7th Pay Commission – এই রাজ্যে চালু হচ্ছে ৭ম বেতন কমিশন। এক ধাক্কায় ১০ হাজার টাকা বেতন বাড়বে

সরকারি কর্মীদের জন্য 7th Pay Commission নিয়ে আবারও বিরাট ঘোষণা। পরপর বেতন বৃদ্ধি (Salary Hike). কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর (West Bengal Finance Department) একটি বিজ্ঞপ্তি মারফত মে মাসের মহার্ঘ ভাতাটি এপ্রিল থেকে দেওয়ার কথা জানায়। যার কারণে অতিরিক্ত ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা পরের মাসে। এর আগে গত বছর ডিসেম্বরে ৪ শতাংশ এবং মার্চ থেকে আরও ৪ শতাংশ করে মোট দুবার DA বেড়েছে রাজ্যের কর্মীদের।

7th Pay Commission for State Government Employees

যার কারণে বর্তমানে তাদের মহার্ঘ ভাতা হয়েছে ১৪ শতাংশ। জুলাই মাসে এরিয়ার পাওয়ায় তা হবে ১৮%। আর এবার রাজ্য সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় ১০ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার। কারণ শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে সপ্তম বেতন কমিশন। এমনই আভাস পেলেন রাজ্য সরকারি কর্মীরা। কবে থেকে চালু হচ্ছে নতুন পে স্কেল? কে কত বেতন পাবেন? জেনে নিন।

কোন রাজ্যে চালু হচ্ছে?

বেতন বৃদ্ধির দাবি নিয়ে শুধু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরাই নন, বহুদিন ধরে রাজ্যের বিরোধিতা করে চলেছেন কর্নাটকের কর্মীরাও। রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা বারবার তাদের সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন সপ্তম বেতন কমিশন চালু করার। সেই দাবি মেনে ২০২৩ সালে রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নতুন বেতন কমিশন চালুর জন্য তদন্ত কমিটি গঠন করেন।

উল্লেখ্য, তদন্ত কমিটি ইতিমধ্যেই গত ১৬ ই মার্চ তাদের রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। কিন্তু তারপরও বেতন বৃদ্ধি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি সরকার। যার কারনে ক্ষোভ দিনকে দিন বেড়েই চলছিল রাজ্য সরকারি কর্মীদের। তবে এবার সরকার যা ঘোষণা করল তাতে সন্তুষ্ট হলেন তারা।

তদন্ত কমিটির সেই রিপোর্টে জানানো হয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের জন্য তাদের বেসিক পের ২৭.৫% ডিএ বাড়াতে হবে সরকারকে। সেই মতো লোকসভা নির্বাচনের আগেই কর্মীরাও রাজ্য সরকারের কাছে এই দাবি নিয়ে পৌঁছান। কিন্তু রাজ্য সরকার তখন জানায় যে বর্তমানে আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে রাজ্যে। আর যতদিন তা থাকবে ততদিন পর্যন্ত কোন নতুন কর্মসূচি নিতে পারবে না রাজ্য।

তবে ভোট পর্ব মিটলে সেই রিপোর্ট খতিয়ে দেখে রাজ্য সরকারি কর্মীদের দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ভোট পর্ব মিটে গেছে। গত ১২ই জুন পর্যন্ত জারি ছিল এই আদর্শ আচরণ বিধি। তাও কেটে গেছে। আর সেই উপলক্ষে এবার রাজ্যের উপ মুখ্যমন্ত্রী শিব কুমার সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করলেন।

চলতি মাসে ১৮% ডিএ পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা। হিসাব টা কিভাবে করবেন?

গত ১৫ ই জুন বাঙ্গালোর টাউন হলে রাজ্য সরকারি কর্মী সমিতির একটি অনুষ্ঠানে এসে যোগ দেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। সেখানেই রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সরকারি কর্মচারীদের সমস্যা সম্পর্কে আমরা সচেতন। মন্ত্রীরাও সরকারি চাকরিজীবী। আসুন আমরা সবাই সততার সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করি।

সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পর্যায়ক্রমে কর্মচারীদের সব দাবি পূরণ করা হবে। লোকসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। তার প্রমাণও মিলেছে।” সপ্তম বেতন কমিশন নিয়ে সরাসরি কোনো ঘোষণা তিনি করেন নি। তবে তার বক্তব্যে রাজ্য সরকারি কর্মীরা দ্রুত কোনো খবর আসতে পারে বলে আশ্বস্ত হয়েছেন। আর যদি তা হয় তবে একধাক্কায় ১০০০০ টাকা বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment