আর কদিন পরই লোকসভা নির্বাচন। তার আগেই Guruji Credit Card বা গুরুজি ক্রেডিট কার্ড নিয়ে আসলো রাজ্য সরকার। ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে জোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রাজনৈতিক দল গুলির। এমতাবস্থায় প্রত্যেকেই দেখাতে চাইছে কে কত গুণ ভালো করতে পারে জনগণের। ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের (Govt Scheme) টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন কি কিছু নতুন প্রকল্প (New Govt Scheme) চালু করা হয়েছে।
Guruji Credit Card Online Apply Process.
তবে যাই হোক এতে আখের লাভ সাধারণ মানুষেরই হচ্ছে। এমনই একটি লাভজনক স্কিমের কথা সামনে এসেছে বর্তমানে। যেখানে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Loan) দেওয়ার। সঙ্গে এও বলা হয়েছে যে এখানে সুদের হার (Guruji Credit Card Interest Rate) একদম কম এবং লোনের জন্য কোনো প্রসেসিং চার্জও কাটা হবে না ব্যাংকের তরফ থেকে।
তবে এই Guruji Credit Card এর সুবিধা সকলের জন্য নয়। শিক্ষার্থীদের লেখাপড়ায় সাহায্য করার জন্য এই নতুন স্কিম চালু করেছে রাজ্য। আর দেশের ও দশের ভবিষ্যৎ হল পড়ুয়ারা। আর এদের জন্য সরকারের তরফে ভোটের আগে ফের এক নতুন সুবিধা নিয়ে আসা হল। কারা কারা এর সুবিধা পাবেন? পেতে হলে কি করবেন? জেনে নিন বিস্তারিত।
Guruji Credit Card Benefits
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) 2021 সালে বিধানসভা নির্বাচনের পর আরম্ভ করেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম (Student Credit Card). যার মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো পড়ুয়াদের। এই প্রকল্পের অনুকরণেই এবার ঝাড়খণ্ডের রাজ্য সরকারও শুরু করল গুরুজি ক্রেডিট কার্ড স্কিম (Guruji Credit Card). তবে এখানে ১০ লক্ষ নয় বরং ১৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Education Loan) পাবেন ছাত্র ছাত্রীরা।
এই ঋনের টাকা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির খরচ, বই পত্র, কম্পিউটার এবং পড়াশোনার অন্যান্য জিনিস কেনার খরচ, টিউশন ফি ইত্যাদি কভার করবে। রাচির খেলাগাওয়ে হরিবংশ টানা ভগবত স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) এই স্কিম চালু করার বক্তব্য প্রকাশ্যে আনেন। সেই সঙ্গে সেখানে উপস্থিত ১২০০ জন প্রার্থীকে সরাসরি এই Guruji Credit Card হাতে তুলেও দিয়েছেন তিনি।
চলতি আর্থিক বছরে মোট ২০০০ জন প্রার্থীকে এই Guruji Credit Card স্কিমের আওতায় আনার লক্ষ্য নিয়েছে ঝাড়খন্ড সরকার (Government Of Jharkhand). তবে শুধু ঋণের সুবিধাই নয় তার সঙ্গে নতুন একটি স্কলারশিপের কথাও তিনি এদিন জানিয়েছেন সবার সামনে। যার নাম হল মাঙ্কি মুন্ডা স্কলারশিপ। এর মাধ্যমে মোট ৩০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে ছাত্র ছাত্রীদের। এদিন মোট ৯০০ জন প্রার্থীর একাউন্টে টাকা ট্রান্সফারও (Bank Account Money Transfer) করে দেওয়া হয়েছে এই বৃত্তির টাকা।
Benefits Of Guruji Credit Card
১. ১৫ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋন (Loan For Education) পাওয়া যাবে।
২. পড়ুয়াদের কথা চিন্তা করে সুদের হার একদম কম রাখা হয়েছে। বার্ষিক ৪ শতাংশ সুদ দিতে হবে।
৩. ব্যাংক মারফত কোন প্রসেসিং মূল্য কাটা হবে না লোন নিলে।
৪. ছাত্র ছাত্রীদের সুবিধা মতো ১৫ বছর পর্যন্ত এই লোনের টাকা শোধ করার মেয়াদ থাকবে।
৫. লোন পাওয়ার জন্য কোন গ্যারেন্টার জমা রাখতে হবে না ব্যাংকের কাছে।
৬. কোন ভেদাভেদ নেই।
৭. যে কোন ধরনের শিক্ষার্থী এই লোন পাওয়ার যোগ্য।
৮. শুধু পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
Guruji Credit Card Online Apply Process
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতই Guruji Credit Card আবেদন করার জন্য নির্দিষ্ট পোর্টাল রয়েছে। এই পোর্টালটি এখনো চালু করেনি ঝাড়খন্ড সরকার। একবার তা ওপেন হলে ছাত্র ছাত্রীরা এখানে রেজিস্ট্রেশন শুরু করতে পারবে। রেজিস্ট্রেশনের পর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিলেই আবেদন সম্পূর্ণ হবে।
Guruji Credit Card Apply Documents
১. পাসপোর্ট সাইজের ছবি।
২. আধার কার্ড (Aadhaar Card).
৩. ভোটার কার্ড (Voter ID Card).
৪. ব্যাংকের বিবরণ (Bank Account Details).
ভোটের মুখে 1 লক্ষ 30 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গবাসী কিভাবে আবেদন করবেন?
৫. ইনকাম সার্টিফিকেট (Income Certificate).
৬. পূর্ববর্তী শিক্ষার সার্টিফিকেট ও মার্কশিট।
৭. নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ।
Written by Nabadip Saha.
সমস্ত মহিলাদের একাউন্টে টাকা দিচ্ছে মোদী সরকার। এইভাবে আবেদন করলেই পাবেন।