Old Note Sell – পুরনো কয়েন ও নোট বিক্রয় করবেন? কোন গুলোর দাম কত? RBI এর নতুন নিয়ম না জানলে 1 টাকাও পাবেন না।

বর্তমানে পুরনো মুদ্রা বিক্রি (Old Coin Sell) বা পুরনো নোট বিক্রয় (Old Note Sell) করে তার পরিবর্তে লাখ লাখ টাকা কামানোর খবর বেশ ভাইরাল নেট দুনিয়ায়। ৫ টাকা থেকে শুরু করে ১০০ টাকা (100 Rupees Note) পর্যন্ত নোট, এমনকি ১ টাকা (1 Rupees Coin) বা ২ টাকার কয়েন (2 Rupees Coin) ও আন্তর্জাতিক বাজারে (International Market) বিক্রি করে কোটিপতি হওয়ার কথা বলা হয়। অনেক মানুষই টাকার লোভে এই সকল মুদ্রা বিক্রি করেও দেন।

Indiamart OLX Ebay Old Note Sell Guidelines By RBI.

কিন্তু জানেন কি তাতে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা কতটা রয়েছে? সম্প্রতি RBI (Reserve Bank Of India) এই ব্যাপারে সতর্ক করেছে দেশের মানুষকে। কোনো বৈধ মুদ্রা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত হাজতবাসও করতে হতে পারে আপনাকে। তাই মুদ্রা বাজারে বিক্রি করার আগে অবশ্যই দেখে নিন সেটি বৈধ কিনা। কিভাবে চিনবেন সেই সকল মুদ্রা, আসুন জেনে নেওয়া যাক।

Old Note Sell Guidelines In India

১,২,৫ টাকার কয়েন এবং ৫, ১০, ২০, ৫০, ১০০ টাকার নোট বিভিন্ন ইকমার্স ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে সহজেই লাখ লাখ টাকা কামানো যায়। শুধু এক্ষেত্রে সেই মুদ্রা গুলিকে কিছু বিশেষ ধরনের হতে হয়। যেমন কোনোটিকে হতে হয় অনেক পুরনো আমলের, কোনোটাতে থাকতে হয় বিশেষ গভর্নরের সই বা কোনটাতে ৭৮৬ সংখ্যাটি (786 Old Note Sell). বিশ্ববাজারে এই সব বিশেষ ধরনের মুদ্রা গুলির নিলামে কোটি টাকা পর্যন্ত লাভ পাওয়া যায়।

RBI Guidelines On Old Note Sell

যদিও এখানে কোন সমস্যা নেই। আপনার কাছে থাকা অচল পুরনো যে কোন মুদ্রা আপনি বিক্রি করতেই পারেন, সেটা আইন বিরুদ্ধ নয়। কিন্তু ক্ষতি হবে তখন যখন আপনি বৈধ মুদ্রাকেও বিক্রি করে দেবেন। আসলে অনেক পুরনো আমলের কয়েন বা নোট এখনও চালু রেখেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI Old Note Sell) এবং অনেক গুলির উপর কিছু বিশেষ চিহ্নও রয়েছে, যেমন ৭৮৬ সংখ্যাটি। আপনি যদি লোভের বশে সেই নোট গুলিকেও বিক্রি করে দেন তখনই পড়তে হতে পারে বিপদে।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট (RBI Website) সুত্রে সম্প্রতি এমনটি জানা গেছে। কিছু মানুষ পুরনো বৈধ কয়েন বা নোট গুলিকেও চড়া দামে বিক্রি করছে বাজারে। একটি ই-কমার্স সাইটে ১০০ টাকার নোট ৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই নোটটিকে প্রাচীন এবং সীমিত নোট হিসাবে দাবি করা হয়েছে। এমনকি এই নোট EMI তেও বিক্রি করা হচ্ছে। কিন্তু রিজার্ভ ব্যাংক কোন মুদ্রার ওপর না নিজে কমিশন বা চার্জ নেয়, না অন্যকে নিতে দেয় (Old Note Sell Charges).

Bandhan Bank Loan (বন্ধন ব্যাংক লোন)

তাই আপনি যখনই বৈধ কয়েন বা নোট গুলিকে বিক্রি (Old Note Sell In India) করছেন, জানবেন রিজার্ভ ব্যাংক সে বিষয়টি জানতে পারবে এবং তারপর আপনার শাস্তি হবে। আর এই নিয়ম গুলো জেনে নিয়ে তবেই পুরনো নোট বা কয়েন বিক্রি করতে পারবেন। আর কখনই আগে কাউকে টাকা দেবেন না কয়েন বিক্রি করার জন্য। কারণ আপনি টাকা রোজগার করার জন্য কয়েন বিক্রি করছেন এইটা মনে রেখে বিক্রি করবেন।

কাল থেকে একাউন্টে টাকা ঢুকবে, দেখতে হলে এখানে টাচ করুন।

Online Old Note Sell Process In India

পুরনো নোট বা কয়েন সেল (Old note sell) করার আগে সেটি অবশ্যই ভালোভাবে চেক করে নিন। বাজারে যদি এখনো সেই মুদ্রা প্রচলিত থাকে তবে অযথা বিক্রি করে নিজের ঝুঁকি বাড়াবেন না। RBI আধিকারিকরা বলেন, পুরনো মুদ্রা যত না বিক্রি করা যায় ততই ভালো। যদি কেউ নিজের কাছে পুরনো কয়েন বা নোট রাখতে না চান, ব্যাংকে গিয়ে সহজেই সেটি বদলে নতুন কয়েন বা নোট নিয়ে নিতে পারেন।
Written by Nabadip Saha.

বন্ধন ব্যাংক গ্রাহকদের বিরাট সুখবর, তাড়াতাড়ি দেখে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment