পশ্চিমবঙ্গে নতুন OBC List 2024 প্রকাশ! কাদের নাম বাতিল হলো? কারা তালিকায় আছে? PDF দেখে নিন

পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা প্রকাশ (OBC List 2024) পেল! ওবিসি (OBC) প্রার্থী কারা? কাদের বিশেষ অধিকার পাওয়া উচিত? সেই নিয়ে বিরাট রায় দিল এবার কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt). সাধারণত সমস্ত সরকারি ক্ষেত্রেই আর্থিক ভাবে অনগ্ৰসর শ্রেনী গুলোর জন্য নির্দিষ্ট সংরক্ষণের (Reservation) ব্যবস্থা আছে। এর মাধ্যমে সেই সব পিছিয়ে পড়া জাতি গুলো চরম উপকৃতও হয় বটে। কিন্তু এবার আদৌ কারা সেই উপকার পাওয়ার যোগ্য, আর কারা নয় তা স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট।

Advertisement

West Bengal New OBC List 2024.

বিগত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থা পশ্চিমবঙ্গের ৫ লাখ OBC Certificate বাতিলের নির্দেশ দিয়েছিলেন। আর তারপর থেকেই রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। একের পর এক মানুষ প্রশ্ন তুলতে থাকেন কেন এই সিদ্ধান্ত? তাহলে যাদের কাছে এই সার্টিফিকেট (OBC List) আছে তারা কি আর কোন সুবিধা পাবে না?

Advertisement

কেন ৫ লাখ OBC Certificate বাতিল হল?

এই নিয়ে আদালতের পর্যবেক্ষণ অনুসারে ২০১০ সাল থেকে সকল ওবিসি সার্টিফিকেট সঠিক নিয়মে বানানো হয়নি, সেই জন্য এই সিদ্ধান্ত। আর এই তালিকায় ৫ লাখ নাম আছে বলে জানা যাচ্ছে। তাহলে এবারে এই জাতি শংসাপত্রধারি অনেকের মনেই প্রশ্ন উঠছে যে তাহলে কাদের নাম আছে? আর কাদের নাম বাতিল হয়ে গেল? কিভাবে OBC List সম্পর্কে জানবেন দেখুন।

পশ্চিমবঙ্গে নতুন OBC List 2024 কিভাবে দেখবেন?

উচ্চ আদালত কর্তৃক নতুন OBC List 2024 প্রকাশ করা হয়েছে এই জন্য। এই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে আগের বহু প্রার্থীকে সরিয়ে ফেলা হয়েছে, পরিবর্তে যুক্ত করা হয়েছে নতুন কিছু জনের নাম। এখন থেকে এই সব প্রার্থীদেরই সুবিধা মিলবে সমস্ত সরকারি ক্ষেত্রে। গত ২২ মে ২০২৪ তারিখে কলকাতা হাইকোর্ট রাজ্যের ওবিসি ক্যাটেগরির (OBC Category) এই নতুন লিস্ট প্রদান করেছে।

Highcourt Rules to get Benefits on New OBC List Candidates

সেই সঙ্গে নতুন নীতিমালাও প্রকাশ (OBC Certificate New Rule) করেছে কোর্ট কর্তৃপক্ষ যে এরপর থেকে কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে সুবিধা পাবেন এই সব প্রার্থীরা। সেই অনুযায়ী এরপর থেকে পদক্ষেপ নিতে হবে রাজ্যকে। স্কলারশিপ থেকে শুরু করে উচ্চশিক্ষা, চাকরি, প্রকল্প এমনকি সরকারের সাংবিধানিক পদেও এই অনুযায়ী রিজার্ভেশন তৈরি করতে হবে রাজ্যকে। এই অবস্থায় চরম সংকটে পড়তে হয়েছে রাজ্যের ওবিসি প্রার্থীদের।

Advertisement
জাতিগত শংসাপত্র, Caste Certificate, OBC Certificate

কারণ আগে যারা সুবিধা পেতেন, এখন অনেকেই আর পাবেন না। এছাড়া আগের মত অত সুবিধাও মিলবে নাকি তা অনিশ্চিত। এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হচ্ছে সবার মধ্যে। যার ফলে চাপ বাড়ছে রাজ্য সরকারের ওপরও।
নিচের লিংকে কলকাতা হাইকোর্ট মারফত প্রকাশ করা এই সমস্ত প্রার্থীদের নাম PDF Format দেওয়া হয়েছে। এক ক্লিকেই নির্দিষ্ট লিংক থেকে ডাউনলোড করে নিন আর দেখুন ওবিসি প্রার্থীদের নতুন তালিকা।

সমস্ত পেনশন গ্রাহকদের ফের জীবন প্রমানপত্র জমা দিতে হবে! কিভাবে জীবন প্রমানপত্র জমা দেবেন?

কলকাতা হাইকোর্টে তরফে দেওয়া এই নতুন OBC List সম্পর্কে আপনারা এই পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) অনগ্রসর কল্যান ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। আর সকলের এইখানেই নিজেদের নাম আছে কি নেই সেই সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নিতে পারবেন। কোর্টের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment