Yuvashree Prakalpa 2024 বা যুবশ্রী প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর জানতে পাওয়া গেল। আপনি কি পশ্চিমবঙ্গের এক বেকার চাকরিপ্রার্থী? যুবশ্রী প্রকল্পের সুবিধা পান? তবে একটি জরুরী আপডেট এসেছে সরকারের তরফ থেকে। জেনে নিন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক (Employement Bank) নির্দিষ্ট তারিখের মধ্যে যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগীদের Annexure 3 ফর্ম জমা করতে বলেছে।
Yuvashree Prakalpa 2024 Annexure Form Fill Up.
যারা যারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছে তাদের সবাইকে করতে হবে এই কাজ। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa 2024) সুবিধা চালিয়ে যেতে হলে এই ফর্ম সাবমিট করা আবশ্যক। তাই যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ফর্ম জমা না দেয়, তবে পরের মাস থেকে তিনি আর টাকা নাও পেতে পারেন।
যুবশ্রী প্রকল্পের সুবিধা
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) উদ্যোগে চালু হওয়া অন্যতম একটি উল্লেখযোগ্য প্রকল্প হল যুবশ্রী (Yuvashree Prakalpa 2024). এর মাধ্যমে রাজ্যের 18 বছরের মধ্যে বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেয় সরকার। যে টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। ইতিমধ্যেই অনেক বেকার এই সুবিধা লাভ করেছেন।
যুবশ্রী প্রকল্প কাদের জন্য?
- সম্প্রতি এমপ্লয়মেন্ট ব্যাংক নির্দেশ দিয়েছে যুবশ্রী প্রকল্পের সুবিধা ভোগীদের Annexure 3 ফর্ম জমা দেবার। কাদের এই কাজ করতে হবে তা জানার জন্য।
- যুবশ্রী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে এবং যুবশ্রী প্রকল্প অনলাইনে আবেদন প্রক্রিয়া আগে জেনে নিতে হবে।
- এর জন্য আপনাকে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে।
- হোমপেজে TRACK STATUS FOR ENROLLMENT AND YUVASREE লিংকে ক্লিক করতে হবে।
- পরের পেজে এসে নিজের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ইউজার নাম্বার বসাতে এবং ক্যাপচা কোডটি এন্টার করতে হবে।
- এরপরই স্ক্রিনে যে পেজ আসবে সেখানে দেখা যাবে আপনাকে Annexure 3 ফর্ম জমা দিতে হবে কিনা। যদি আপনার নাম থাকে তবে এই কাজ করুন, অন্যথায় নয় (Yuvashree Prakalpa 2024).
কিভাবে Annexure 3 সাবমিট করতে হবে?
- হোম পেজে ফিরে এসে SUBMIT ANNEXURE -III লিংকে ক্লিক করতে হবে।
- এরপর যে পেজ খুলবে সেখানে একটি ফর্ম আসবে। এটি হলো Annexure 3 ফর্ম।
- প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে বসাতে হবে ফর্মে।
- সবকিছু হয়ে গেলে নিজের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আবেদন শেষ। প্রয়োজনে নিজের আবেদনের একটি হার্ডকপি প্রিন্ট করে নিন (Yuvashree Prakalpa 2024).
যোগ্যশ্রী প্রকল্পে আবেদন শুরু হল। 10 হাজার টাকা পেতে যোগ্যশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
কত তারিখ পর্যন্ত জমা করা যাবে ফর্ম?
যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa 2024) সুবিধা পাওয়ার জন্য উপরোক্ত ফর্ম সাবমিট করার একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক (Employement Exchange). বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ জানুয়ারি ২০২৪ থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
যুবশ্রী প্রকল্প অনলাইনে আবেদন করুন
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অবধি সুবিধাভোগীরা এই Yuvashree Prakalpa 2024 এর ফর্ম জমা করতে পারবেন।
এছাড়া আরও তথ্যের জন্য EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দেরি হচ্ছে? তাড়াতাড়ি এই কাজ করুন।