পশ্চিমবঙ্গে চালু হলো সহানুভূতি স্কলারশিপ। সহানুভূতি স্কলারশিপের বৃত্তির পরিমাণ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য একাধিক স্কলারশিপের মধ্যে সহানুভূতি স্কলারশিপ এক নবতম সংযোজন। যার দ্বারা সুবিধা পেতে চলেছে রাজ্যের শিক্ষার্থীদের একটা বড় অংশ। এই স্কলারশিপের নাম ‘sahanubhuti scholarship’. ছাত্রছাত্রীরা যারা বর্তমানে নবম শ্রেণি বা তার উপরে পড়াশোনা করছে, আবেদন করতে পারবে এখানে। কতটাকা পাওয়া যাবে, যোগ্যতার মানদন্ড কি, কিভাবে আবেদন করতে হবে, সবটা জেনে নিন।

সহানুভূতি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৫

পশ্চিমবঙ্গের নবান্ন স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, বিকাশভবন স্কলারশিপের মতো সহানুভূতি স্কলারশিপ ও একটি সরকারি স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপে আবেদনের আগে নিন্মলিখিত বিশয়গুলো জেনে রাখা জরুরী।

কাদের জন্য সহানুভূতি স্কলারশিপ?

এই স্কলারশিপের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদণ্ড ঠিক করা হয়েছে।
রাজ্যের যে সমস্ত শিক্ষার্থী শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষা ক্ষেত্রে বাধার সম্মুখীন হন, তারা এই সুবিধা নিতে পারবেন। তবে তাদের অন্তত ৪০% প্রতিবন্ধী হতে হবে এবং তার জন্য সরকারি শংসাপত্র থাকা বাধ্যতামূলক। দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অর্থোপেডিক প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদনকারী কে নিন্মলিখিত শর্তের আওতাধীন থাকতে হবে।

  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • শিক্ষার্থীকে অবশ্যই নবম শ্রেণি বা তার ঊর্ধ্বে পড়তে হবে।
  • যারা ইতিমধ্যেই কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

কীভাবে আবেদন করবেন?

যারা এই স্কলারশিপের জন্য যোগ্য, তারা অফলাইনে আবেদন করতে পারবেন। এজন্য আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট জেলার জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরে জমা দিতে হবে।

আরও পড়ুন, কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে, কিভাবে আবেদন করবেন?

প্রয়োজনীয় নথি

আবেদন করার সময় শিক্ষার্থীদের নিম্নলিখিত নথিগুলো জমা দিতে হবে:

  • প্রতিবন্ধী শংসাপত্র
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণ
  • শিক্ষার্থীর পরিচয়পত্র
  • ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের কপি
  • পূর্ববর্তী শ্রেণির মার্কশিট

West Bengal Sahanubhuti Scholarshipn Amount

সহানুভূতি স্কলারশিপে বৃত্তির পরিমাণ সাধারণত ছেলেদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকা এবং মেয়েদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হয়। তবে এই পরিমাণ শ্রেনিভেদে ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা তথা জেলার জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর কর্তৃক অনুমোদিত কোর্সের সময়কাল অনুসারে নির্বাচিত শিক্ষার্থীদের এক থেকে পাঁচ বছরের জন্য বার্ষিক বৃত্তির পরিমাণ প্রদান করা হয়। আবেদন গৃহীত হলে এই স্কলারশিপের সঠিক পরিমাণ নিশ্চিতরূপে জানা যাবে।

সরকারের লক্ষ্য ও উদ্যোগ

এই স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সমাজের প্রতিটি শিশুকে শিক্ষার সুযোগ দেওয়ার চেষ্টা করছে। অনেক সময় আর্থিক সমস্যা বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে না। ‘সহানুভূতি স্কলারশিপ’ তাদের এই সমস্যার সমাধান করতে পারে।

রাজ্য সরকারের মতে, এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের আর্থিক সহায়তাই দেবে না, বরং তাদের আত্মবিশ্বাসও বাড়াবে। এর ফলে তারা নিজেদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারবে। অর্থাৎ রাজ্যের বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করতেই Sahanubhuti Scholarship প্রকল্প চালু হয়েছে। এবার এই ধরনের কোন শিক্ষার্থী আপনার জানা থাকলে সহানুভূতি স্কলারশিপে আবেদন করার জন্য অনুরোধ করবেন। এই প্রতিবেদনটি জনস্বার্থে শেয়ার করার অনুরোধ রইলো। সাধারণ পড়ুয়াদের স্কলারশিপ সম্মন্ধে জানতে নিচের প্রতিবেদন গুলো দেখুন।

শেয়ার করুন: Sharing is Caring!