ব্যাংক একাউন্ট (Bank Account) থাকলেই কেন্দ্রীয় সরকার দিচ্ছে নগদ ১০ হাজার টাকা (Jan Dhan Account). সুবিধা পাবেন দেশের যে কোনো ব্যাংকের একাউন্টধারী। শুধু একাউন্ট হতে হবে জিরো ব্যালেন্সের (Zero Balance Account). এর জন্য আপনাকে আলাদা করে আবেদনও করতে হবে না। ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে আপনার একাউন্টে ১০ হাজার টাকা অতিরিক্ত ধরে রাখবে।
PM Jan Dhan Account Yojana 2024.
শোনা যাচ্ছে অনেকেই এই অতিরিক্ত টাকার সুবিধা লাভ করেছেন। বাকিদেরও খুব শীঘ্রই এই টাকা মিলবে বলে সূত্রের খবর। তো চলুন দেখেনি কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে কি কি জানানো হয়েছে এই Jan Dhan Account ১০০০০ টাকা নিয়ে। আর আমাদের দেশে প্রায় কোটি কোটি মানুষদের এই জিরো ব্যালেন্স ব্যাংক একাউন্ট আছে, আর এই সুবিধার ফলে সকলের সুবিধা হবে বলে মনে করছেন অনেকে।
What Is Jan Dhan Account?
কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম উল্লেখযোগ্য জনমুখী প্রকল্প হলো Jan Dhan Account. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ২০১৫ সালে এই স্কিমের সূচনা করেন। এই স্কিমের মাধ্যমে সাধারণত যে সমস্ত গরিব অসহায় মানুষেরা ব্যাংকে একাউন্ট খুলতে পারেন না অথবা তাদের টাকা পয়সা জমা রাখতে পারেন না তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় সরকারের তরফ থেকে।
এই যোজনার অধীনে ব্যাংক একাউন্ট (Jan Dhan Account) চালু করার জন্য কোন রকম টাকা পয়সা নেওয়া হয় না ব্যাংকের তরফ থেকে। ফলে সকল দরিদ্র মানুষরাও ব্যাংক একাউন্ট এর সুবিধা পান। আর এই সুবিধা এখনো পর্যন্ত কোটি কোটি মানুষ উপভোগ করছেন আর এই কারণের জন্য যাদের এই Zero Balance Bank Account আছে তারা এই সম্পর্কে আরও বিশদে জেনে নিন।
Jan Dhan Account Overdraft Facilities
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় একাধিক সুবিধা পায় সাধারণ মানুষ। যেমন ২ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা, বিনামূল্যে Rupay Debit Card এবং আরো কিছু। কিন্তু জন ধন একাউন্ট খুললে সবচেয়ে বড় যে সুবিধাটি পাওয়া যায় সেটি হল ১০ হাজার টাকার ওভার ড্রাফ্ট ফেসিলিটি। এই ওভার ড্রাফ্টের মাধ্যমে আপনার একাউন্টে যদি ন্যূনতম ব্যালেন্স নাও থাকে তখনও আপনি 10000 টাকা পর্যন্ত খরচ করতে পারবেন।
ফলে আপনাকে টাকা জমা রাখা নিয়ে কোন চিন্তা নিতে হবে না। ইচ্ছে মতো খরচ করুন। যদিও এই টাকা পরে শোধ দিয়ে দিতে হয়। আগে ৫০০০ টাকা ওভার ড্রাফ্ট দেওয়া হতো। এখন তা বাড়িয়ে ১০০০০ টাকা করা হয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে দেশের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের সুবিধা হচ্ছে। কিভাবে আবেদন করবেন এবং সুবিধা পাবেন চলুন জেনে নেওয়া যাক।
বন্ধন ব্যাংক লোন নিয়ে বড় সুখবর। কিস্তির টাকা নিয়ে আর চাপ রইল না।
PM Jan Dhan Account Benefits And Apply Process
জন ধন প্রকল্পের এই ওভার ড্রাফটের (Jan Dhan Account) সুবিধা কিন্তু সকল ব্যবহারকারীরা পান না। যাদের একাউন্ট ৬ মাসের বেশি পুরনো রয়েছে তারাই ব্যাংক থেকে এই ওভার ড্রাফ্ট পাবেন। নতুনদের ক্ষেত্রে এই সুবিধা উপলব্ধ নয়। জন ধন যোজনার একাউন্ট ধারীদের আলাদা করে এই সুবিধার জন্য আবেদন জানাতে হয় না। ব্যাংক স্বয়ংক্রিয়ভাবেই একাউন্ট খোলার সময় তা চালু করে দেয়।
Written by Nabadip Saha.
এই 10 টি ব্যাংকে একাউন্ট থাকলেই, প্রতিষ্ঠিত হতে টাকা দেবে মোদী সরকার।