School holiday list 2022 – ওমিক্রনের কথা মাথায় রেখে আবার নতুন স্কুল ছুটির নিয়ম প্রকাশ করলো শিক্ষাদপ্তর।

কলকাতায় ওমিক্রনের আক্রান্ত রোগীর খোঁজ পাবার পর নড়েচড়ে বসেছে শিক্ষাদপ্তর (School holiday list 2022 )। তাই পড়ুয়াদের কথা মাথায় রেখে বোর্ড সচিব ঋতব্রত চট্টোপাধ্যায় ২০২২ সালে আবার নতুন করে ছুটির দিন ঘোষণা করে দিল । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কথা চিন্তা করে আগে থেকেই এই সিদ্ধান্তে উপনিত হল পর্ষদ।

যেহেতু পূর্ববর্তী বছরে করোনা আতঙ্কের ফলে স্কুল ঠিক করে চলতে পারে নি তাই আগে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ। তবে কেবল মাত্র মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের কথা ভেবে নয়, বরং পড়ুয়াদের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিবেচনা করে শিক্ষা পর্ষদ এই এই ছুটির নিয়ম প্রকাশ করেছে।

তবে চলুন দেখে নেওয়া যাক আগামী বছরের ছুটির তালিকা।

বোর্ড সচিব ঋতব্রত চট্টোপাধ্যায় জানান, আগামী বছর লিস্টে ছুটির সংখ্যা ৫৭ দিন। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনের ভিত্তিতে আরও ৮ দিন ছুটি বাড়িয়ে দিতে পারে। আগামী বছর মোট (৫৭+৮)=৬৫ দিন ছুটি থাকবে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে। তালিকার থেকে জানা যাচ্ছে যে গ্রীষ্মকালীন ছুটির জন্য ১১ দিন ও পুজোর ছুটি ২৪ দিন ধার্য হয়েছে।

তালিকা অনুযায়ী আগামী বছর ২৪ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। গ্রীষ্মকালীন ছুটি এত কম হবার জন্য অবশ্য প্রশ্ন উঠেছে। তবে এর আগে গরমের বেহাল দশায় পড়ুযাদের কথা ভেবে গ্রীষ্মেকালীন ছুটি বাড়ানো হয়েছে বহুবার।

আরও পড়ুন, এবারের মাধ্যমিক উচ্চমাধ্যমিকে গণটোকাটুকি রুখতে বিশেষ ব্যবস্থা

অপরদিকে পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়েও স্কুল বন্ধ থাকবে। তাছাড়া বিভিন্ন জেলায় আঞ্চলিক উৎসবের সময় ছুটির কথা উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য ছুটির সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে।

নতুন ছুটির লিস্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment