Whatsapp New Features – সবার মাথায় বজ্রাঘাত, এবার টাকা দিয়ে ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপ!

Whatsapp New Features: এবারে বড় পরিবর্তন সোশ্যাল মিডিয়ায়, সবার মাথায় বজ্রাঘাত, টাকা দিয়ে ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপ!

এবার এক নতুন খবরে মাথায় সবার হাত! এবার থেকে হোয়াটসঅ্যাপ (WhatsApp) চ্যাটের ব্যাকআপ অপশন থাকবে না আর বিনামূল্যে (Whatsapp New Features)। এক সূত্রের মাধ্যমে জানা যায় এবারে গুগোল ড্রাইভ স্টোরেজ হয়তো টাকা দিয়ে কিনতে হবে তারপরেই মিলবে হোয়াটসঅ্যাপ চ্যাটের(chat) ব্যাকআপ অপশন।

এখন প্রত্যেকের কাছে দুটি জিনিস খুব কমন (Common) বিষয় এক হলো অ্যান্ড্রয়েড ফোন এবং তার সাথে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপ (Whatsapp New Features) জিমেইল ইত্যাদিতে। এবারে ১৫ জিবি করে ফ্রি ক্লাউড স্টোরেজ (cloud storage) সমস্ত জিমেইল অ্যাকাউন্ট থাকা সদস্যদের দেওয়া হয়। কিন্তু তা হলেও হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করার জন্য যে স্টোরেজ ব্যবহৃত হয় সেটি জিমেইলের ফ্রী ক্লাউড স্টোরেজ নয়। কিন্তু গুগোল এর তরফ থেকে আনলিমিটেড স্টোরেজ বিনামূল্যে দেওয়া এবারের নিষিদ্ধ হয়ে যেতে পারে এমনটাই বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যায়। আগামী দিনে মার্কেটে বিভিন্ন স্টোরেজ অনুযায়ী বিভিন্ন রকম প্ল্যান আসতে চলেছে।

সূত্র অনুসারে জানা যায়, হয়ত গুগোল (Google) প্রাথমিকভাবে কিছু পরিমাণ স্টোরেজ বিনামূল্যে প্রদান করবে তবে সেই স্টোরেজ ফুল (storage Full) হয়ে গেলে পয়সা দিয়ে কিনতে হবে অতিরিক্ত স্টোরেজ। নোটিফিকেশনের মাধম্যে আপনাকে জানানো হবে আপনার স্টোরেজ সম্পূর্ন হয়ে গেছে। নির্দিষ্ট স্টোরেজ সম্পূর্ণ হয়ে গেলে নোটিফিকেশনের মাধ্যমে নতুন স্টোরেজ কেনার জন্য বার্তা পাঠানো হবে। Whatsapp New Features

সম্প্রতি এই বিষয় নিয়ে নেট দুনিয়াতে আলোচনা শুরু হয়ে গেছে এবং এই বিষয় সম্পর্কিত একটি স্ক্রীনশট ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেই স্ক্রিনশটে (screenshot) লেখা ছিল হোয়াটসঅ্যাপের ব্যাকআপের (backup) জন্য গুগোল যেমন বরাবর আনলিমিটেড ফ্রি স্টোরেজ দিয়ে এসেছে পরবর্তীকালে এই নিয়মের বদল আসতে চলেছে।

অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে স্টোরেজ দেবেন না গুগোল সেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ (Whatsapp New Features) ব্যাকআপারে স্টোরেজের ক্ষেত্রে যে ধার্য তা নয়। গুগল ড্রাইভের সম্পূর্ণ স্টোরেজের ভিত্তিতেই এই সিদ্ধান্ত, স্টোরেজ সম্পূর্ণ হয়ে গেলে কিনতে হবে অতিরিক্ত স্টোরেজ। এই ধরনের সিদ্ধান্ত গুগলের এই বছরেই প্রথম নয় গত বছরেও গুগোল ফটোস (Google photos) এর ক্ষেত্রে বন্ধ করে দিয়েছিল আনলিমিটেড স্টোরেজ দেওয়া।

তবে হোয়াটসঅ্যাপ (Whatsapp New Features) এর সঙ্গে গুগলের ২০১৮ সালে একটি চুক্তি সম্পন্ন হয়েছিল, সেই চুক্তি অনুসারে হোয়াটসঅ্যাপ ব্যাক আপের জন্য যেই গুগোল স্টোরেজ ব্যবহৃত হয় সেটি গুগোল ড্রাইভের নির্দিষ্ট ফ্রী স্টোরেজের মধ্যে ধরা হবে না। নিদ্রিষ্ট ফোন নাম্বারের মাধ্যমেই ব্যাকআপ সম্পন্ন হয়ে যাবে গুগল স্টোরেজে (Google storage)।

তবে নির্দিষ্ট কোন সময়ে গুগোল স্টোরেজের এই পরিবর্তন আসতে চলেছে সেই বিষয়ে সঠিক বিস্তারিত কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী এই পরিবর্তন এই বছরেই আসতে চলেছে। গুগল স্টোরেজের এই পরিবর্তন নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। (Whatsapp New Features)

প্রতিদিন ডেটা শেষ হয়ে যাচ্ছে? ১২০ টাকা কমে পাবেন ৩ মাসের

Jio Recharge Plan 2022 – এবার Jio গ্রাহকদেরদের মুখে ফুটবে চওড়া হাসি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment