পশ্চিমবঙ্গে SIR আবহে যখন BLO Officer দের বিক্ষোভ চলছে ঠিক তখনই শিক্ষকদের বেতন বৃদ্ধি (Teacher Salary Hike) করলো পশ্চিমবঙ্গ সরকার (Government of Wes Bengal). দীর্ঘ দিন ধরে দাবি ও আন্দোলনের পর অবশেষে আংশিক দাবিপূরণ। তবে এই বেতন বৃদ্ধি কিন্তু সমস্ত শিক্ষকদের জন্য নয়। কাদের এই বেতন বেড়েছে, পদ অনুযায়ী কাদের কত টাকা বেতন বাড়ছে, শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে বিস্তারিত জেনে নিন।
West Banegal SSK MSK Teacher Salary Hike
পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) সম্প্রতি শিশু শিক্ষা কেন্দ্র (SSK) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (MSK)-এর শিক্ষকদের সম্মানী ভাতায় ৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি স্কুল শিক্ষা দফতরের (School Education Department) তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। প্রায় হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা এই সুবিধার আওতায় আসবেন। দীর্ঘদিন ধরে তাঁরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এই বেতন বৃদ্ধি সরাসরি তাঁদের আর্থিক অবস্থায় কিছুটা স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে। তবে দাবীর তুলনায় এই বেতন বৃদ্ধির পরিমাণ খুবই কম বলে, অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন।
কবে থেকে কার্যকর হবে এই বেতন বৃদ্ধি?
এই ৩% বেতন বৃদ্ধি আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সম্মানী থেকেই শিক্ষকরা বাড়তি টাকা পাবেন। বিজ্ঞপ্তিটি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয়েছে। এতে জেলা পরিষদ এবং মহাকুমা পরিষদগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক শিক্ষক এই খবরে খুশি হয়েছেন। তাঁরা বলছেন, ছোট হলেও এটা একটা ইতিবাচক পদক্ষেপ।
কত টাকা বেতন বাড়ছে?
এসএসকে-র সহায়ক বা সহায়িকারা এখন মাসে ১১,২৫৫ টাকা পান। বৃদ্ধির পর এটা বেড়ে দাঁড়াবে ১১,৫৯৩ টাকায়। অন্যদিকে মুখ্য সহায়ক বা প্রধান শিক্ষক-শিক্ষিকারা বর্তমানে ১১,৬৩৮ টাকা পান। নতুন হারে তাঁরা পাবেন প্রায় ১১,৯৮৭ টাকা। এমএসকে-র ক্ষেত্রেও একই হারে বাড়বে। এই অঙ্ক ছোট মনে হলেও মাসিক খরচের চাপ কমাতে সাহায্য করবে। শিক্ষকরা এখন আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন।
কতজন শিক্ষক এই সুবিধা পাবেন?
রাজ্যে SSK এবং MSK শিক্ষক মিলিয়ে প্রায় ৭০,০০০-এর কাছাকাছি শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। এঁদের অধিকাংশই গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় কাজ করেন। যেখানে সাধারণ স্কুলের সুবিধা কম। এঁরা শিশুদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত গড়ে তোলেন। সরকারের এই পদক্ষেপ তাঁদের কাজের স্বীকৃতি দিচ্ছে। অনেকে মনে করেন, (Teacher Salary Hike) এটা দীর্ঘদিনের আন্দোলনের ফল।
আরও পড়ুন, SBI ATM Charges বেড়ে গেল। স্টেট ব্যাংকের সমস্ত এটিএম কার্ডে লেনদেন ও ব্যালেন্স দেখতে ও টাকা লাগবে
SSK MSK শিক্ষকদের বেতন বৃদ্ধি
দীর্ঘদিন ধরে SSK MSK শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার দাবিতে আন্দোলন চলছিল। কয়েকদিন আগেও বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ হয়েছে। শিক্ষা দফতর আগেই জানিয়েছিল যে ২০২৫ সালে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে। এখন সেই প্রতিশ্রুতি পূরণ করা হল। এছাড়া বার্ষিক ৩% বৃদ্ধির (Teacher Salary Hike) নিয়ম আগেও ছিল, তবে এবার তা নতুন করে কার্যকর করা হয়েছে। শিক্ষকদের মনোবল বাড়বে বলে আশা করা যাচ্ছে।
গ্রামের মানুষের জন্য চালু হলো নতুন অ্যাপ | মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
ভবিষ্যতে আরও কী আশা করা যায়?
এই ৩% সম্মানী বৃদ্ধিতে (Teacher Salary Hike) অনেকেই খুশি নন। অনেক শিক্ষক চান স্থায়ীকরণ, পেনশন এবং অন্যান্য সুবিধা। সরকার গত কয়েক বছরে এককালীন অবসরকালীন ভাতা বাড়িয়েছে। পার্শ্ব শিক্ষকদের মর্যাদা ও একাধিক সুবিধা দিয়েছে। যদিও এখনও অনেক দাবি অমীমাংসিত রয়েছে। এবার এটাই দেখার বাকি দাবি গুলো কবে পূরণ হয়।