Holiday List 2025: প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ সরকারের ২০২৫ সালের ছুটির তালিকা। PDF ডাউনলোড করুন

দীর্ঘ অপেক্ষার পর বছরের ১৩ দিন বাকি থাকতেই পশ্চিমবঙ্গ সরকারের ২০২৫ সালের ছুটির তালিকা তথা Holiday List 2025 PDF প্রকাশিত হলো। আর এই ছুটির তালিকা অনুযায়ী সরকারি কর্মীদের যেমন কিছুটা হতাশা থাকবে, ঠিক তেমনই থাকবে একাধিক খুশির খবর। গত বছরের ছুটির চেয়ে এবারের ছুটি কিছুটা পরিবর্তন করা হয়েছে। আর এক নজরে সেই তালিকা দেখে নিন। ও PDF ডাউনলোড করুন।

West Bengal Holiday List 2025

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা

প্রথম পর্যায়ের ছুটি – ১ জানুয়ারী থেকে ২৫ এপ্রিলঃ
মোট ১৪ দিন ছুটি, তার মধ্যে রোব বার পড়েছে ৫ দিন।
এবছর দুটি নতুন সেকশনাল ছুটি অনুমোদিত হয়েছে। ৬ জানুয়ারী সিখ সম্প্রদায়ের গুরু গোবিন্দ সিংহ এর প্রকাশ পুরব। ২২ সে ফেব্রুয়ারী গুরু রবিদাসের জন্ম জয়ন্তী।

দ্বিতীয় পর্যায়ের ছুটি – ১৬ এপ্রিল থেকে ৭ আগস্টঃ
মোট ছুটি ১৪ দিন, তার মধ্যে পালনীয় ও গরমের ছুটির মধ্যে পড়েছে ৫ দিন।
এবারের গরমের ছুটি পড়েছে, ২ মে থেকে ১২ই মে পর্যন্ত। মাত্র ৯ দিন!

আরও পড়ুন, প্রতিমাসে 9250 টাকা পাবেন, চালু হলো পোস্ট অফিসের নতুন স্কিম।

তৃতীয় পর্যায়ের ছুটি ৮ আগস্ট থেকে ৩১শে ডিসেম্বরঃ
মোট ছুটি ৩৭ দিন। যার মধ্যে ৭টি ছুটি রবিবার, বিদ্যালয়ে পালনীয় ও পুজোর ছুটির মধ্যে পড়েছে।
এবারের পুজোর ছুটি ২৬শে সেপ্টেম্বর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত অর্থাৎ ২৫ দিনের লম্বা ছুটি।

এবারে ছুটির বিশেষ দুটি দিক হলো গরমের ছুটি কমিয়ে দেওয়া হয়েছে। এবং পুজোর ছুটি আগের মতো একটানা দেওয়া হয়েছে। তবে প্রতিবছর গরম জেভাবে পড়ছে, তাতে এই ছুটি ৯ দিনের থেকে বৃদ্ধি পাবে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ। এছাড়া এবার রবিবার প্রচুর ছুটি পড়ায় অনেক ছুটি মার গেল বলে এক্ষেপ কর্মীদের একাংশের। নিচের লিঙ্ক থেকে পশ্চিমবঙ্গ সরকারের ২০২৫ সালের ছুটির তালিকা PDF Download করুন।

WBBPE Holiday List 2025 PDF Download Link

West Bengal Government Employees Holiday List

এছাড়া এবছর স্রকারি কর্মীদের DA দেবে কিনা এই নিয়ে সর্বশেষ আপডেট পেতে এখানে ক্লিক করুন। নিয়মিত সরকারি চাকরির খবর পেতে EK24 News ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!