Ration Items List – জুলাই মাসে কোন কার্ডে কতটা রেশন দেবে, দেখে নিন পুর্নাঙ্গ তালিকা

পশ্চিমবঙ্গের নাগরিকদের জুলাই মাসে বিভিন্ন কার্ডে কতটুকু রেশন বিনামূল্যে পাবেন (Free Ration), কার্ড অনুযায়ী রেশন সামগ্রীর তালিকা বা Ration items list দেওয়া হলো, যাতে রেশন তোলার আগে জেনে নিতে পারেন। মাসের শুরুতেই ইতিমধ্যে অনেকেই রেশন তোলার কথা ভাবছেন, আর এই বর্ষার মরশুমে কতটা বিনামূল্যে বা ফ্রি রেশন পাবেন, জেনে নেওয়া জরুরী।

Advertisement

Free Ration Items List in July 2024

গরিবের রেশন নিয়ে বিরাট সুখবর! প্রতিমাসের শুরুতেই রেশন দ্রব্যের পরিমাণ পুনর নির্ধারণ করে তা বন্টনের তালিকা প্রকাশ করে কেন্দ্র। সেই অনুযায়ী রেশন দোকানগুলিতে মাল দেওয়া হয় উপভোক্তাদের। বর্তমানে ৫ ক্যাটাগরির রেশন কার্ড দেশে চালু রয়েছে। প্রতিটি কার্ডেই আলাদা আলাদা পরিমাণ সামগ্রী দেওয়া হয় প্রতি মাসে। জুলাইয়ের ১ তারিখ পড়তে না পড়তেই এ মাসের রেশন তালিকাও তৈরি করেছে সরকার। কারা কতটা সামগ্রী পাবেন এই মাসে, জেনে নেব তালিকা থেকে।

Advertisement

দেশের গরীব দুঃখী মানুষদের কথা চিন্তা করে সরকার আগেই চালু করেছে রেশন ব্যবস্থা। তবে করোনা কাল থেকে বিনামূল্যে রেশন দেওয়া চালু হওয়ায় আরো উপকৃত হয়েছেন সেই সকল মানুষেরা। নিশ্চিতভাবে দুবেলা দুমুঠো অন্নের যোগান অন্তত ঘটে তাদের। যদিও এই বছরই কেন্দ্রের গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ফ্রী রেশনের সুবিধা বন্ধ হওয়ার কথা ছিল।

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আরও পাঁচ বছর চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। আর সেই অনুযায়ী এ বছর জুলাই মাসের নতুন রেশন তালিকা প্রকাশ (Ration Items List) করেছে কেন্দ্র। কোন ক্যাটাগরির উপভোক্তারা রেশনে কত মাল পাবেন এবারে? দেখে নিন।

RKSY-1 Ration Items List

  • প্রতি জন ২ কেজি চাল
  • প্রতি জন ৩ কেজি গম (যদি গম না থাকে, ৫ কেজি চাল দেওয়া হবে)

RKSY-2 Ration Card

  • প্রতি জন ১ কেজি চাল
  • প্রতি জন ১ কেজি গম (যদি গম না থাকে, ১ কেজি চাল নেওয়া যাবে)

আরও পড়ুন, রাস্তার ধারে দোকান থাকলেই ১০০০০ টাকা দিচ্ছে সরকার। কিভাবে এই টাকা পাবেন, জেনে নিন

SPHH ও PHH কার্ড

  • প্রতি জন ৩ কেজি চাল
  • প্রতি জন ১ কেজি ৯০০ গম (অথবা)
  • প্রতি জন ২ কেজি আটা (যদি গম বা আটা না থাকে, ৩ কেজি চাল নেওয়া যাবে। তবে আটা ও গম একসাথে নেওয়া যাবে না।)

AAY কার্ড

  • পরিবারের প্রতি সদস্য ২১ কেজি চাল
  • পরিবারের প্রতি সদস্য ১৩ কেজি ৩০০ গম (অথবা)
  • পরিবারের প্রতি সদস্য ১৪ কেজি আটা
  • প্রতি পরিবার ১ কেজি চিনি (১৩.৫০ টাকায়)

গুরুত্বপূর্ণ তথ্য

  • রেশন মোটামুটি মাসের শুরুর দিকেই বিতরণ করা হয়।
  • কোন রেশন দোকানে গিয়ে রেশন না পেলে খাদ্য দফতরের সাথে যোগাযোগ করুন।
  • যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কড আছে তারাই জুলাইয়ের রেশন পাবেন।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে ফের চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এই সুযোগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করুন

তবে মনে রাখবেন প্রতিমাসে এই তালিকা (Ration Items List) পরিবর্তিত হয়। তাই আপনার রেশন দোকানে রেশন তোলার আগে একবার নিশ্চিত হয়ে নেবেন। অনেক সময় রেশন সামগ্রীর মজুদ বা রেশন সামগ্রী পর্যাপ্ত রয়েছে কিনা, সেই কারনে এই তালিকায় অমিল থাকতে পারে। সেরকম হলে স্থানীয়ভাবে যে সামগ্রী দেওয়া হবে, সেটা যাচাই করে নেবেন।
Written by Nabadip Saha.

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment