West Bengal Holiday List 2022 – ২০২২ সালের ছুটির তালিকা, অর্ধেক ছুটি নষ্ট

অবশেষে প্রকাশিত হলো ২০২২ সালের ছুটির তালিকা, (West Bengal Holiday List 2022) এবং বেশ কিছু ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কার্যত অনেক ছুটির দিনই নষ্ট হলো বলে মনে করছে কর্মী মহল। এবার এক নজরে দেখে নেওয়া যাক ২০২২ সালের পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা।

শুক্রবার যে তালিকা নবান্ন প্রকাশ করেছে, সেখানে তিনটি তালিকা রয়েছে। প্রথমটিতে এনআই অ্যাক্টে (NI Act) সাধারণ ছুটির দিনের উল্লেখ রয়েছে। দ্বিতীয় তালিকায় দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ছুটি দেয় এমন দিনগুলির উল্লেখ। আর তৃতীয় তালিকায় এমন কিছু ছুটির কথা বলা রয়েছে যেগুলি সমাজের কিছু কিছু অংশের জন্য নির্দিষ্ট। যেমন খ্রিস্টানদের জন্য ইস্টার স্যাটারডে, আদিবাসীদের জন্য হুল দিবস। West Bengal Holiday List 2022

অর্থ দপ্তর (অডিট) এই ছুটির তালিকা প্রকাশ করেছে। তিনটি তালিকা আকারে ছুটির লিস্ট প্রকাশ করা হয়েছে। এনআই এ্যাক্ট, স্টেট গভর্মেন্ট ও সেকশনাল হোলি ডে – এই তিনটি লিস্ট (HOLIDAY LIST 2022) অর্থ দপ্তর (অডিট) প্রকাশ করলো। রাজ্য সরকারের অন্তর্ভুক্ত সমস্ত অফিসেই এই ছুটির লিস্ট কার্যকরী হবে।

২০২২ সালে রাজ্য সরকারি ছুটির তালিকা (West Bengal Holiday List 2022)

  • ১২ জানুয়ারি ২০২২- স্বামী বিবেকানন্দের জন্মদিন
  • ২৬ জানুয়ারি ২০২২- প্রজাতন্ত্র দিবস
  • ৫ ফেব্রুয়ারি ২০২২- সরস্বতী পুজো
  • ১৪ এপ্রিল ২০২২– আম্বেদকর জয়ন্তী ও মহাবীর জয়ন্তী
  • ১৫ এপ্রিল ২০২২– গুড ফ্রাইডে
  • ৩ মে ২০২২- ইদ
  • ৯ মে ২০২২- রবীন্দ্র জয়ন্তী
  • ১৬ মে ২০২২- বুদ্ধ পূর্ণিমা
  • ৯ অগস্ট ২০২২- মহরম
  • ১৫ অগস্ট ২০২২ – স্বাধীনতা দিবস
  • ৩ – ৫ অক্টোবর – দুর্গাপুজো
  • ২৪ অক্টোবর – কালীপুজো
  • ৮ নভেম্বর – গুরু নানকের জন্মদিন

আরও পড়ুন  শিক্ষিকাদের স্কুলে শুধুমাত্র শাড়ী পরে আসার নির্দেশ

যে সমস্ত ছুটি রবিবার পড়েছে

  • ২৩ জানুয়ারি ২০২২- প্রজাতন্ত্র দিবস
  • ১০ এপ্রিল ২০২২- হরিচাঁদ ঠাকুরের জন্মদিন
  • ১ মে ২০২২- শ্রমিক দিবস
  • ১০ জুলাই ২০২২- বখরি ইদ
  • ২৫ সেপ্টেম্বর ২০২২- মহালয়া
  • ২ অক্টোবর ২০২২- মহাত্মা গান্ধীর জন্মদিন
  • ৯ অক্টোবর ২০২২- লক্ষ্মীপুজো
  • ৩০ অক্টোবর- ছট পুজো
  • ২৫ ডিসেম্বর ২০২২- বড়দিন

West Bengal Holiday List 2022 Download Link Click here

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment