পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের স্বাস্থ্য বিভাগের নিয়োগ তথা WB Health Recruitment Board এর পক্ষ থেকে একটি জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সফল হলে, বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চাকরি হবে। তাই সমস্ত চাকরিপ্রার্থীদের আবেদন করার আহবান রইলো।জেনে রাখা ভালো যে এই নিয়োগ প্রক্রিয়ায় কেবলমাত্র ইন্টারভিউ দিয়ে পাশ করলেই চাকরি হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা হবে না। আর কি কি শর্ত ও নিয়ম কানুন রয়েছে, কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে, ইন্টারভিউ এর স্থান ও তারিখ জেনে নিন।
West Bengal Health Recruitment 2024.
বর্তমানে আমাদের রাজ্যে সরকারের তরফে রাজ্যের সকল সরকারি চিকিৎসালয় বা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা সুরক্ষিত করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এই জন্য Health Department বা স্বাস্থ্য বিভাগে নিয়োগের জন্য আবেদন নেওয়া শুরু করা হয়েছে। যাকে যার নিজের জেলাতেই দেওয়া হবে পোস্টিং। নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে আবেদনযোগ্য। নিচে এই নিয়োগের সম্পর্কে জেনে নিন।
WB Health Recruitment Information & Age
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের (Health And Family Welfare Department) তরফ থেকে এই Health Recruitment এর বিজ্ঞপ্তি বেরিয়েছে। আবেদনের জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। বয়স সীমা হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী। আর স্বাস্থ্য দপ্তরে কাজের আবেদন করার আগে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিন।
Health Department Recruitment Offline Apply Process
১. প্রথমে প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে।
২. এরপর Recruitment ট্যাবে ক্লিক করে এই Health Recruitment নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বের করুন।
৩. বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদন পত্রটিকে প্রিন্ট করে বার করে নিন।
৪. প্রয়োজনীয় তথ্য দিয়ে সেটিকে পূরণ করে নিন।
৫. এরপর ইন্টারভিউয়ের দিন যথাস্থানে গিয়ে সেটি জমা করে দিন।
৬. সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স সঙ্গে রাখবেন। সেগুলি কেও জমা করতে হবে।
Documents Required
১. এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার।
২. যে কোনো এক ধরনের ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
৩. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড।
৪. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র।
৫. প্রার্থীর স্থায়ী বাসিন্দার একটি সার্টিফিকেট।
৬. জাতিগত শংসাপত্র।
৭. সংশ্লিষ্ট পদে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণ।
৮. আরও কোন নথি লাগলে আপনাকে দেওয়া হবে।
Health Recruitment Process & Vanancy
এক্ষেত্রে প্রার্থীদের বাছাইয়ের জন্য বিশেষ কোনো রকম লিখিত বা অনলাইন পরীক্ষার আয়োজন করা হবে না। কেবলমাত্র একটি ইন্টারভিউ নেওয়া হবে। যারা সেখানে পাশ করবেন তাদের নিয়োগ করা হবে চাকরিতে। যে পদে লোক নেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি জারি হয়েছে তার নাম হল House Staff. এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ১০ টি। শূন্য পদের বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
Health Recruitment Qualification & Interview Information
১. প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে MBBS পাস করে থাকতে হবে।
৩. কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্ৰাধিকার পাওয়া যাবে
Health Recruitment ইন্টারভিউয়ের স্থান – Suri Sadar Hospital, Suri, Birbhum.
তারিখ – আগামী 16 ই মে ২০২৪।
Written By Nabadip Saha.
গ্রাম পঞ্চায়েতে ৬৬৫২টি শূন্যপদে কর্মী নিয়োগ, শুরু আবেদন প্রক্রিয়া