বাজার কাঁপাচ্ছে রেডমির নতুন স্মার্টফোন Redmi 15 5G. একসঙ্গে দারুন সব ফিচার দিয়ে সাজানো স্মার্টফোনটি নিয়ে ভারতবাসীর মধ্যে আগ্রহ তুঙ্গে। আইফনের মতো দেখতে এবং অসাধারণ ক্যামেরা, বিপুল স্টোরেজ আর দুর্ধর্ষ ব্যটারি। একজন ক্রেতার যা যা প্রয়োজন, সবটাই পেয়ে যাচ্ছেন। তবে এই নতুন মডেলের রেডমি ফোন কেনার আগে ফিচার সম্পর্কে জানা দরকার। তাই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণটা মন দিয়ে পড়ে নিন। রেডমির এই নতুন মোবাইলটির সম্পূর্ণ ফিচার সম্পর্কে বলা হলো।
Redmi 15 5G Review and Specifications
সম্প্রতি Xiaomi ভারতে একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। রেডমির এই মডেলটির নাম Redmi 15 5G এবং এর Pro এবং Pro Max মডেল ও রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি অন্যতম সেরা। ফোনে ব্যবহার করা হয়েছে 7000mAh সিলিকন কার্বন ব্যাটারি। যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়ে থাকে। Redmi 15 5G ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Redmi 15 5G স্মার্টফোনটির ডিসপ্লে ও প্রসেসর
প্রথমেই আসা যাক ফোনটির ফিচারের কথায়। Redmi এর এই ফোনে রয়েছে 6.9 ইঞ্চির FHD+ ডিসপ্লে। এটি 144Hz রিফ্রেশ রেট, আর তার সাথে 850 নিট পিক ব্রাইটনেস অফার করে। এছাড়া ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 6s Gen 3 চিপসেট। এই ফোনটির ব্যবহারকারী দুই বছর অপারেটিং সিস্টেম আপডেট সহ ৪ বছর সিকিউরিটি আপডেট পাবেন।
আরও পড়ুন, Realme 15t 5G স্মার্টফোন লঞ্চের তারিখ, দাম ও স্পেসিফিকেশন
Redmi 15 5G স্মার্টফোনটির ক্যামেরা ও ব্যাটারি
Redmi এর এই 5G স্মার্টফোনটিতে পাচ্ছেন 50 মেগাপিক্সেল AI সহ ডুয়াল ক্যামেরা সেটআপ। ব্যবহারকারীর জন্য থাকছে AI Sky, AI Beauty ও AI Erase মতো আধুনিক ফিচারও। সেলফি তোলার জন্য ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারিও শক্তিশালী। ফোনে ব্যবহার করা হয়েছে 7000mAh এর বড় সিলিকন কার্বন ব্যাটারি। যেটি দীর্ঘ ব্যাকআপ ফেসিলিটি দেয়। এতে থাকছে 33W ফাস্ট চার্জিং ও 18WS রির্ভাস চার্জিংও সাপোর্ট। এছাড়া, অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে ফোনটিতে থাকছে 5G, 4G, WiFi, ব্লুটুথ, GPS, USB-C ও IR ব্লাস্টার।
Redmi 15 5G এর দাম
Redmi 15 5G ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে একটি হল 6GB RAM+128GB স্টোরেজ মডেল যুক্ত। যার দাম 14,999 টাকা রাখা হয়েছে। একটি, 8GB+128GB স্টোরেজ মডেল যার দাম রাখা হয়েছে 15,999 টাকা এবং তৃতীয়টি হল 8GB RAM+256GB স্টোরেজ মডেল যুক্ত। যার দাম রাখা হয়েছে 16,999 টাকা।
উপসংহার
যদি এই ফোনের মডেল, স্পেচিফিকেশন দেখে আপনার ভালো লাগে, তবে উপরের Amazon সাইট এর লিংক থেকে সরাসরি ফোনটি কিনতে পারবেন। এছাড়া অফলাইন স্টোর থেকেও এই ফোনটি কিনতে পারবেন। এছাড়া আরও অন্যান্য ফোন এর রিভিউ দেখতে এখানে ক্লিক করুন।
