বিশ্বের প্রথম করোনা টিকা কোনটি – ঘোষণা আমেরিকার

শুধু জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য নয়, বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে আমেরিকায় পূর্ণ অনুমোদন পেতে চলেছে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা। সোমবার এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)এর তরফে এ কথা জানানো হয়েছে। করোনাভাইরাসের ডেল্টা রূপ রূখতে ফাইজারের কার্যকারিতা প্রমাণ মেলাতেই এই স্থায়ী ছাড়পত্র। এফডিএ-র কমিশনার জেনেট উডকক সরকারি ভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, এই সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক।এর ফলে আমেরিকার নাগরিকেরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন বলেও দাবি করেন তিনি। উডককের দাবি, মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেই ফাইজারকে সম্পূর্ণ ভাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment