NMMS Scholarship 2024 – এই পরীক্ষায় পাশ করলে বছরে 12000 টাকা পাবে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা।

রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বিরাট বড় আপডেট (NMMS Scholarship 2024). যে সমস্ত ছাত্র ছাত্রীরা বর্তমানে অষ্টম শ্রেণীতে পাঠরত তাদেরকে ১২ হাজার টাকা করে স্কলারশিপ দেবে সরকার। রাজ্যের যে কোনো প্রান্তের স্কুলে পাঠরত পড়ুয়া ছেলে বা মেয়ে উভয়েই সুবিধা পাওয়ার যোগ্য। বেশি কথা না বাড়িয়ে জেনে নেব এই স্কলারশিপের সম্পর্কে বিস্তারিত। ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ বা সংক্ষেপে NMMS Scholarship 2024.

Advertisement

West Bengal NMMS Scholarship 2024.

এই NMMS Scholarship 2024 এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের সকল অষ্টম পাস দুস্থ মেধাবী শিক্ষার্থীদের ১২০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। সাধারণত আর্থিক দুর্বলতার কারণে এই দেশের বেশিরভাগ ছেলে মেয়েরাই মেধাবী হওয়া সত্ত্বেও অষ্টম পাসের পর স্কুল ছুট হয়ে পড়ে। তাদেরকে শিক্ষামুখী করে তুলতে এই উদ্যোগ। কেন্দ্রীয় সরকার অধীনস্থ স্কুল শিক্ষা মন্ত্রক এবং সাক্ষরতা বিভাগের তরফ থেকে এই স্কলারশিপটি পরিচালনা করা হয়।

Advertisement

যে সমস্ত পড়ুয়ার অষ্টম শ্রেণী পাস করে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদেরকেই দেওয়া হয় এই NMMS Scholarship 2024 টাকা। এই স্কলারশিপের (Government Scholarship) সুবিধা ছাত্র ছাত্রীরা পেয়ে থাকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাওয়া পর্যন্ত। এই স্কলারশিপে আবেদন করতে গেলে সাধারণত একজন প্রার্থীর পারিবারিক আয় বছরে ৩.৫ লাখ টাকার কম হতে হয়।

এছাড়াও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর সমেত উত্তীর্ণ হয়ে থাকা প্রার্থীদেরই এই NMMS Scholarship 2024 সুবিধা দেওয়া হয়। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে এই নম্বরে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়। আর বাকি সকল স্কলারশিপের মতোই এই স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল মেধাবী পড়ুয়াদের খুবই সুবিধা হতে চলেছে।

Madhyamik Result (মাধ্যমিক রেজাল্ট ২০২৪)

NMMS Scholarship 2024 Examination Result

ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ পেতে গেলে প্রথমে পড়ুয়াদের একটি বৃত্তি পরীক্ষায় বসতে হয়। এই পরীক্ষায় যারা পাস করে তাদেরকে স্কলারশিপ দেয় সরকার। ২০২৩ – ২৪ শিক্ষাবর্ষে মেরিট কাম মিন্স বৃত্তি পরীক্ষা হয়েছিল নভেম্বর মাসে। এই পরীক্ষাটির রেজাল্ট সম্প্রতি বের করেছে ডাইরেক্টরেট স্কুল এডুকেশন। যারা এই বছর পরীক্ষা দিয়েছে তারা অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবে সহজেই। যদি সেই পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ১২০০০ টাকা স্কলারশিপ ঢুকবে কিছুদিনের মধ্যেই তার একাউন্টে।

Advertisement

পশ্চিমবঙ্গের পড়ুয়ারা 12 থেকে 18 হাজার টাকা পাবেন মাধ্যমিক পাশ করলেই! কিভাবে আবেদন করবেন?

How to Check NMMS Scholarship 2024 Result Online

১. www.scholarships.wbsed.gov.in ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
২. “National Merit Cum Means Scholarship Result 2024” লিংকে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে।
৩. এখানে তালিকা থেকে নিজের রাজ্য এবং জেলা বেছে নিতে হবে।
৪. তারপরই নিচে সেই জেলার সকল উত্তীর্ণ প্রার্থীর লিস্টের পিডিএফ থাকবে।
৫. Download লিংকে ক্লিক করে সেই তালিকা ডাউনলোড করে নিতে হবে। সেই তালিকায় যদি সেই ছাত্র বা ছাত্রীর নাম থাকে তবেই বুঝতে হবে সে স্কলারশিপের টাকা পাবে।
Written by Nabadip Saha.

96000 টাকা পাবে রাজ্যের পড়ুয়ারা। মাধ্যমিক পাশ করলে আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment