ভোটে যদি বিজেপি জেতে তাহলে দেশ জুড়ে লাগু হবে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code). সম্প্রতি নিজেদের ভোটের ইশতেহার প্রকাশ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর তাতেই এই বড় সড়ো বদলের কথা ঘোষণা করেছে তারা। এদিন রাজনৈতিক সভায় ভাষণ দেওয়া কালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ইউনিফর্ম সিভিল কোডের (UCC) কথা তুলে ধরেন।
Uniform Civil Code Promised By Modi Government.
কি এই UCC? এটির প্রয়োজনীয়তা? এটি চালু হলে কি উপকার হবে? সেই সব বিষয় তিনি স্পষ্ট করেন জনতার কাছে। যদিও প্রধানমন্ত্রী ঘোষণার পর এই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। কোটি কোটি মানুষের ধারণা, ইউসিসি চালু হলে আঘাত পড়বে তাদের ধর্মের ওপর, নিরাপত্তা নষ্ট হবে ব্যক্তিগত আইনেরও। তাই বেশিরভাগ মানুষই ইউসিসির বিরোধিতা করে চলেছেন। দেখে নেওয়া যাক এই Uniform Civil Code আসলে কি? এটি চালু হলে উপকার না ক্ষতি হবে সাধারণ মানুষের?
What Is Uniform Civil Code?
ইউনিফর্ম সিভিল কোড ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির একটি অংশ। এটি ৪৪ তম ধারায় নথিভুক্ত রয়েছে। সংবিধানে ইউসিসি সম্পর্কে বলা হয়েছে, জনগণের জন্য একটি অভিন্ন আইন বা ইউসিসি লাগু করা সরকারের কর্তব্য। আসলে Uniform Civil Code হল জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, লিঙ্গ ইত্যাদি সব কিছুর ঊর্ধ্বে একটি আইন। এর মাধ্যমে দেশের সকল মানুষকে এক চোখে দেখা হয়।
ইউনিফর্ম সিভিল কোড কি?
বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সন্তান দত্তক, সম্পত্তি ইত্যাদি যে কোনো ক্ষেত্রে দেশজুড়ে সবার জন্য জারি থাকবে একই আইন। কোনো হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, শূদ্র, উচ্চ জাতি দলিত ভেদে সেই আইন বদলাবে না। সহজ কথায় বলতে গেলে “এক দেশ, এক নাগরিক, এক আইন” এই নীতিতে চলে UCC (Uniform Civil Code). এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে আপনারা জেনে নিন।
Uniform Civil Code Effects On Religion
বর্তমানে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তান দত্তক এবং সম্পত্তি ভাগ ইত্যাদির জন্য হিন্দু ধর্মের আলাদা, মুসলিম ধর্মের আলাদা, খ্রিস্টান ধর্মের আলাদা আইন রয়েছে। যেমন হিন্দু ধর্মে হিন্দু বিবাহ আইন (1955), হিন্দু উত্তরাধিকার আইন (1956) অনুসারী হিন্দুদের জন্য নির্দিষ্ট নিয়ম প্রদান করা হয়েছে। যা ইসলাম বা খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আবার ইসলাম ধর্মে মুসলিম শরীয়াত আইন ১৯৩৭ অনুযায়ী, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ ইত্যাদির জন্য নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। যা কেবল তাদের জন্যই তৈরি।
খ্রিস্টান ধর্মে বিবাহ বিচ্ছেদ আইন ১৮৬৯ অনুযায়ী, পারস্পারিক বিবাহ বিচ্ছেদের আগে স্বামী এবং স্ত্রীর অন্তত দু’বছর একসঙ্গে বসবাস করা আবশ্যক। এই নিয়ম কিন্তু অন্য ধর্ম গুলিতে দেখা যায় না। এক্ষেত্রে যদি Uniform Civil Code চালু হয়, তাহলে সেই সব ধর্মের ব্যক্তিগত আইন গুলি উঠে গিয়ে চালু হবে সরকারের নিয়ম। যাতে ধর্মে আঘাত লাগার আশংকা দেখছেন নির্দিষ্ট ব্যক্তিরা।
Uniform Civil Code History In India
ইউসিসি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ এই বছর নেওয়া হয়নি। গত বছরই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সুপারিশ অনুসারে Law Commission এই ইউনিফর্ম সিভিল কোডের কাজ শুরু করে। এরপর বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সেই প্রস্তাব পেশ করে তারা। রাষ্ট্রপতি তাতে সম্মতি দেওয়ায় UCC লাগু করার কাজ শুরু করে দেয় কেন্দ্র। বর্তমানে উত্তরাখন্ডে (Uttarakhand) পরীক্ষামূলকভাবে ইউসিসি চালু রয়েছে।
5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা বিজেপির সংকল্পপত্রে ঘোষণা করলেন যদি তারা ভোটে জেতেন তবে কেবল উত্তরাখন্ডেই নয়, দেশজুড়ে ইউসিসির (Uniform Civil Code) আইন লাগু হবে। আর এই আইন লাগু হয়ে গেলে কতটা সুবিধা হতে চলেছে দেশবাসীর সেই সম্পর্কে ভবিষ্যৎ কথা বলবে। এবং এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Nabadip Saha.