অতিরিক্ত গরম ও তাপপ্রবাহের কারনে গত ১৮ই এপ্রিল গরমের ছুটি তথা Summer Vacation ঘোষণা করে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর তথা মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE). আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
গরমের ছুটির শেষে কবে খুলবে স্কুল ও অফিস?
এদিকে মধ্যশিক্ষা পর্ষদের মতো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা WBBPE ও ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করে। আর সেই নির্দেশের পর এবার অবশেষে স্কুল খোলার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আর কবে স্কুল খুলবে, কবে শিক্ষকদের স্কুলে যেতে হবে, এবং কবে থেকে শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে বা নিয়মিত পঠনপাঠন শুরু হবে, বিস্তারিত জেনে নিন।
গরমের ছুটির কারনে স্কুল আগাম ছুটি ঘোষণা হলেও স্কুল খুলছে আগের ছুটির তালিকা অনুসারে। অর্থাৎ লোকসভা ভোট গ্রহণ শেষ হতেই স্কুল খোলার তোড়জোড় শুরু হলো। আর আগামীকাল অর্থাৎ ৩ জুন থেকেই কার্যত অফিশিয়ালি স্কুল খুলে যাচ্ছে। অর্থাৎ ৩ জুন থেকেই স্কুলের অফিসিয়াল কাজকর্ম চালু হচ্ছে। এদিকে আগামী ৪ই জুন রয়েছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। গরমের ছুটি শেষ করে, ৩রা জুন থেকে স্কুল খুললেও পঠন পাঠন শুরু হচ্ছে এক সপ্তাহ পর থেকে অর্থাৎ ১০ই জুন থেকে।
আরও পড়ুন, বাইক কিনতে টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। এইভাবে আবেদন করুন।
বিজ্ঞপ্তিতে কি বলা হয়ছে?
আজ মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গরমের ছুটি শেষ করে আগামী ৩রা জুন থেকে খুলছে রাজ্যের স্কুল। এবং যেহেতু নির্বাচনের কারনে অনেক স্কুলে এখনও কেন্দ্রীয় বাহিনী তথা ভোট কর্মীরা রয়েছেন, তাই আগামী ৯ই জুনের মধ্যে স্কুলে পঠন পাঠনের পরিবেশ তৈরী করে আগামী ১০ই জুন থেকে স্কুলে নিয়মিত ক্লাস শুরু হবে।
অর্থাৎ ৩ তারিখ থেকে শিক্ষকদের স্কুলে যেতে হবে, এবং তাদের হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে। এবং ৭ দিনের মধ্যে স্কুলে পঠন পাঠনের পরিবেশ তৈরী করতে হবে। অর্থাৎ, ভোটের কারনে যদি ক্লাসরুম এ চেয়ার টেবিল ঠিক না থাকে। তবে স্কুলের চেয়ার টেবিল বেঞ্চ প্রভৃতি ঠিক করতে হবে। স্কুলে স্যানিটাইজ করতে হবে প্রভৃতি। এবং ১০ই জুন থেকে নিয়মিত পঠন পাঠন শুরু হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আবার বেতন বৃদ্ধির ঘোষণা।
এদিকে সামার প্রজেক্ট (Summer Project) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক স্কুল কে, সেই কারনে শিক্ষার্থীদের কাছ থেকে প্রজেক্ট গুলো সংগ্রহ করে, সেগুলোকে PPT ফাইল করে শিক্ষা দপ্তরের মেইল করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ গরমের ছুটির মধ্যে যে কাজ করা হয়েছে, সেগুলোই এখন জমা দিতে হবে। এই বিষয়ে আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এবং শিক্ষা সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন।