পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা তথা Dearness Allowance নিয়ে দীর্ঘ আন্দোলনের মধ্যে Government Employees DA Hike Salary Hike সংক্রান্ত চলতি মাসেই বড় সুখবর আসতে পারে। গতবছরের মতো এবারও ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ডিএ ঘোষণার সম্ভাবনা দেখছেন সরকারি কর্মীদের একাংশ। আদৌ কি বেতন বাড়ছে? সম্ভাবনা কতটা? বিস্তারিত জেনে নিন।
West Bengal Government Employees Dearness Allowance
রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভ বিক্ষোভ দীর্ঘ দিনের। কেন্দ্র ও অন্যান্য রাজ্য সরকার যে হারে ডিএ দিয়ে থাকে, তার চেয়ে অনেক কম মহার্ঘ ভাতা পান বলে অভিযোগ। কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় মূল্য বৃদ্ধি সূচক তথা AICPI হারে DA দিয়ে থাকে। যার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে সাথে বেতনের ভারসাম্য ও বজায় থাকে। তবে পশ্চিমবঙ্গে সেই নিয়ম না মেনে বরং রাজ্যে ইচ্ছে মতো বা অনিয়মিত ডিএ ঘোষণা হয় বলে দীর্ঘ দিনের অভিযোগ সরকারি কর্মীদের একাংশের। যার জেরে আদালতে মামলা দায়ের হয়।
ডিএ মামলা
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ২০১৬ সালে SAT এ সর্বপ্রথম DA মামলা করে। এবং এরপর হাইকোর্ট এ মামলা হয়। সব দিক থেকে কর্মীদের পক্ষে রায় গেলেও AICPI হারে ডিএ মেলেনি। যার জেরে আন্দোলন, ধর্মঘট পেরিয়ে মামলা এখন সুপ্রীম কোর্টে। তাই আদালত কবে এই মামলার রায় দেবে এবং তারপর কর্মীরা ন্যায্য হারে DA পাবেন, সেই অপেক্ষা না থেকে বরং রাজ্য সরকার কবে আরও এক কিস্তি DA ঘোষণা করে, সেই অপেক্ষায় রয়েছেন কর্মীদের একাংশ।
আরও পড়ুন, LIC এর নতুন পলিসি, যা বিনিয়োগ করবেন তার 3 গুণ ফেরত পাবেন
পশ্চিমবঙ্গের ডিএ ঘোষণার ট্রাক রেকর্ড
২০২২ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী সাধারনত কোন উৎসব বা বাজেটের আগে প্রশাসনিক সভা থেকে কয়েক মাস আগেই DA ঘোষণা করতেন। এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর (West Bengal Finance Departent) সরকারি নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশিত হতো। সাধারণত পুজোর আগে এক কিস্তি ডিএ ঘোষণা হতো। তবে গতবার বড়দিনের উদ্বোধনে ডিএ ঘোষণা করেন। এবং পরবর্তীতে বাজেট বক্তৃতায় আরও ৪% মহার্ঘ ভাতা ঘোষণার ফলে সব মিলিয়ে বর্তমানে 14% DA পাচ্ছেন রাজ্যের কর্মীরা। এবারে পুজোর আগে কোনও ডিএ ঘোষণা হয়নি।
তাই নতুন বছরের আগে এক প্রস্থ ডিএ ঘোষণা হতে পারে বলে আশা করছেন সরকারি কর্মীদের একাংশ। আর নতুন বছরের প্রাকমুহুর্তে বড় দিনের শুভ সূচনার মঞ্চই একটি বড় প্লাটফর্ম হতে পারে। তাই এই সপ্তাহের যেকোনো দিন যেকোনো মঞ্চ থেকে সুখবর আসতে পারে বলে মনে করছেন সরকারি কর্মীদের একাংশ।
আরও পড়ুন, বাম্পার খবর! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে অতিরিক্ত 3000 টাকা!
সরকারি কর্মীদের মতামত ও পর্যবেক্ষণ
এদিকে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ আবার ডিএ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে Social Media তে জানিয়েছেন ভাষ্কর ঘোষ। অন্যদিকে কনফেডারেশনের মলয় মুখোপাধ্যায় তার স্যোশাল মিডিয়া একাউন্টে লিখেছেন, এবছর প্রচুর কর্মী অবসর নিচ্ছেন। যারা আর Dearness Allowance এর মুখ দেখলেন না। আর বিগত কয়েক বছরে অনেক আগেই ডিএ ঘোষণা হয়েছে। এবং পরবর্তীতে চালু হয়েছে। তাই এবছর আর হয়তো ডিএ ঘোষণার কোনও সম্ভাবনা নেই।