সুখবর সুখবর! রেশন কার্ড গ্রাহকদের জন্য বিরাট সুখবর! আগস্ট মাসের বিনামূল্যে রেশন তালিকা বা Free Ration Items List প্রকাশিত হলো। আসছে পুজো, আর সেই কথা স্মরণ রেখেই এমাস থেকে বাড়তি রেশন দেওয়ার সিদ্ধান্ত। তবে বিভিন্ন কার্ডে বিভিন্ন রকম ও পরিমান রেশন পাবেন।
Free Ration Items List in August 2024
আগস্ট মাস পড়ে গেছে। আর প্রতিমাসের মতোই এ মাসেও দেশের বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ডের গ্রাহকদের জন্য নির্দিষ্ট পরিমাণ সামগ্রী নির্ধারণ করে Free Ration Items List বা তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। এ মাসে কোন কার্ডে কতটা মাল বরাদ্দ করল সরকার? বিনামূল্যে রেশন সামগ্রীর পরিমাণ বাড়লো না কমলো? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আগস্ট মাসে কোন রেশন কার্ডে কত মাল পাওয়া যাবে?
প্রধানত গরিব ও মধ্যবিত্ত মানুষদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে চালু হয়েছিল রেশন ব্যবস্থা। তবে অতিমারীর পর থেকে Free Ration বা বিনামূল্যে রেশন চালু করায় এতে বর্তমানে মানুষ আরো বেশি উপকৃত হচ্ছেন। প্রতিমাসে রেশন দোকানে গিয়ে নিজের নিজের কার্ড দেখিয়ে সামগ্রী পান গ্রাহকরা। তবে রেশন তোলার আগেই সরকারের তরফ থেকে প্রত্যেক গ্রাহককে জানিয়ে দেওয়া হয় কে কতটা মাল পাচ্ছেন।
রেশন দোকানগুলির বাইরে নোটিশ বোর্ডে তা দেখা যায়, আর যারা ডিজিটাল রেশনকার্ড ব্যবহার করেন, তাদের মোবাইলেও মেসেজ করে পাঠানো হয় এই তথ্য। এতে একদিকে যেমন গ্রাহক আগে থেকেই নিজের সামগ্রীর পরিমাণ জেনে নিতে পারেন। তেমনি ডিলাররা রেশন দ্রব্যে কারচুপিরও সুযোগ পান না। অগাস্ট মাসে কোন কার্ডধারীরা কী সুবিধা পাবেন, সেই মেসেজও ইতিমধ্যেই পৌঁছাতে শুরু করেছে সবার ফোনে। দেখে নেওয়া যাক সামগ্রীর তালিকা।
বিভিন্ন রেশন কার্ডে প্রাপ্য রেশন সামগ্রী
AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা) কার্ডঃ
AAY রেশন কার্ডধারীরা এই মাসে সবচেয়ে বেশি পরিমাণে রেশন পাবেন। প্রতি ব্যক্তির জন্য ২১ কেজি চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম বিনামূল্যে বিতরণ করা হবে। অতিরিক্তভাবে, ১ কেজি চিনি ন্যায্য দামে পাওয়া যাবে, যা রেশন দোকানের বোর্ডে উল্লেখ থাকবে।
আরও পড়ুন, বদলে গেল রেশন দেওয়ার গোটা সিস্টেম। রেশন পেতে হলে অবশ্যই দেখুন
SPHH ও PHH (অগ্রাধিকার এবং বিশেষ অগ্রাধিকার) কার্ডঃ
SPHH এবং PHH কার্ডধারীরা প্রতি ব্যক্তির জন্য ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন। বিকল্পভাবে, ২ কেজি চাল নেওয়ার সুবিধা রয়েছে, যদি তাঁরা চাল না নিতে চান।
RKSY 1 ও RKSY 2 (রেশন কার্ড স্কিম ১ ও ২)
এই কার্ডধারীরা পরিবারের সদস্য প্রতি ২ কেজি করে চাল পাবেন। পূর্বে, এই কার্ডের আওতায় মাথাপিছু ৫ কেজি চাল দেওয়া হত, কিন্তু বর্তমানে সেই সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন, রাজ্যের মহিলাদের এবার 5000 টাকা দেবে সরকার! প্রকল্পের ঘোষণা করে চমকে দিলেন মুখ্যমন্ত্রী
তবে এলাকাভেদে ও রেশন সামগ্রীর মজুদের উপরে বিভিন্ন এলাকায় এই পরিমান কিছুটা আলাদা হতে পারে। তাই রেশন নেওয়ার আগে প্রতিটি রেশন দোকানে সরকারি সিলমোহর সমেত রেশন সামগ্রীর তালিকা দেওয়া থাকে, সেটা পড়ে নেবেন।
Written by Nabadip Saha.