আজকের সোনার দাম বা Gold Rate Today নিয়ে এক বড় খবর পাওয়া গেল। বিয়ের মরশুমে এর থেকে বেশি খুশির খবর পাওয়া হয়তো আর যাবে না। বহুদিন পর আবারো অবাক করা পতন ঘটল সোনার দামে। বর্তমানে যারা সোনার গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের কাছে এটি সুবর্ণ সুযোগ। কোনো ভাবেই হাতছাড়া করবেন না। গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী চলছিল সোনার গয়নার দাম (Gold Jewellery Price). বিশেষ বিগত এক সপ্তাহে অপরিবর্তিত ছিল সেই মূল্য।
Hallmark New Gold Rate Today.
মাঘ মাস মানে বিভিন্ন জায়গায় এখন বিয়ের মরশুম লেগে আছে। স্বাভাবিকভাবেই এই সময়ে গয়নাগাটি বেশি পরিমাণে কিনে থাকবে মানুষ। কিন্তু সোনার দাম (22K Gold Rate Today) হঠাৎ করে বেড়ে যাওয়ায় চরম বিপদে পড়েন মানুষ। তবে বর্তমানে আবারো সস্তা হয়েছে হলুদ ধাতুর মূল্য। আজকের রেটচার্টে দেখা যাচ্ছে, গত সপ্তাহের তুলনায় বেশ অনেকটাই কম হয়েছে সোনার দাম (24K Gold Rate Today).
আজ সকালে বিভিন্ন শহরে সোনা রুপার গয়নার যে রেট চার্ট তা তুলে ধরব এখানে। দেখে নিন আপনার শহরে আজ কত হলো এই দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেট (Multi Commodity Exchange Rate) এর তালিকা অনুসারে গত সপ্তাহের চেয়ে অনেকটা হ্রাস ঘটেছে সোনালি ধাতুর দামে। নিচে দেখে নেওয়া যাক বিভিন্ন প্রকারের সোনার নতুন সকল দামের তালিকা (Gold Rate Today).
24K Hallmark Gold Rate Today
- আজ কলকাতায়, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে GST এবং TCS বাদ দিয়ে ১০ গ্ৰাম ওজনের ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম যাচ্ছে ৬২৯৫০ টাকা।
- এক গ্রামের দাম ৬২৯৫ টাকা।
- আবার ২৪ ক্যারেট ১০০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ৬,২৯,৫০০ টাকা।
- অন্যদিকে আজ, জিএসটি এবং টিসিএস বাদে ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দাম হল ৬৩১৫০ টাকা (Hallmark Gold Price).
- সেখানে এক গ্রাম সোনার দাম হল ৬৩১৫ টাকা।
- ২৪ ক্যারেট ১০০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৬,৩১,৫০০ টাকা।
- কাল কলকাতায় সমমানের ১০ গ্রাম সোনার মূল্য ছিল ৬৪ হাজার টাকা অর্থাৎ আজ ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম (Gold Rate Today) ১৫০ টাকা কম আছে।
22K Gold Rate Today
- আজ, মঙ্গলবার , ২৭ জানুয়ারি তারিখে জিএসটি এবং টিসিএস বাদ দিয়ে ১০ গ্ৰাম ওজনের ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম যাচ্ছে ৬০০৫০ টাকা।
- এক গ্রামের দাম ৬০০৫ টাকা।
- এদিকে গত কাল পর্যন্ত টানা এক সপ্তাহ ধরে বেড়ে চলছিল হলমার্ক সোনার দাম। কালকে, কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৬০১৫০ টাকা।
- এক গ্রামের দাম ছিল ৬০১৫ টাকা অর্থাৎ গতকালের তুলনায় ১০ গ্রাম হলমার্ক সোনা ১০০ টাকা সস্তা হয়েছে।
- অন্যদিকে তার আগের রেট গুলিতে দেখা যায়, ২৪ জানুয়ারি ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৬০১০০ টাকা (Gold Rate Today).
- ২৩ জানুয়ারি ৬০১০০ টাকা। ২২ জানুয়ারি ৬০১০০ টাকা। ২১ জানুয়ারি ছিল ৬০১০০ টাকা। ২০ জানুয়ারি ছিল ৬০০৫০ টাকা। ১৯ জানুয়ারি ৫৯৭০০ টাকা। ১৮ জানুয়ারি এই দাম ছিল ৫৯৯৫০ টাকা।
Silver And Gold Rate Today
- আজ ২৭ জানুয়ারি প্রতি কেজি রুপার বাটের দাম কলকাতায় হল ৭১৪০০ টাকা। গতকালও এই দাম একই ছিল অর্থাৎ রুপার গয়নার দামে এই দুদিন তেমন কোন পরিবর্তন ঘটেনি।
- আজ প্রতি কেজি রুপার খুচরো পরিমাণে দাম ৭১৫০০ টাকা।
- গতকালকের রেট চার্ট অনুযায়ী, প্রতি কেজি রুপার বাট বিক্রি হয়েছে ৭১১৫০ টাকায়, আর খুচরো রুপার দাম গেছে ৭১২৫০ টাকা অর্থাৎ আজকে প্রতি কেজি রুপার দাম ২৫০ টাকা বৃদ্ধি হয়েছে (Gold Rate Today).
আবার কমলো সোনার দাম। বিয়ের মরশুমে জলের দামে 22K গয়না কিনুন ইচ্ছে মত।
এখন প্রতিদিন বিভিন্ন স্থানে সোনা রূপার দাম জানা কোনো কঠিন কাজ নয়। আপনি ঘরে বসেই অত্যন্ত সহজে জেনে নিতে পারেন বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের রেট চার্ট। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসকল দিতে হবে। তারপর আপনার ফোনে একটি মেসেজ যাবে। সেই মেসেজে বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের দাম আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন। তবে আর দেরি কেন? সোনার গয়নার দাম আবার চড়াও হওয়ার আগেই আপনাদের অত্যন্ত প্রিয় সোনার গয়না (Gold Rate Today) সমূহ দ্রুত ক্রয় করে নিন।
Written by Nabadip Saha.