আফগানিস্তানে তালিবানদের নেতৃত্ব এবার শিক্ষামহল অবধি চড়াও হয়েছে । তাদের নির্দেশ সেখানে ছেলে মেয়েদের একসাথে ক্লাস করা যাবে না । ছেলেদের ক্লাস একমাত্র পুরুষ শিক্ষকই নিতে পারবে এবং মেয়েদের জন্য বরাদ্দ থাকবে মহিলা শিক্ষিকা । যদি একান্তই মহিলা শিক্ষিকা না পাওয়া যায় তাহলে কোনো বয়স্ক সুচরিত্র শিক্ষক রাখা যেতে পারে । এখানেই শেষ হয় মেয়েদের কে নিকাব পড়ে মুখ ঢেখেই স্কুল , কলেজে যেতে হবে । প্রয়োজন হলে পর্দা টাঙিয়ে একটা ঘরকে দুভাগে ভাগ করা হোক । তাতে ছেলে মেয়েরা আলাদা ভাবেই বসতে পারবে । কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কিছুজন পড়ুয়াদের সাথে বেঠক করার পর আফগানিস্তানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন মেয়েদের উচ্চশিক্ষায় কোনো বাঁধা প্রয়োগ করা হবে না কিন্তু তা হবে এসব নিয়মের গন্ডি মেনেই । ১৯৯৬ থেকে ২০০১ এর সেই কঠোর তালিবানরাজের সেকেন্ড ইনিংস শুরু হওয়া নিয়ে প্রচন্ড চিন্তায় আফগানিস্তানের গোটা শিক্ষামহল !