আবারো অধরা সোনার গয়না! জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আবারো বাড়ল গয়নার দাম (Gold Rate Today). মাঘ মাস পড়েছে অনেকদিন হল। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় এখন বিয়ের মরশুম লেগে আছে। স্বাভাবিকভাবেই এই সময়ে গয়নাগাটি (Gold Jewellery) বেশি পরিমাণে কিনে থাকবে মানুষ। কিন্তু সম্প্রতি সোনার দাম ঊর্ধ্বমুখী (Gold Rate Today) হওয়ায় সবার স্বপ্ন ভেঙে গেল। এমনকি বর্তমানে এই দাম যে জায়গায় পৌঁছেছে, কেউ এর আগে ভাবেইনি একথা।
Hallmark Pure Gold Rate Today.
আজকের রেটচার্টে দেখা যাচ্ছে, গত সপ্তাহের তুলনায় বেশ অনেকটাই ওঠাপড়া ঘটেছে সোনার দামে (Gold Rate Today). আজ সকালে বিভিন্ন শহরে সোনা রুপার গয়নার যে রেটচার্ট তা তুলে ধরব এখানে। দেখে নিন আপনার শহরে আজ কত হলো এই দাম। আর আপনাদের সব সময় একটা কথা মনে রাখা উচিত যে দামের সঙ্গে GST যুক্ত করা হয়। আর এর ফলে এই দাম অনেকটাই বৃদ্ধি পায়।
24K Gold Rate Today
- আজ কলকাতায় ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে GST এবং TCS বাদ দিয়ে ১০ গ্ৰাম ওজনের ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম যাচ্ছে ৬৩০৫০ টাকা।
- এক গ্রামের দাম ৬৩০৫ টাকা।
- আবার ২৪ ক্যারেট ১০০ গ্রাম খুচরো পাকা সোনার দাম (Gold Rate Today) ৬,৩১,০০০ টাকা।
- অন্যদিকে আজ, জি এস টি এবং টিসিএস বাদে ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দাম হল ৬৩৪০ টাকা।
- সেখানে এক গ্রামের দাম হল ৬৩৪০ টাকা।
- ২৪ ক্যারেট ১০০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৬,৩৪,০০০ টাকা (Gold Rate Today).
22K Gold Rate Today
- আজ ২৪ জানুয়ারি তারিখে জিএসটি এবং টিসিএস বাদ দিয়ে ১০ গ্ৰাম ওজনের ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম যাচ্ছে ৬০২৫০ টাকা।
- এক গ্রামের দাম ৬০২৫ টাকা।
- এর আগে গত পরশু কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৬০০০০ টাকা (Gold Rate Today).
- আবার তার আগের সপ্তাহে ১২ জানুয়ারি তারিখে ওই ১০ গ্ৰাম ২২ ক্যারেট হলমার্ক গয়নার দাম ছিল ৫৯৯০০ টাকা। ১১ জানুয়ারি দাম ছিল ৬০০৫০ টাকা।
- ১০ জানুয়ারি দাম গেছে ৬০০০০ টাকা, ৯ জানুয়ারি ছিল ৫৯৯৫০ টাকা, ৮ জানুয়ারি ৬০৩৫০, ৭ জানুয়ারি ৬০৩৫০, এবং ৬ জানুয়ারি ৬০২৫০ (Gold Rate Today).
Silver Price In West Bengal
- আজ ২৩ জানুয়ারি প্রতি কেজি রুপার বাটের দাম কলকাতায় হল ৭২২০০ টাকা। গতকালও এই দাম একই ছিল অর্থাৎ রুপার গয়নার দামে এই দুদিন তেমন কোন পরিবর্তন ঘটেনি।
- আজ প্রতি কেজি রুপার খুচরো পরিমাণে দাম ৭২৩০০ টাকা। গতকালও এই দাম সমপরিমাণ ছিল। তাই এক্ষেত্রেও কোন পরিবর্তন হয়নি।
- এর আগে গত পরশু প্রতি কেজি রূপার বাট গেছে ৭১৬০০ টাকা দরে। আবার প্রতি কেজি খুচরো রূপার দাম সেদিন গেছে ৭১৭০০ টাকা।
- ৪. ঠিক তার আগের সপ্তাহে গত ১২ জানুয়ারি প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭১৯০০ টাকা। ১১ জানুয়ারি ৭১৮০০ টাকা। ১০ জানুয়ারি ৭২৩০০ টাকা, ৯ জানুয়ারি ৭২০০০ টাকা, ৮ জানুয়ারি ৭২৪০০ টাকা, ৭ জানুয়ারি ৭২৪০০ টাকা। ৬ জানুয়ারি ৭২২০০ টাকা।
এখন প্রতিদিন বিভিন্ন স্থানে সোনা রূপার দাম জানা কোনো কঠিন কাজ নয়। আপনি ঘরে বসেই অত্যন্ত সহজে জেনে নিতে পারেন বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের রেট চার্ট। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসকল দিতে হবে। তারপর আপনার ফোনে একটি মেসেজ যাবে। সেই মেসেজে বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের দাম আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন (Gold Rate Today).
আবার কমলো সোনার দাম। বিয়ের মরশুমে জলের দামে 22K গয়না কিনুন ইচ্ছে মত।
তবে আর দেরি কেন? সোনার গয়নার দাম (Gold Ornaments Price) আবার চড়াও হওয়ার আগেই আপনাদের অত্যন্ত প্রিয় সোনার গয়না সমূহ দ্রুত ক্রয় করে নিন। আর যে কোন গয়না কেনার আগে আপনারা সঠিক করে দাম জেনে নিয়ে তবেই কিনবেন। আর এই দাম কম থাকার জন্য আপনারা বিয়ের মরশুমে নিজেদের সামর্থ্য ও ইচ্ছে অনুসারে গয়না কিনে নিন।
Written by Nabadip Saha.