স্যামসাং কোম্পানি নিয়ে আসছে তাদের নতুন তাক লাগানো মোবাইল ফোন যেটি বহুদিন আগেই আসার কথা ছিল কিন্তু কিছু কারণের জন্য ফোনটি এখনি অবধি বাজারে আসেনি । তবে সূত্রের খবর আর বেশিদিন অপেক্ষা করাবে না স্যামসাং । ফোনটি 5g নেটওয়ার্কের ওপর বেস করেই তৈরি । সদ্য সামনে এসেছে ফোনটির স্পেশিফিকেশন । যেগুলি এবার আপনাদের সামনে একে একে তুলে ধরবো । প্রথমেই বলি ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি A52S । ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা তার সাথে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম যেটা নজর কেড়েছে সবার । এটি Android 11 সিস্টেমের দ্বারা পরিচালিত হবে বলেই এখনো অবধি জানা গেছে । ফোনটির দুইপ্রকার দাম ও সামনে এসেছে । 6gb+128gb ভেরিয়েন্টের দাম হবে ৩৫,৯৯৯ টাকা আর 8gb+128gb ভেরিয়েন্টের দাম হবে ৩৭,৪৯৯ টাকা ভারতীয় মূল্যে । ফোনটি তিনটি দারুন কালারে পাওয়া যাবে । Awesome Black , Awesome Violet আর Awesome White । খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ফোনটি ।