২০২৪ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ছাত্র ছাত্রী ও যুবক যুবতীদের স্বার্থে যোগ্যশ্রী প্রকল্প তথা Yogyashree Scheme Scholarship চালু করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রী ও যুবক যুবতীদের উচ্চ শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ, ইন্টার্নশিপ প্রোগ্রাম, চাকরির প্রস্তুতি ও ডাক্তারি ও টেকনিক্যাল প্রবেশিকা তথা Joint entrans & NEET পরীক্ষার প্রস্তুতি বিনামূল্যে করিয়ে পশ্চিমবঙ্গের জব সময়াজ কে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। সেই সাথে কোর্সের সাথে স্টাইপেন্ড ও দেওয়া হয়। আর এর আগে Yogyashree Internship Scheme এর মাধ্যমে ১০০০০ টাকা করে দেওয়া হতো। আর এবার বিনামূল্যে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার কোচিং এবং সেই সাথে প্রতিমাসে স্টাইপেন্ড (Internship) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে। কারা এই সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন।
West Bengal Yogyashree Scheme Interneship Benefits
যোগ্যশ্রী স্কলারশিপ স্কিম পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছেলেমেয়েদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। বিশেষ করে যারা অর্থের অভাবে ভালো যায়গায় জয়েন্ট এন্ট্রান্স বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার কোচিং নিতে পারেন না। আর যার জেরে বাংলার পড়ুয়ারা অন্যান্য রাজ্যের সাথে প্রতিযোগিতায় সামগ্রিক ভাবে পিছিয়ে পড়তো। আর সেই সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর Yogyashree Scheme এর মাধ্যমে সেই সমস্ত মেদাবি পড়ুয়ারা বিনা খরচে প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এবং সর্বভারতীয় পরীক্ষায় অন্য রাজ্যের ছেলেমেয়েদের সাথে চ্যালেঞ্জ করতে পারবে।
মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হওয়া যোগ্যশ্রী প্রকল্প স্কলারশিপ ২০২৪ সাল থেকে কাজ শুরু করেছে, যাতে ২০২৭ সালের JEE, WBJEE এবং NEET-এর মতো বড় পরীক্ষাগুলোর স্বপ্ন সহজ হয়ে ওঠে। রাজ্যের প্রত্যেক জেলায় সরকারি স্কুলগুলোতে এখন ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে, যেখানে ছাত্ররা নিয়মিত ক্লাস নেবে। এছাড়া, প্রতি মাসে ৩০০ টাকা করে ভাতা পাওয়া যাবে, যা পড়াশোনার পাশাপাশি ছোটখাটো খরচ মেটাতে সাহায্য করবে। এই স্কিমটা শুধু শিক্ষা নয়, ভবিষ্যতের ভিত্তি মজবুত করার একটা সুন্দর উপহার।
যোগ্যশ্রী প্রকল্পের যোগ্যতা : কারা আবেদন করতে পারবে?
যোগ্যশ্রী স্কলারশিপে যাতে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা সহজেই সুযোগ পায়, সেই লক্ষ্যেই এই স্কিমে আবেদনের যোগ্যতা খুবই সহজ রাখা হয়েছে।
- স্ট্রিম – কেবলমাত্র একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের পড়ুয়ারাই এতে আবেদন করতে পারবে।
- পারিবারিক আয় – পরিবারের বছরের আয় যেন ৩ লক্ষ টাকার নিচে থাকে।
- প্রার্থী যাচাইয়ের মাপকাঠি – মাধ্যমিক পরীক্ষায় নম্বরের ভিত্তিতে প্রার্থী যাচাই হবে।
- কাটঅফ – সাধারণ শ্রেণির জন্য ৭০%, OBC – ৬৫%, SC – ৬০% এবং ST – ৫০% নম্বর পেতে হবে।
- সতর্কতা – আবেদনের সময় সমস্ত তথ্য সঠিক দেবেন, নয়তো আবেদন বাতিল হবে।
যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা
যোগ্যশ্রী স্কলারশিপের (Yogyashree Scheme benefits) সবচেয়ে বড় আকর্ষণ হলো বিনামূল্যে প্রস্তুতি কোর্স, যা WBJEE, NEET এবং JEE-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়ারা সঠিক ভাবে টিকে থাকতে পারে। এখানে অভিজ্ঞ শিক্ষকরা নিয়মিত ক্লাস নেবেন, যাতে ছাত্ররা সব টপিক ভালোভাবে বুঝতে পারে। এর সাথে প্রতি মাসে ৩০০ টাকা ভাতা পাওয়া যাবে, যা বই কেনা বা অন্যান্য পড়াশোনার সরঞ্জামের জন্য কাজে লাগবে। এই সুবিধাগুলো শুধু পড়াশোনা নয়, ছাত্রদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। বিভিন্ন সরকারি স্কুলে এই কোচিং করানো হবে। এবং সেখানে আধুনিক পড়ার সুবিধা থাকবে, এবং লাইব্রেরি এবং ল্যাব ব্যবহার করা যাবে। পড়াশোনার পাশাপাশি প্র্যাক্টিক্যাল ক্লাস করিয়ে পড়ুয়াদের আরো দক্ষ করে তোলা হবে।
যোগ্যশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
Yogyashree Internship Scheme এ অনলাইন বা অফলাইনে খুব সহজেই যোগ্যশ্রী স্কলারশিপে আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে আপনার জেলার নিকটতম ট্রেনিং সেন্টার থেকে ফর্ম নিয়ে পূরণ করে জমা দিলেই হবে। তবে যারা নিকটতম সেন্টার কোথায়, সেটা জানেন না, তাদের অফলাইনে আবেদন করা ভালো।
যোগ্যশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর নিজের বিবরণ, একাডেমিক তথ্য প্রদান করুন।
- পরিবারের আয়ের প্রমাণ পত্র আপলোড করুন।
- বাকি ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন
- এবং শেষে জেলা অনুসারে কেন্দ্র নির্বাচন করুন।
আবেদন জমা দেওয়ার পর একটা কনফার্মেশন পাবেন। এটি পরবর্তীতে এডমিট কার্ড নেওয়ার সময় কাজে লাগবে। এইভাবে যোগ্যশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করা যায়।
প্রয়োজনীয় নথিপত্র: কী কী লাগবে?
যোগ্যশ্রী স্কলারশিপের আবেদনে (Yogyashree Scheme apply online) কয়েকটা মৌলিক ডকুমেন্ট জমা দিতে হবে, যা আপনার পরিচয় এবং যোগ্যতা প্রমাণ করবে। প্রথমে আধার কার্ড বা জন্ম সনদ দিয়ে ব্যক্তিগত তথ্য যাচাই করুন। একাডেমিক সার্টিফিকেট, যেমন মাধ্যমিকের মার্কশীট, অবশ্যই লাগবে যোগ্যতা দেখানোর জন্য। পরিবারের আয়ের প্রমাণপত্র, যেমন রেশন কার্ড বা ইনকাম সার্টিফিকেট, জমা দিন। যদি SC, ST বা OBC শ্রেণির হন, তাহলে সেই ক্যাটাগরির সার্টিফিকেটও দরকার। সবকিছু স্পষ্ট স্ক্যান করে আপলোড করুন, না হলে সমস্যা হতে পারে। এই কাগজপত্রগুলো সঠিক থাকলে আবেদন সহজেই অনুমোদিত হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের বাসিন্দারা ঘরে বসে বাসস্থান ও ইনকাম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন জেনে নিন
গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ
যোগ্যশ্রী স্কলারশিপের আবেদন 9Yogyashree Scheme) এখন চলছে, কিন্তু শেষ তারিখ ২৪ ডিসেম্বর ২০২৫, তাই তাড়াতাড়ি আবেদন করুন। নির্বাচিত ছাত্রদের মেরিট লিস্ট পরে প্রকাশ হবে, তাই নিয়মিত ওয়েবসাইট চেক করুন। SC/ST শ্রেণির জন্য আলাদা কেন্দ্রের তালিকা ডাউনলোড করুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। জেনারেল বা OBC-র জন্যও সেই একই সাইটে লিঙ্ক পাবেন। যদি কোনো সমস্যা হয়, জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করুন। এই স্কিমটা নিয়ে সচেতন হয়ে উঠুন এবং স্বপ্নের দিকে এগিয়ে যান। এভাবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
