দুয়ারে সরকার ক্যাম্প তথা Duare Sarkar Camp কার্যত পশ্চিমবঙ্গ সহও সারা দেশে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। একটা অফিসিয়াল কাজ করার জন্য মানুষ যেখানে দিনের পর দিন এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিয়ে পায়ের জুতো ক্ষয় করে দিতো, সেখানে, খোদ সরকারই জনগনের এলাকায় এসে, এক দিনে সমস্ত পরিসেবা দিচ্ছে। আর এই নতুন উদ্যোগ ও চিন্তাধারা সারা শেষ প্রশংসা কুড়িয়েছে। আর ভোটে জেতার পরও রাজ্য সরকার ফের দুয়ারে সরকার ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে। এবার কি কি পরিসেবা পাবেন, এবং কবে থেকে শুরু হতে পারে, জেনে নিন।
West Bengal Duare Sarkar Camp list 2024 date
একথা সকলেরই জানা যে, এই অল্প সময়েই যে এই প্রকল্প জনপ্রিয়তা অর্জন করেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। রাজ্যের কমবেশি ১০ কোটি জনগন এই শিবির তথা Duare Sarkar Camp থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অংশ নিয়েছেন। তাই নির্বাচনবিধি সমাপ্তির পর এবার ফের জুলাই মাসের দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। আর সবকিছু ঠিক ঠাক থাকলে, আবার আপনার এলাকায় সরকারি সমস্ত প্রকল্পের কাজ শুরু হবে।
Duare Sarkar Camp Scheme List
Duare Sarkar Camp এর মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীরা কমবেশি প্রায় ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। দুয়ারে সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী, কন্যাশ্রী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, মানবিক প্রকল্প, আদিবাসীদের জন্য জয় জোহর, তপশিলি বন্ধু, বয়স্কদের জন্য বৃদ্ধ ভাতা থেকে বিধবা ভাতা, দুয়ারে সরকার বার্ধক্য ভাতা এক ছাদের তলায় সমস্ত প্রকল্পের আবেদন পত্র, অভিযোগ পত্র জমা নেওয়া হয় এই ক্যাম্পের মাধ্যমে। এছাড়াও Duare Sarkar Camp এর মাধ্যমে ঝামেলা ছাড়াই খুবই দ্রুত সমস্ত আবেদনের সমাধান হয়।
দুয়ারে সরকার ক্যাম্পের সাফল্য
আর এ কথা আর বলার অপেক্ষাই রাখেনা যে, দুয়ারে সরকারের ক্যাম্পের সবচেয়ে বেশি নজর কেড়েছে ও জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmi Bhandar Scheme). আর রাজনৈতিক বিশেষজ্ঞেরা এখনও মনে করেন যে, এই একটি প্রকল্প ২০২১ এর বিধানসভা ও ২০২৪ এর লোকসভা ভোটে বিরোধীদের কার্যত প্রতিযোগিতা থেকে অনেক দূরে ঠেলে দিয়ে মা মাটি মানুষের জয়ের রাস্তা প্রশস্ত করেছে
আর এই ২ বছরে যারা ২৫ বছর বয়স অতিক্রম করেছেন, তারা এবার লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারবেন। তাই এবার দুয়ারে সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত কবে, সেটা জানা তাদের কাছে জরুরী। কারন এবার তারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে নতুন করে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন, রাজ্যে শুরু হচ্ছে নতুন প্রকল্প, বছরে পাবেন 10 হাজার টাকা। জেনে নিন আবেদন করার পদ্ধতি।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যোগ্যতা
- কমপক্ষে ২৫ বছর হতে হবে
- স্থায়ী চাকরি হলে চলবে না
- ব্যাংক একাউন্ট ও স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে
- একই পরিবারের একজন পাবেন
- আধার কার্ড থাকতে হবে
- চালু মোবাইল নম্বর থাকতে হবে
দুয়ারে সরকার ক্যাম্প তারিখ
প্রথমেই বলে রাখা ভালো, দুয়ারে সরকার শিবির প্রত্যেক জেলায় একই দিনে হবে না। এবং একেক পুরসভা বা পঞ্চায়েতে আদালা আলাদা দিনে অনুষ্ঠিত হবে। তাই দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ এলাকাভিত্তিক আলাদা হবে। তবে এবারের দুয়ারে সরকার শিবির জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে। নির্দিষ্ট তারিখ ঘোষণা হলেই এলাকাভিত্তিক আপডেট দেওয়া হবে। সেই আপডেট পেতে EK24 News ফলো করতে পারেন।
বিভিন্ন প্রকল্প সংক্রান্ত খবরের লিংক নিচে
১) পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের কৃষি যন্ত্রপাতি কেনার টাকা দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন?
২) রাস্তার ধারে দোকান থাকলেই ১০০০০ টাকা দিচ্ছে সরকার। কিভাবে এই টাকা পাবেন, জেনে নিন
৩) পশ্চিমবঙ্গে ৫০,০০০ জনকে প্রতিমাসে ১০০০ টাকা করে ভাতা দেবেন মুখ্যমন্ত্রী। কারা পাবেন? কিভাবে আবেদন করবেন?
৪)বাংলা আবাস যোজনায় আবেদন শুরু হলো। বাড়ি বানানোর টাকা পেতে এইভাবে আবেদন করুন