শুধুমাত্র দুর্যোগ ব্যাবস্থাপনা ক্ষেত্রেই নয়। সমস্ত ডিপার্টমেন্টের সরকারী কর্মীদের (West Bengal Employee) ছুটি বাতিল করলো নবান্ন। পর পর দুটি নিমচাপ সৃষ্টি হওয়ায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত সারা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে ঝড় ও বজ্রপাতের পূর্বাভাষ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ও দিল্লীর মৌসম ভবন। সেই জন্য কলকাতা সহ সারা রাজ্যে বিভিন্ন সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আগামী ৫ অক্টোবর পর্যন্ত সারা রাজ্যের সরকারী কর্মীদের সমস্ত ছুটি বাতিল করলো পশ্চিমবঙ্গ সরকার।
এর আগে বিভিন্ন দুর্যোগের সময়ে আগেভাগে জরুরী পরিষেবা, স্থানীয় প্রশাসন, পুরসভা, করপারেসন, পঞ্চায়েত কর্মীদের ছুটি বাতিল করা হত। কিন্তু এবার পর পর দুটি নিন্মচাপের কারনে আর রিস্ক নিতে চাইছে না রাজ্য। অপরদিকে এর মধ্যে উপ-নির্বাচন ও রয়েছে।
নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত জেলার সব ডিপার্টমেন্ট এর কর্মীদের কথাই বলা হয়েছে। এবং এই নোটিশটি সমস্ত জেলার সমস্ত অফিসে ফরওয়ার্ড করার কথাও বলা আছে।