আমাদের টাকা রিচার্জ (JIO Recharge Plan) করার দরকার হয়। আর আমাদের দেশের সর্ববৃহৎ সংস্থা অর্থাৎ জিও গ্রাহকদের জন্য সুখবর। দিনভর আনলিমিটেড 5G ডেটা পাবে এবার থেকে সকলে। সঙ্গে রয়েছে Netflix, Amazon Prime সহ আরও ২০+ ওটিটি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

JIO Recharge Plan With Netflix Amazon Prime OTT Subscription.

দারুন সুবিধার JIO Recharge Plan চালু করলো কোম্পানি। আর এই প্ল্যানের মাধ্যমে প্রতিমাসে টাকা ভরার চিন্তা থেকে মুক্তি পেতে চলেছেন সকল গ্রাহকরা। আর একবার রিচার্জ করলেই চলবে ৮৪ দিন অর্থাৎ ৩ মাস। স্মার্টফোন এবং জিও ফাইবার (JIO Fiber) উভয়ের ব্যবহারকারীরাই এই প্ল্যানের সুবিধা পাবেন। জেনে নিন এই নতুন প্ল্যান সম্পর্কে।

JIO Recharge Plan For Rupees 857.

বর্তমানে ভারতের টেলিকম কোম্পানি গুলির মধ্যে জিও হল সেরা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই কোম্পানি তার নিত্য নতুন রিচার্জ প্ল্যান দিয়ে আকৃষ্ট করেছে গ্রাহকদের। জিওই হল প্রথম কোম্পানি যে ভারতে প্রথম আনলিমিটেড রিচার্জ প্ল্যান (Unlimited JIO Recharge Plan) চালু করেছিল। অন্যান্য নেটওয়ার্কের তুলনায় জিওর প্ল্যান গুলিতে বরাবরই সুবিধা বেশি কিন্তু খরচা কম। তাই নেটওয়ার্ক ব্যবহারকারীদের প্রথম পছন্দ জিও।

মাঝে মধ্যেই এই কোম্পানি গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন অফার (JIO Recharge Offer) দিয়ে থাকে রিচার্জের ওপর। এই রকমই একটি অফার চালু করা হয়েছে সম্প্রতি। কি কি সুবিধা দেওয়া হচ্ছে এই অফারে? এই জন্য কত খরচ করতে হবে? সব কিছু জেনে নিন। গ্রাহকদের জন্য যে প্ল্যানটি (JIO Recharge Plan) বর্তমানে কোম্পানি সামনে নিয়ে এসেছে সেটি হল ৮৪ দিনের বৈধতার একটি প্ল্যান।

এটি কেবল মাত্র 5G Network ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ। তবে চাইলে জিও এয়ার ফাইবার (JIO Air Fiber) ব্যবহারকারীরাও এর লাভ নিতে পারেন। আর দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য এই প্ল্যানের মাধ্যমে দারুণ সুবিধা হতে চলেছে। এই প্ল্যানে আপনি রিচার্জ করলে কি কি সুবিধা পাবেন জেনে নিন। আর এর জন্য আপনার ৮৫৭ টাকা খরচ হবে।

JIO Airtel (জিও এয়ারটেল মোবাইল রিচার্জ)

New JIO Recharge Plan

১. প্রতিদিন 2GB ডেটা। এক সঙ্গে 5G গ্রাহকদের জন্য দিনভর আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা।
২. আনলিমিটেড ভয়েস কলিং।
৩. দৈনিক ১০০ টি করে এসএমএস।
৪. বিভিন্ন জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

2 বছর বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার দিন শুরু। Jio Airtel এর ঘুম উড়িয়ে সিদ্ধান্ত নিল Elon Musk.

৫. নেটফ্লিক্স, এমাজন প্রাইম সহ ২০ টির বেশি ওটিটি অ্যাপের সুবিধাও পাবেন আপনি ৮৪ দিন ধরে।
৬. এই প্ল্যানে JIO 5G Welcome Offer দিচ্ছে কোম্পানি যার জন্য থাকবে অতিরিক্ত কিছু সুবিধা। যারা এই JIO Recharge Plan সুবিধা নিতে চান তাদেরকে রিচার্জ করতে হবে ৮৫৭ টাকা দিয়ে। My JIO App বা জিও ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করলে অতিরিক্ত ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে।
Written by Nabadip Saha.

50 দিন বিনামূল্যে ইন্টারনেট দেবে JIO. গ্রাহকরা খুশিতে লাফাচ্ছে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment